শিক্ষকতাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাকরি প্রত্যাশীদের অন্যতম জনপ্রিয় পরীক্ষা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সম্প্রতি ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের শেষদিকে ১৯ তম NTRCA পরীক্ষা হতে পারে। তাই ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গোছানো উপায়ে কিভাবে নিবেন তা নিয়ে আজকে হাজির হয়েছি।
প্রথমে জেনে নিই ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ টিপস।
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ টিপস
চাকরির পরীক্ষায় সফলতা অর্জন করতে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা খুবই প্রয়োজন। এই সব পরীক্ষায় লাখো প্রার্থী আবেদন করলেও সত্যিকার প্রতিযোগীর সংখ্যা অনেক কম থাকে।
১) বিগত বছরের শিক্ষক নিবন্ধন প্রশ্নব্যাংক থেকে প্রথমেই প্রশ্ন প্যাটার্ণ সম্পর্কে একটা ধারনা নিতে পারেন। এর পর প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ টপিকে গুলো লিস্ট করতে পারেন। এভাবে গুরুত্বপূর্ণ টপিকে গুলো বার বার পড়ে নিজের আয়ত্তে নিয়ে আসুন।
২) এরপর বিগত বছরের বিসিএস প্রিলির প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান গুলো ভালো করে পড়তে পারেন। কারণ বিসিএস প্রিলির প্রশ্ন থেকেও অনেক সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে।
৩) প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক সহ যেকোনো জব সলিউশন প্র্যাকটিস করতে পারেন।
৪) শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ভালোভাবে পর্যালোচনা করে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়গুলো পড়ুন।
৫) বেশি বেশি বিষয়ভিত্তিক ও ফুল মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে থাকুন। ফলে আপনি নিজের উন্নতি ট্র্যাক করতে পারবেন। প্রস্তুতিকে পরিপূর্ণ করতে ১৯ তম শিক্ষক নিবন্ধন ফাউন্ডেশন প্রোগ্রামটি নিতে পারেন।
১৯ তম শিক্ষক নিবন্ধন পরিপূর্ণ প্রস্তুতি প্রোগ্রাম
আপনার শিক্ষকতার ক্যারিয়ার স্বপ্ন পূরণের সঠিক নির্দেশনা হিসাবে ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি প্রোগ্রামটি কার্যকর ভূমিকা রাখবে। এই প্রোগ্রামটির মাধ্যমে স্পেশাল মডেল টেস্ট সহ আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। এছাড়াও যেসব শিক্ষার্থীরা অনার্সে থাকাকালীন অবস্থায় প্রস্তুতি নিতে চান তারাও এই প্রোগ্রামটি নিতে পারেন।
আপনার NTRCA নিয়োগ প্রস্তুতিকে গোছানো করতে সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এর প্রত্যেকটি টপিকের উপর পরীক্ষা নিয়ে সম্পূর্ণ সিলেবাস কাভার করা হয়েছে। প্রতিটি বিষয়কে বিভিন্ন টপিকে ভাগ করে এক্সাম নেয়া হচ্ছে যাতে আপনি রুটিন মাফিক প্রস্তুতি নিয়ে সিলেবাস কাভার করতে পারেন।
আমাদের ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি প্রোগ্রামটিতে থাকছে-
👉বিষয়ভিত্তিক পরীক্ষা ৪৬ টি
👉রিভিশন টেস্ট ১৭ টি
👉ফুল মডেল টেস্ট ১২ টি
👉প্রতিটি পরীক্ষার ব্যাখ্যাসহ সমাধান তো আছেই
এছাড়াও কোন পরীক্ষা মিস হলে আপনি আর্কাইভ থেকে সেই পরীক্ষাটি যে কোন সময় দিতে পারবেন
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের রুটিন ও সিলেবাস
এক নজরে সম্পূর্ণ ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসটি কীভাবে শেষ করবেন তা দেখে নিই-
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে যেভাবে পড়বেন
১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাকে রুটিন করে পড়াশোনা করতে হবে। অনেকেই আমরা কনফিউজ হয়ে যাই প্রতি দিন কোন টপিক পড়বেন এবং কিভাবে পুরো সিলেবাস শেষ করবে। আপনার সুবিধার জন্য নিচে আমরা NTRCA পরীক্ষার সিলেবাসকে এনালাইসিস করে টপিকভিত্তিক রুটিন দিয়েছি। প্রতি দিন এভাবে রুটিন অনুযায়ী আগালে ২ মাসের মধ্যেই আপনার সিলেবাস কমপ্লিট করে নিতে পারবেন। পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দিতে ভুলবেন না। পরীক্ষা দেয়া ছাড়া নিজেকে যাচাই করা সম্ভব নয়।
Day. | Subject | Topic |
1 | ইংরেজি | Noun, Pronoun, Conjunction, |
2 | বাংলা | সন্ধি বিচ্ছেদ, পারিভাষিক শব্দ, লিঙ্গ পরিবর্তন |
3 | গণিত | গড়, শতকরা,অনুপাত-সমানুপাত |
4 | সাধারণ জ্ঞান | বাংলাদেশের ইতিহাস (শাসনামল-প্রাচীন যুগ, মধ্য যুগ, মুসলিম শাসন) |
5 | Revision | |
6 | ইংরেজি | Parts of Speech: Adjective, Adverb,, Interjection |
7 | বাংলা | সমার্থক ও বিপরীতার্থক শব্দ,ণত্ব-ষত্ব বিধান, |
8 | গণিত | ল.সা.গু, গ.সা.গু, লাভ-ক্ষতি,বাস্তব সংখ্যা |
9 | সাধারণ জ্ঞান | বাংলাদেশের ইতিহাস (ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ শাসন,পাকিস্তান শাসন) |
10 | Revision | |
11 | ইংরেজি | Preposition, Translation, Gender |
12 | বাংলা | ভাষারীতি ,যথার্থ অনুবাদ,পদ |
13 | গণিত | ঐকিক নিয়ম, সুদকষা, সমস্যা |
14 | সাধারণ জ্ঞান | ভাষা আন্দোলন ,মুক্তিযুদ্ধ, |
15 | Revision | |
16 | ইংরেজি | Verb, Right forms of verb,Tense |
17 | বাংলা | ভুল সংশোধন বা শুদ্ধকরণ,প্রয়োগ – অপপ্রয়োগ,বানান, |
18 | গণিত | উৎপাদক,বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ |
19 | সাধারণ জ্ঞান | ১৯৭০ থেকে বর্তমান, অভ্যুদয়, বঙ্গবন্ধু |
20 | Revision | |
21 | ইংরেজি | Completing Sentences,Spelling,Correction |
22 | বাংলা | ধ্বনি,বর্ণ,প্রত্যয়, |
23 | গণিত | সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, সমাধান, |
24 | সাধারণ জ্ঞান | জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, রাজনৈতিক সংস্থা |
25 | Revision | |
26 | ইংরেজি | Number, Gender,Uses of article, |
27 | বাংলা | বাগধারা ও বাগবিধি, বাক্য সংকোচন,শব্দ |
28 | গণিত | পরিমিতি ও ত্রিকোণমিতি |
30 | সাধারণ জ্ঞান | আন্তর্জাতিক দিবস, পরিবেশ বিষয়ক ইস্যু ও সংস্থা |
31 | Revision | |
32 | ইংরেজি | Synonyms, Antonyms, Meanings |
33 | বাংলা | কারক বিভক্তি, সমাস, বিরাম চিহ্নের ব্যবহার |
34 | গণিত | বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ,সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। |
35 | সাধারণ জ্ঞান | বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, সাগর, মহাসাগর, প্রাণালী, দ্বীপ, পার্লামেন্ট |
36 | Revision | |
37 | ইংরেজি | Transformation of sentences (Degree, Sentence, Narration)- |
38 | বাংলা | আধুনিক যুগের লেখকঃ মাইকেল মধুসূদন দত্ত, রবীন্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, |
39 | গণিত | রেখা ও কোণ, ত্রিভুজ ক্ষেত্রফল ও সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ |
40 | সাধারণ জ্ঞান | বাংলাদেশের নদ-নদী, পাহাড়, পর্বত ইত্যাদি, জাতীয় দিবস , |
41 | ইংরেজি | Idioms & Phrases, Fill in the blanks with appropriate word, |
42 | বাংলা | আধুনিক যুগের লেখকঃ কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেইন, জসীম উদ্দিন, |
43 | গণিত | বৃত্ত, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ |
44 | সাধারণ জ্ঞান | বাংলাদেশ ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি |
45 | Revision | |
46 | বাংলা | বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, সম সাময়িক গুরুত্বপূর্ণ লেখক |
47 | সাধারণ জ্ঞান | প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), |
48 | সাধারণ জ্ঞান | কম্পিউটার বিষয়ক মৌলিক বিষয় – ইতিহাস, সংগঠন, প্রকারভেদ |
49 | সাধারণ জ্ঞান | বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), |
50 | Revision | |
51 | সাধারণ জ্ঞান | পরিবেশ ও দুর্যোগ,যোগাযোগ ব্যবস্থা,সভ্যতা ও সংস্কৃতি, |
52 | সাধারণ জ্ঞান | বাংলাদেশের ভূপ্রকৃতি, সীমানা ও জলবায়ু,শিক্ষা,বিখ্যাত স্থান, |
53 | সাধারণ জ্ঞান | তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি বিষয়ক মৌলিক বিষয় |
54 | সাধারণ জ্ঞান | কম্পিউটারে পেরিফেলাস, দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি |
55 | সাধারণ জ্ঞান | সাধারণ রোগ ব্যাধি ও ,স্বাস্থ্য,চিকিৎসা, রোগ ও প্রতিরোধক |
56 | সাধারণ জ্ঞান | মানবদেহ, পরিবেশ বিজ্ঞান ও অন্যান্য |
57 | Revision |
বিসিএস, প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার প্রশ্নে প্র্যাকটিস করতে এখনই এনরোল করুন।
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিয়ে আজ এই পর্যন্তই। শিক্ষক নিবন্ধন প্রত্যাশী সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল।