অনার্সের পরে প্রায় সব শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে বিসিএস। এই স্বপ্নকে পূরণের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত প্রস্তুতি নিতে হয়।
২০১৮ সালের আগস্ট মাসে ৪০ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ৩ মে। আজকের আর্টিকেলে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান সম্পর্কে জানতে পারবেন।
৪০ তম বিসিএস
৪০ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা প্রথমে ২০১৯ সালের এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিল পিএসসি। পরবর্তীতে প্রিলিমিনারি পরীক্ষাটি ২০১৯ সালের ৩ মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। ৪০ তম বিসিএস এ মোট আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসির নিয়ন্ত্রক নেছার উদ্দিন বলেছিলেন, ৪০ তম বিসিএস এ রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছিল।
বিসিএস বিগত বছরের প্রশ্ন সমাধান জানতে প্রোগ্রামটি আজই এনরোল করুন।
৪০ তম বিসিএস প্রশ্ন ও সমাধান ব্যাখ্যা সহ
যেহেতু বিসিএস এর সিলেবাস অনেক বড় হয়ে থাকে। তাই বিসিএস এর প্রস্তুতি ভালোভাবে নিতে হলে আপনাকে ফার্স্ট টু লাস্ট সব বিষয়ের প্রতি গুরুত্ব সহকারে পড়তে হবে। বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করা ও সমাধান করা প্রস্তুতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৪০ তম বিসিএস প্রশ্ন ও সমাধান
৪০ তম বিসিএস প্রিলিমিনারিতে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ২০১৯ সালের ২৫ শে জুলাই প্রিলিমিনারি ফলাফল প্রকাশিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ২০ হাজার ২৭৭ পরীক্ষার্থী। ৪০ তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৪-৮ জানুয়ারি। লিখিত পরীক্ষায় ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিল পিএসসি।
- ক্যাডার অনুসারে
- প্রশাসনে ২০০
- পুলিশে ৭২
- পররাষ্ট্রে ২৫
- কর-এ ২৪
- শুল্ক আবগারিতে ৩২
- শিক্ষা ক্যাডার প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে বলে জানায় পিএসসি।
আরও পড়ুনঃ ৩৯ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান
৪৬ তম বিসিএস এর প্রস্তুতি নিতে হ্যালো বিসিএস অ্যাপ ডাউনলোড করুন এবং বিসিএস পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিন।