বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন জসীম উদ্দিন। কবি জসীম উদ্দিনের সাহিত্যকর্ম জীবনী থেকে বিসিএস পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। আজকের আর্টিকেলে জসীম উদ্দিনের জীবনী সাহিত্যকর্ম সম্পর্কে জানবো।
জসীম উদ্দিন (১৯০৩-১৯৭৬)
- পিতা : আনসারউদ্দীন মোল্লা
- মাতা : আমিনা খাতুন ওরফে রাঙাছুট
- জন্ম : ১লা জানুয়ারি ১৯০৩ সালে
- জন্মস্থান : ফরিদপুরের তাম্বুলখানা গ্রাম
- পৈত্রিক নিবাস : ফরিদপুরের অম্বিকাপুর (পূর্বে গোবিন্দপুর)
⇒ময়মনসিংহ গীতিকা সংগ্রহ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে ড. দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে তিনি ময়মনসিংহ গীতিকার “মহুয়া” পালাটি সংগ্রহ করেন।
⇒আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে রচিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।
⇒১৯২১ সালে মোসলেম ভারত পত্রিকায় তাঁর ‘মিলন গান’ কবিতাটি প্রকাশিত হয় যা তাঁর ১ম প্রকাশিত কবিতা।
⇒কবি দশম শ্রেণির ছাত্র থাকাকালীন ‘কবর’ কবিতাটি লিখেছেন। কবি ছাত্র থাকাকালীন সময়ে তাঁর লিখিত ‘কবর’ কবিতাটি ১৯২৬ সালে কল্লোল পত্রিকার তৃতীয় সংখ্যায় প্রথম প্রকাশিত হয় (২৫তম বিসিএস)।
⇒সে সময়ে মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়। এটি ১৩৩৫ বাংলা সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সিলেকশনে স্থান পায়। এটি ‘মাত্রাবৃত্ত’ ছন্দে রচিত। কবিতাটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ এর অন্তর্গত। কবিতাটি মোট চরণ সংখ্যা ১১৮টি। কবিতাটিতে ‘প্রিয়জন হারানোর হৃদয়বিদারক স্মৃতিচারণ করা হয়েছে’।
⇒ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন : ১৯৩৮ – ১৯৪৩ সাল পর্যন্ত।
আরও পড়ুনঃ বিসিএস প্রস্তুতিঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগ
কাব্যগ্রন্থঃ
- রাখালী (১৯২৭) [৩৪তম বিসিএস] ১ম প্রকাশিত কাব্যগ্রন্থ;(২৪তম বিসিএস)
- নকশী কাঁথার মাঠ (১৯২৯) শ্রেষ্ঠ রচনা। কাব্যটির ইংরেজি অনুবাদ, Field of the Embroidered Quilt এবং এর অনুবাদক E.M. Milford. চরিত্র- সাজু এবং রূপাই।
অন্যান্য কাব্যগ্রন্থঃ
- বালুচর (১৯৩০)
- ধানক্ষেত (১৯৩৩)
- সোজন বাদিয়ার ঘাট – চরিত্র : সোজন এবং দুলি
- রঙ্গিলা নায়ের মাঝি
- রূপবতী (১৯৪৬)
- মাটির কান্না
- সকিনা (১৯৫৯)
- হলুদ বরণী (১৯৬৬)
- জলে লেখন (১৯৬৯)
- ভয়াবহ সেই দিনগুলোতে (১৯৭২)
- মাগো জ্বালাইয়া রাখিস আলো (১৯৭৬)
- মা যে জননী কান্দে (২৪তম বিসিএস)
- সূচয়নী (১৯৬১); [নির্বাচিত কবিতা সংকলন]
- কাফনের মিছিল (১৯৮৮)
আরও পড়ুনঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নানা জানা অজানা তথ্য জেনে নিন
নাটকঃ
- পদ্মাপাড় (১৯৫০)
- বেদের মেয়ে (৩৬তম বিসিএস)
- মধুমালা (১৯৫১)
- পল্লীবধূ
- গ্রামের মায়া
- আসমান সিংহ (১৯৫৬)
- ওগো পুষ্পধনু (১৯৬৮)
৪৭তম বিসিএস পরিপূর্ণ প্রস্ততি নিতে এখনই এনরোল করুন।
উপন্যাসঃ
একমাত্র উপন্যাস — বোবা কাহিনী (১৯৬৪)। ফরিদপুরের জীবন চিত্র নিয়ে কাহিনী। যা একটি লোকজীবন ভিত্তিক। চরিত্র :আজহার।
স্মৃতিকথাঃ
- যাদের দেখেছি (১৯৫২)
- ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
- স্মৃতিচারণমূলক গদ্য গ্রন্থ, স্মৃতিপট (১৯৬৪)।
ভ্রমণকাহিনীঃ
- চলে মুসাফির (১৯৫২);
- হলদে পরীর দেশ (১৯৬৭);
- যে দেশে মানুষ বড় (১৯৬৮);
- জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)।
শিশুতোষ গ্রন্থঃ
- হাসু (১৯৩৮)
- এক পয়সার বাঁশী (১৯৪৯)
- ডালিমকুমার (১৯৫১)
- বাঙ্গালির হাসির গল্প (১৯৬০)।
আসমানী : একটি বিখ্যাত কবিতা।
কবিতাটি কবির ‘এক পয়সার বাঁশী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আসমানীর বাড়ী তৎকালীন ফরিদপুর জেলায় (বর্তমানেমাদারীপর)।
কবিতাটির পঙক্তিঃ
‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।’
আরও পড়ুনঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী ও সাহিত্য কর্ম
গানের সংকলনঃ
- গাঙ্গের পাড় (১৯৬৪)
- রঙ্গিলা নায়ের মাঝি (১৯৩৫)
- জারিগান(১৯৬৮)
- মুর্শিদী গান (১৯৭৭)
- আত্মজীবনী জীবন কথা (১৯৬৮)
পুরস্কারঃ
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি- ১৯৬৯
- একুশে পদক- ১৯৭৬
- স্বাধীনতা পদক- ১৯৭৮ (মরণোত্তর)
উল্লেখযোগ্য কবিতাঃ
- কবর (রাখালী)
- পল্লীজননী
- মুসাফির (বালুচর)
- আসমানী
- রাখাল ছেলে (রাখালী)
- খেলোয়াড়
- নিমন্ত্রণ (ধানক্ষেত)
- চাষার ছেলে
বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি জসীম উদ্দিন নিয়ে আজকে এই পর্যন্তই। এই আর্টিকেলে কবি জসীম উদ্দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। যা আপনার বিসিএস ব্যাংকসহ যেকোনো চাকরি পরীক্ষায় বাংলা সাহিত্য বিষয়ে কিছুটা হলেও সাহায্য করবে।