Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

৪৭ তম বিসিএস প্রস্তুতি : ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গাইডলাইন ( ইংরেজি ভাষা ও সাহিত্য)

Posted on May 15, 2022April 28, 2024 By Hello BCS
Share
Now

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার অন্যতম হাতিয়ার হল ইংরেজি। বিসিএস প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষায়ও ইংরেজি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অনেকের জন্য ইংরেজি খুবই চ্যালেঞ্জের বিষয়। তাই ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (bcs preparation) নিতে প্রথম থেকেই ইংরেজি ভীতি দূর করতে হবে। ইংরেজি গ্রামারে আপনার ব্যাসিক যত ভাল হবে আপনার পরিশ্রমও তত কম হবে। তবে ইংরেজিতে যারা একটু দুর্বল তারা ভয় না পেয়ে কিছু টেকনিক ফলো করলে সহজেই এই বিষয়ে ভাল করতে পারবেন।

৪৭ তম বিসিএস ইংলিশ প্রস্তুতি গাইডলাইনটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

BCS English Preparation Guideline

আজকের আর্টিকেল থেকে জেনে আমরা নিব বিসিএস ইংরেজি সিলেবাস (47 bcs preliminary syllabus) ও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ

এই আর্টিকেলে রয়েছেঃ
⇒ বিসিএস ইংরেজি ভাষা প্রস্তুতি
⇒ বিসিএস ইংরেজি সাহিত্য প্রস্তুতি

ইংরেজি ভাষা ও সাহিত্য বিসিএস প্রস্তুতি গাইডলাইন (47 BCS Preparation English)

বিসিএস সিলেবাস (bcs syllabus) থেকে দেখা যায় প্রিলি পরীক্ষায় বাংলার মত ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে ৩৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তবে এক্ষেত্রে ইংরেজি ব্যাকরণ অংশে ২০ এবং ইংরেজি সাহিত্যের সিলেবাস থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসে।

১৫টি টেকনিকে বিসিএস প্রিলি পাসের প্রস্তুতি জানতে এখানে ক্লিক করুন।

৪৭ তম বিসিএস ইংরেজি সিলেবাস ও মানবন্টন (47 BCS syllabus)

English Language and Literature (Marks – 35)

  • English Language (Marks – 20)
  • English Literature (Marks – 15)

বিসিএস ইংরেজি রেফারেন্স বুকঃ

For English Language:

  1. English For Competitive Exams- Md. Fzlul Haque
  2. Miracle Applied English Grammar
  3. Applied English Grammar & Composition- P. C. Das
  4. Master English by Jahangir Alam.

এছাড়াও  রয়েছে-

  •  Oxford Advanced English Grammar
  • প্রফেসরস সিরিজের BCS Preliminary English বই
  • S@ifur’s এর BCS English [Synonym & Antonym এবং Analogy এর জন্য]
  • Common Mistakes in English – T. J. Fitikides

For English Literature:

  • An ABC of English literature- Dr. M Mofizar Rahman
  • A HandBook on English  Literature -Sharif Hossain Ahmad Chowdhury
  • Miracle English Literature
  • A Passage to the English Language – S. M. Zakir Hossain

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি ফ্রি প্রস্তুতি ও লাইভ এক্সাম দিতে “হ্যালো বিসিএস” এপ ডাউনলোড করুন।

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি ইংরেজি ভাষা প্রস্তুতি (47 BCS english preparation)

সিলেবাসঃ

PART- I : Language (20)

A. Parts of Speech: 

  • The Noun (The Determiner, The Gender, The Number) 
  • The Pronoun 
  • The Verb ( The Finite: transitive, intransitive; The Non-finite: participles, infinitives, gerund ; The Linking Verb; The Phrasal Verb; Modals )
  • The Adjective
  • The Adverb 
  • The Preposition
  • The Conjunction

B. Idioms & Phrases: 

  • Meanings of Phrases
  • Kinds of Phrases
  • Identifying Phrases 

C. Clauses:

  • The Principal Clause
  • The Subordinate Clause ( The Noun Clause, The Adjective Clause,The Adverbial Clause & its types)

D. Corrections:

  • The Tense 
  • The Verb
  • The Preposition 
  • The Determiner 
  • The Gender
  • The Number
  • Subject-Verb Agreement 

E. Sentences & Transformations:

  • The Simple Sentence
  • The Compound Sentence 
  • The Complex Sentence 
  • The Active Voice 
  • The Passive Voice 
  • The Positive Degree 
  • The Comparative Degree 
  • The Superlative Degree 

F. Words: 

  • Meanings 
  • Synonyms 
  • Antonyms 
  • Spellings 
  • Usage of words as various parts of speech 
  • Formation of new words by adding prefixes and suffixes

promotional photo

G. Composition: 

  • Names of parts of paragraphs/letters/applications 

৩৫-৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ – ইংরেজি ভাষা

নংTopic৪৫৪৪৪৩৪২৪১৪০৩৯৩৮৩৭৩৬৩৫মোট
১The Noun১১১১১১৬
২The Determiner১১১১১১২৮
৩The Gender১১১৩
৪The Number১৩১১১২১১০
৫The Pronoun১১১৩
৬The Verb১১২২৩২৩২১১৭
৭The Adjective১১১২৫
৮The Adverb১১১৩
৯The Preposition৪২১১৩২১২১৫২২
১০The Conjunction১১
***Total Parts of Speech-related questions৭৭৫৮১০৮৪১১৭৬৫৭৮
১১Meanings২১৩৩১৫৫৩৪১৪৩২
১২Synonyms১১১১১৪
১৩Antonyms১১১১১১১২১১০
১৪Spellings১২১১১১২১১০
***Total Words related question৫৫৬৪৩৮৭৫৫৩৬৫৭
১৫Idioms & Phrases৩২৪২২১১২৩২২২৪
১৬Clauses১১১১৪
১৭Corrections১১১১২২২৩১৩
১৮Sentence & Transformations৩৩২২২২১২২১২০
১৯Composition১১২
Miscellaneous

কিছু পরামর্শঃ

👉 যেহেতু বিসিএস পরীক্ষায় ইংরেজিতে বেশি নম্বর থাকে তাই এই সাব্জেক্টে আপনার দক্ষতা যত বেশি থাকবে আপনি তত বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন।

👉 ইংরেজিতে ব্যাকরণ থেকে ২০ এবং সাহিত্য থেকে ১৫ নম্বর থাকবে। যেহেতু ইংরেজি সাহিত্যের সিলেবাস অনেক বিশাল এবং আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে সাহিত্য নিয়ে চিন্তা না করে ব্যাকরণে মনোযোগ দিন যেন আপনি ১৮/২০ টাই কারেক্ট করতে পারেন।

👉 প্রথমেই আপনি বিসিএস এর ইংরেজি সিলেবাসটি (bcs preliminary syllabus) টপিক সহ দেখুন এবং যেকোন একটি ইংরেজি বই বাছাই করুন।তবে যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য পরামর্শ হবে ৯ম-১০ম শ্রেণির Chowdhury & Hossain এই বইটি আগে পড়ুন ।

👉 আপনি বিসিএস এর বিগত বছরের প্রশ্ন ব্যাংক এনালাইসিস করে বের করুন কোন কোন টপিক গুলো বেশি আসে। সেই টপিকগুলো আগে শেষ করুন।

👉 ৩৫-৪৫ বিসিএস পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে দেখা গেছে Words, Corrections, Idioms & Phrases, Sentences & Transformation এগুলো থেকে প্রত্যেক বারই প্রশ্ন এসে থাকে।

👉 Parts of speech এর মধ্যে Preposition, Noun & verb এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

👉 প্রত্যেক টপিক পড়া হয়ে গেলে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে ওই টপিকে এক্সাম দিন।এভাবে টপিক ধরে ধরে এক্সাম দিয়ে নিজের দুর্বলতা খুঁজে বের করুন।

👉 ব্যাকরণের ব্যতিক্রম নিয়ম গুলো নোট করে বার বার পড়ুন।

👉 ইংরেজি রাইটিং এবং রিডিং এর দক্ষতা বাড়াতে ব্যাকরণ শেখার সাথে সাথে প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ুন। ত্রতে আপনি সম সাময়িক বিষয় গুলো নিয়ে ধারণা পাবেন।

আরও পড়ুনঃ বিসিএস প্রস্তুতি : বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গাইডলাইন (বাংলা ভাষা ও সাহিত্য) 

৪৬ তম বিসিএস ও অন্যান্য চাকরির ইংরেজি প্রস্তুতি

ইংরেজি ভাষা ও সাহিত্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে আমাদের এই প্রোগ্রামে এখনই এনরোল করুন।

Enroll Now

৪৭ তম বিসিএস ইংরেজি সাহিত্য প্রস্তুতি (47 BCS preparation english)

সিলেবাসঃ

PART- II: Literature 15

H. English Literature:

  • Names of writers of literary pieces from the Elizabethan period to the 21st Century. Quotations from drama/poetry of different ages. 

৩৫-৪৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ – ইংরেজি সাহিত্য

নংTopic৪৪৪৩৪২৪১৪০৩৯৩৮৩৭৩৬৩৫মোট
১Period of English Literature১৩২৫
২The Renaissance period২৩১২২২১১৩
৩The Neoclassical period৩১১১২১১১০
৪The Romantic period২১১৩২৯
৫The Victorian period১২১৩১২১১১
৬The Modern period২৪১৫১১২২৩২১
৭The post Modern period১২১৪
৮বিখ্যাত গ্রন্থের রচয়িতা / রচনার প্রকৃতি বা বিষয়বস্তু৭৭২৫৫১২৫৯৪৪৭
৯প্রখ্যাত লেখকের জীবনী সংক্রান্ত১৪১১৩২১২
১০Award (Noble/Poet laureate)১১
১১Literacy Terms১২৪১২১০
১২Important Characters১৪১৬
১৩Quotations৫২১৪৬১২৩২২৬
১৪William Shakespeare৩১৩৪১৩৩৩২২৩
১৫বিবিধ

কিছু পরামর্শঃ

এবার আসা যাক,ইংরেজি সাহিত্য নিয়ে কিছু কথা।

👉 সাহিত্য যদি আপনার কাছে একদমই নতুন হয় সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন গুলো এনালাইসিস করে আলাদা একটা নোট তৈরি করুন। ত্রতে করে আপনি প্রশ্নের একটি প্যাটার্ন বুঝতে পারবেন। কারণ বিশাল এই সিলেবাস  থেকে আপনি এত অল্প সময়ে পড়ে কমন নাও পেতে পারেন। তাই একটু ট্রিক্স খাটিয়ে পড়ুন।

👉 সাহিত্যে কিছু Literary terms আছে। এছাড়া Renaissance, Modern Period ,Quotations এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ুন।  

👉 William Shakespeare, William Wordsworth, Charles Dickens,John Keats, GB Shaw-এর মতো বিশ্ববিখ্যাত উল্লেখ্যযোগ্য কিছু সাহিত্যিকদের সাহিত্য কর্ম, সময় ও তাদের নাম নোট করে পড়তে পারেন। 

সবশেষে, ইংরেজিতে ভাল প্রস্তুতি নিতে কিছুটা সময় প্রয়োজন। বিশেষ করে গ্রামারের ব্যাসিক ভাল করতে নিয়ম বুঝে পড়ুন। ভোকাবুলারি ভাল করার জন্য নিয়মিত ইংরেজি পেপার পড়ুন। নতুন নতুন শব্দ মুখস্থ করুন। যত পারেন মডেল টেস্টে (45 bcs model test) অংশগ্রহণ করুন। ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য মিলে কমপক্ষে ২২-২৫ মার্কস সিওর টার্গেট করুন। মনে রাখবেন, আপনার গুছানো প্রস্তুতিই (bcs prostuti) প্রিলি পরীক্ষায় আপনার সাফল্য এনে দিতে পারে। 

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ইংরেজি গাইডলাইন নিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।

কিছু প্রয়োজনীয় ওয়েবসাইটঃ

Free BCS Live Exam : https://hellobcs.com/

https://www.facebook.com/hellobcsbd

http://www.bpsc.gov.bd/

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
General Tags:bcs, bcs english preparation, bcs exam, bcs guideline, bcs preparation, bcs syllabus, বিসিএস, বিসিএস ইংরেজি, বিসিএস ইংরেজি প্রস্তুতি, বিসিএস ইংরেজি সিলেবাস, বিসিএস ক্যাডার, বিসিএস গাইডলাইন, বিসিএস পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি, বিসিএস সিলেবাস
📖

Related Blog

বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার…

বাংলাদেশ ব্যাংক Officer পরীক্ষা ২ ডিসেম্বর ২০২২ এ অনুষ্ঠিত হয়েছে।…...

Read More »
Hello BCS February 5, 2023
বিসিএস প্রস্তুতি
বিসিএস বাংলা প্রস্তুতিঃ বাংলা সাহিত্য…

বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন জসীম উদ্দিন।…...

Read More »
Hello BCS August 28, 2023
বিসিএস প্রস্তুতি
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন…

সবাই তো  জীবিকার পেছনে ছুটে জীবনের পিছনে আর ছুটে কয়জন?…...

Read More »
Hello BCS January 1, 2023

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab