Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি?

Posted on September 13, 2023April 28, 2024 By Hello BCS
Share
Now

Adverb কাকে বলে?

যে শব্দগুলো Verb সম্পর্কে তথ্য দেয়, সে শব্দগুলোকে Adverb বলে। যেমন— He walks slowly (সে ধীরে হাঁটে)। যেমনঃFaisal speaks loudly (ফয়সাল জোরে কথা বলে))

যে সকল Word কোন Adjective এর অবস্থা প্রকাশ করে, তাদেরকে Adverb বলা হয়। যেমন— Abeer is a very good boy. (আবির খুব ভাল ছেলে)) Adverb এর মূল কাজ হচ্ছে— verb, adjective, adverb কে modify করা।

আবার, When, How, Where প্রশ্নগুলোর জবাব যে Word টি থেকে পাওয়া যায়, তাকে Adverb বলে। The bird flies swiftly. (How?) I came here just before ten. (When?) I want to go home. (Where?) প্রশ্ন করুন, How files? Swiftly. তাহলে swiftly শব্দটি Adverb. এভাবে প্রশ্ন করে Adverb খুঁজে পাওয়া যায়। 

আরও পড়ুনঃ  Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

Adverb কত প্রকার ও কি কি?

Adverb-কে প্রধানত চারভাগে ভাগ করা হয়। যেমন,

  • Simple adverb
  • Relative adverb
  • Conjunctive adverb
  • Interrogative adverb

1. Simple adverb

যে adverb দ্বারা সরাসরি কোন শব্দ বা বাক্যের রুপ অবস্থা বুঝায় তাকে Simple adverb বলে।

Simple adverb সাত প্রকার। যেমন:

  1. Adverb of Manner
  2.  Adverb of Time
  3.  Adverb of Place
  4. Adverb of Frequency
  5. Adverb of Degree or Intensifier
  6. Adverb of Cause and Effect
  7. Adverb of Affirmation and Negation

Adverb of Manner

কোন কাজ (how) কীভাবে সম্পন্ন হয় তা যে word এর মাধ্যমে জানা যায় তাকে Adverb of Manner বলে। এটা how প্রশ্নের উত্তর দেয়।

Adverb of Manner শব্দগুলি Adjective এর সাথে ly যুক্ত করে গঠিত হয়।

  • Sweet——sweetly
  • bad——–badly
  • nice——–nicely
  • clever——-cleverly
  • quick———quickly
  • Strong——–strongly

Omar fought bravely

She sings sweetly

 Adverb of Time

কোন কাজ (when)কখন সম্পন্ন হয় তা যে word এর মাধ্যমে জানা যায় তাকে  Adverb of Time বলে। এটা when প্রশ্নের উত্তর দেয়।

Zaid will come soon.

He came yesterday.

Now, then, ago, before, after, early, daily, soon, late, today, tomorrow, yesterday, presently, recently, immediately, already, formerly, afterwards প্রভৃতি word হচ্ছে adverb of time.

 Adverb of Place

কোন কাজ (where) কোথায় সম্পন্ন হয় তা যে word এর মাধ্যমে জানা যায় তাকে  Adverb of Place বলে। এটা where প্রশ্নের উত্তর দেয়।

Example: here, there, home

Rahim has been living here from two months.

They are going home.

Adverb of Frequency

কোন কাজ কত ঘন ঘন (how often) সম্পন্ন হয় তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Frequency বলে। এটা how often প্রশ্নের উত্তর দেয়।

I always go to bed before 11 pm.

Once, twice, secondly, thirdly, often, always, never, sometimes, again, seldom, hardly প্রভৃতি  word adverb of Frequency হিসাবে ব্যবহৃত হয়।

Adverb of Degree or Intensifier

Adjective, verb  বা adverb-এর পূর্বে  বসে  যে adverb গুলো কোন  কাজের কতটুকু বা কি  পরিমান সম্পন্ন হয়, তা বলে দেয়, তাদেরকেই Adverb of Degree or Intensifier বলে।

এটা ‘how much’-এর উত্তর দেয়। Almost, quite, just, too, enough, hardly, scarcely, completely, very, extremely প্রভৃতি শব্দ।

Mary is very beautiful.

৪৭ তম বিসিএস প্রস্তুতি

৪৭ তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন।

Enroll Now

Adverb of Cause and Effect

কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল,  তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে। এই adverb তিনভাবে কাজ করে।

promotional photo

এই adverb  Sentence connectors  হিসেবে কাজ করে। Therefore, as a result, consequently, hence, however, nevertheless, nonetheless, yet, instead, also, accordingly, besides, furthermore, moreover, finally, lastly, thus প্রভৃতি।

Adverb of Affirmation and Negation

অন্যের উপস্থাপিত প্রশ্নের জবাব দেয়ার জন্য যে adverb গুলি ব্যবহৃত হয়, তাদের Adverb of affirmation and negation বলে। 
Yes, he helped me.

He is not coming.

2.Relative adverb

যে adverb-এর সাহায্যে  relative clause-এর সৃষ্টি হয়, তাকেই Relative adverb বলে। Relative adverb-এর পূর্বে  noun শব্দ  থাকে, এবং এই noun-এর সাথে  relation বা সম্পর্ক সৃষ্টি করে। Where, when, why how while প্রভৃতি এই শ্রেণির adverb.
I know the reason why he did it.

3. Conjunctive adverb

যে adverb দুইটি বাকাংশের মধ্যে সংযোগ স্থাপন করে, কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোন সম্পর্ক  বা  relation সৃষ্টি করে না, তাকেত  conjunctive adverb বলে। Where, when, why, how, while প্রভৃতি শব্দগুলি conjunctive adverb.

I know where he lives.

4.Interrogative adverb

প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে সকল adverb ব্যবহৃত হয়, তাদের  Interrogative adverb বলে। Interrogative adverb-কে question word-ও বলা হয়। Where, when, why এবং how শব্দ Interrogative adverb হিসাবে ব্যবহৃত হয়।

  • Where do you live?
  • When will you finish the job?
  • How did you do it?
  • Where is my passport?

Functions of Adverb

  • Verb modify: Kamal walks slowly.
  • Adjective modify: He is highly intelligent.
  • অন্য কোনো Adverb- কে modify করে। যেমন: Kamal Walks very slowly. একটি পুরো Prepositional phrase কে modify করে। যেমন: The lock was truly She stood surely beside me.
  • একটি পুরো Sentence কে modify বা qualify করে। যেমন: Anyway, she was able to manage everything. Sometimes, he comes and stays with us.
  • Noun + ly-= Adjective হয়। 
  • যেমনঃ Motherly, fatherly, brotherly. He gave a fatherly smile. (তিনি একটি বাবাসুলভ হাসি দিয়েছিলেন)। He actually to have motherly affection from her.
  • Adjective + ly = Adverb. 
  • যেমনঃ Swiftly, loudly, slowly, lately, nicely, kindly. The lion roared loudly. (সিংহটি জোরে গর্জন করছিলো)।

Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি? নিয়ে আজকে এই পর্যন্তই। চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে ইংলিশ গ্রামারের Adverb বিষয়ের ক্ষেত্রে পরিপূর্ণ ধারণা দিতে এই আর্টিকেলটি সাহায্য করবে বলে আশা করি।

Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
ইংরেজি ভাষা ও সাহিত্য Tags:Adverb কত প্রকার ও কি কি, Adverb কাকে বলে, bcs english preparation, বিসিএস ইংরেজি প্রস্তুতি
📖

Related Blog

বিসিএস প্রস্তুতি
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার…

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২২…...

Read More »
Hello BCS January 4, 2023
বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল)পরীক্ষার প্রশ্ন…

০২ জানুয়ারি ২০১৫ সালে সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত…...

Read More »
Hello BCS August 19, 2023
বিসিএস প্রস্তুতি
১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার…

বাংলাদেশে প্রায় তেত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে  যা দেশের…...

Read More »
Hello BCS July 25, 2023

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2024 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab