বাংলা কবি ও কবিতার আলোচনায় এক অনন্য নাম বুদ্ধদেব বসু। তিনি আধুনিক বাংলা কবিতা বিশ্লেষণের অন্যতম নায়ক। আর বিসিএস সহ সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য এই কবি গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আজকের আর্টিকেলে আমরা বুদ্ধদেব বসু নিয়ে আলোচনা করবো।
বুদ্ধদেব বসু : (১৯০৮-১৯৭৪)
- জন্ম: নভেম্বর ৩০, ১৯০৮
- মৃত্যু: মার্চ ১৮, ১৯৭৪
- জন্মস্থান: বুদ্ধদেব বসুর জন্ম কুমিল্লায়।
⇒ একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক।রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক বলা হয়।
⇒ তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার,গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন।
⇒ কলকাতায় বসবাসকালে তিনি প্রেমেন্দ্র মিত্রের সহযোগিতায় ১৯৩৫ শালে ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করে প্রকাশ করেন।
⇒ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় “বাসন্তিকা” পত্রিকা সম্পাদনা করেন।
⇒ সম্পাদিত পত্রিকাঃ প্রগতি , কবিতা।
বুদ্ধদেব বসু এর প্রধান সাহিত্যকর্মঃ
চলুন জেনে নিই বুদ্ধদেব বসুর প্রধান সাহিত্য কর্ম সম্পর্কে-
উপন্যাসঃ
সাড়া (১৯৩০)
সানন্দা (১৯৩৩)
লাল মেঘ (১৯৩৪)
পরিক্রমা (১৯৩৮)
কালো হাওয়া (১৯৪২)
তিথিডোর (১৯৪৯)
নির্জন স্বাক্ষর (১৯৫১)
পাতাল থেকে আলাপ (১৯৬৭)
রাত ভর বৃষ্টি (১৯৬৭)
গোলাপ কেন কালো (১৯৬৮)
ব্যাংক জব পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে প্রোগ্রামটিতে আজই এনরোল করুন।
গল্পঃ
রজনী হ’ল উতলা (১৯২৬)
অভিনয়, অভিনয় নয় (১৯৩০)
রেখাচিত্র (১৯৩১)
হাওয়া বদল (১৯৪৩)
কাব্যগ্রন্থঃ
মর্মবাণী (১৯২৫)
বন্দীর বন্দনা (১৯৩০)
কঙ্কাবতী (১৯৩৭)
দময়ন্তী (১৯৪৩)
যে আঁধার আলোর অধিক (১৯৫৮)
মরচে পড়া পেরেকের গান (১৯৬৬)
একদিন: চিরদিন (১৯৭১)
স্বাগত বিদায় (১৯৭১)
নাটকঃ
মায়া-মালঞ্চ (১৯৪৪)
তপস্বী ও তরঙ্গিণী (১৯৬৬)
কলকাতার ইলেক্ট্রা ও সত্যসন্ধ (১৯৬৮)
আরও পড়ুনঃ আরও পড়ুনঃ ৪৫ তম বিসিএস প্রস্তুতি : ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গাইডলাইন (বাংলা ভাষা ও সাহিত্য)
প্রবন্ধঃ
হঠাৎ আলোর ঝলকানি (১৯৩৫)
কালের পুতুল (১৯৪৬)
সাহিত্যচর্চা (১৩৬১)
রবীন্দ্রনাথ: কথাসাহিত্য (১৯৫৫)
অনুবাদঃ
কালিদাসের মেঘদূত (১৯৫৭)
বোদলেয়ার; তাঁর কবিতা (১৯৭০)
হেল্ডালিনের কবিতা (১৯৬৭)
রাইনের মারিয়া রিলকের কবিতা (১৯৭০)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর সাহিত্য কর্ম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভ্রমণ কাহিনীঃ
সব-পেয়েছির দেশে (১৯৪১)
জাপানি জার্নাল (১৯৬২)
দেশান্তর (১৯৬৬)
স্মৃতিকথাঃ
আমার ছেলেবেলা (১৯৭৩)
আমার যৌবন (১৯৭৬)
পুরস্কারঃ
সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, পদ্মভূষণ উপাধি।
বুদ্ধদেব বসু নিয়ে আজ এই পর্যন্তই। বিসিএস সহ সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য ভাল ভাবে প্রস্তুতি নিন এবং বেশি বেশি এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন।