বিসিএস ক্যাডার বর্তমানে বাংলাদেশের অন্যতম সম্মানীত পেশার নাম। স্নাতক পাশ করে অনেক শীক্ষার্থীর স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হবে। যাদের লক্ষ্য ৪৭ তম বিসিএস, তারা বিসিএস পরীক্ষার যেভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিবেন তা নিয়ে আজকের আর্টিকেল।
৪৭ তম বিসিএস প্রস্তুতি (47 bcs preparation)
আমাদের দেশের অন্যতম প্রতিযোগীতামূলক পরীক্ষা হল বিসিএস পরীক্ষা। প্রতি বছর বিসিএস পরীক্ষায় লাখো লাখো পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু প্রিলিতে মাত্র কয়েক হাজার পরীক্ষার্থী টিকে থাকে। বিসিএস প্রিলিতে পাস করার পর লিখিত ও ভাইভা পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকে থাকতে প্রয়োজন পরিকল্পিত উপায়ে প্রস্তুতি।
৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে কিছু গুরুত্বপূর্ণ টিপস (47 bcs preliminary preparation)
বিগত বছরের বিসিএস প্রশ্ন সমাধান (bcs question bank solution)
বিসিএস প্রশ্ন সম্পর্কে ধারনা নিতে প্রথমেই বিগত বছরের প্রশ্নব্যাংক নিয়ে প্রিলিমিনারি প্রস্তুতি শুরু করতে হবে। যে টপিকগুলো থেকে প্রায়ই বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিকগুলো মার্ক করে গুরুত্ব সহকারে পড়ে প্রস্তুতি নিতে পারবেন। বাজার থেকে যেকোনো ভালো মানের জব সলুশন বই নিয়ে অথবা অনলাইনে অনেক অ্যাপ আছে যার মাধ্যমে আপনি বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহ দেখতে পারবেন।
বিগত বছরের বিসিএস প্রশ্ন সমাধান প্রোগ্রাম নিতে নিচের ছবিতে ক্লিক করুন।
বিসিএস সিলেবাস এনালাইসিস (bcs syllabus)
বিসিএস প্রস্তুতি নিতে বিসিএস সিলেবাস সম্পর্কে ভালো ধারনা নিতে হয়। বিসিএস পরীক্ষায় ১০টি বিষয় থেকে প্রশ্ন আসে। এই দশ বিষয় এর সিলেবাস ও মানবন্টন জেনে প্রস্তুতি নিতে হবে। বিসিএস প্রিলিমিনারি সিলেবাস এনালাইসিস করে নিজের স্ট্রং ও উইক জোন সম্পর্কে একটা ধারনা পাওয়া যায়। তারপর সেই ভিত্তিতে প্রস্ততি নিতে হয়।
বিসিএস সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিসিএস বই (bcs book list)
বিসিএস প্রস্তুতির একটা অন্যতম ধাপ হচ্ছে ভালো মানের বই নির্বাচন। বিসিএস প্রিলি প্রস্তুতি নিতে প্রথমেই পরীক্ষার্থী ভালো মানের বুক লিস্ট খুঁজেন। ২-৩ সেট বই না কিনে ১ সেট বই যথেষ্ট। একটি বিষয়ের জন্য ১০টি বই ফলো না করে ১টি বই ১০ বার পড়া উত্তম। বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে কোন কোন বই পড়বেন তা জানের এখানে ক্লিক করুন।
অ্যাপভিওিক প্রস্তুতি ও মডেল টেস্ট
বর্তমানে বিসিএস প্রস্তুতির জন্য অনেক অনলাইন অ্যাপ রয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে আপনি “Hello BCS” অ্যাপ ব্যবহার করতে পারেন। ঘরে বসে বিসিএস প্রস্তুতি ও পরীক্ষা দিতে এই অ্যাপ সহায়ক ভূমিকা পালন করে। অ্যাপ এর মাধ্যমে মডেল টেস্টে বিসিএস প্রস্তুতির সাথে সাথে হাজারো পরীক্ষার্থীর সাথে নিজের অবস্থান যাচাই করতে পারবেন।
রুটিন মাফিক প্রস্তুতি
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে সিলেবাস দেখে বিষয়ভিত্তিক একটা স্টাডি প্ল্যান রেডি করে সেই অনুযায়ী প্রস্তুতি নিলে পরিকল্পিত ভাবে প্রস্তুতি নিতে পারবেন। প্রস্তুতির সাথে সাথে পরীক্ষা দিতে পারলে আপনার প্রস্তুতিকে পরিপূর্ণ করতে সহায়তা করবে। ৪৭ তম বিসিএস যাদের টার্গেট, তারা এখন থেকে প্ল্যান রেডি করে প্রস্তুতি শুরু করুন।
যাদের টার্গেট ৪৭ তম বিসিএস, বিসিএস প্রস্তুতি নিতে নিয়ে এসেছি বিসিএস ফাউন্ডেশন কোর্স।
৪৭ তম বিসিএস প্রস্তুতি ফাউন্ডেশন কোর্স (47th bcs preparation)
৪৭ তম বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এখনই প্রোগামটিতে এনরোল করুন।
পরিকল্পিত ভাবে প্রস্তুতি নিতে বিসিএস সিলেবাসকে বিভিন্ন ভাগে ভাগ করে পরীক্ষা নেয়া হবে। আর প্রতিটি প্রশ্নের সাথে থাকবে ব্যাখ্যা সহ সমাধান যা আপনাকে প্রস্তুতিকে শাণিত করতে সহায়তা করবে।
প্রোগ্রামে যা যা থাকছে- ⏩ বিষয়ভিত্তিক পরীক্ষা ৮৭টি ⏩ রিভিশন টেস্ট ১৭টি ⏩ সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট ⏩ প্রতিটি পরীক্ষায় রয়েছে ব্যাখ্যাসহ সমাধান ⏩ এছাড়াও কোন পরীক্ষা মিস হলে আপনি আর্কাইভ থেকে সেই পরীক্ষাটি যে কোন সময় দিতে পারবেন।
বিসিএস স্বপ্ন পূরণে দরকার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং পরিশ্রমী মনোভাব। কেননা পরিশ্রমি যোদ্ধারা কখনোই হারে না। তাই টেকনিক অনুসরণ করে ৪৭ তম বিসিএস প্রস্তুতি শুরু করে নিন। বিসিএস প্রত্যাশীদের সবার জন্য রইল শুভকামনা।