Clause কাকে বলে?
Subject এবং Finite verb সমন্বয়ে গঠিত একটি Sentence যখন একটি বৃহত্তর Sentence এর অংশ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে Clause বলে। যেমন:I know what he did last night.
উপরের sentence- টিতে ‘ What he did last night’ এই সম্পূর্ণ অংশটিই ‘ know’- verb এর object। এখানে আরও উল্লেখ্য যে’ What he did last night ‘ এই বাক্যাংশের একটি subject (he) এবং একটি Finite verb (did) আছে কিন্তু তার পরেও এটি একটি সম্পূর্ণ Sentence- এর object হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি একটি Clause.
Clause কত প্রকার ও কি কি ?
Clause সাধারণত তিন প্রকার।
1. Principal Clause
2. Subordinate Clause
3.Coordinate Clause
Principal Clause কাকে বলে?
যে clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন clause এর উপর নির্ভরশীল নয় অর্থাৎ যে clause টিকে মূল sentence থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Clause বলে। যেমন: He could not come because he was ill.
Subordinate Clause কাকে বলে?
একটি subject এবং একটি Finite verb থাকা সত্ত্বেও যে Clause, principal clause এর সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারে না তাকে subordinate clause I
- subordinate clause, principal clause এর সাথে যুক্ত হয়ে complex sentence গঠন করে।
- subordinate clause সাধারণত principal clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন: I met a man yesterday whose brother is a doctor.
Coordinate Clause কাকে বলে?
যখন দুই বা তার অধিক একই জাতীয় সমান গুরুত্বপূর্ণ Clause Co-ordinating Conjunction (and, both …. and, also, too, as well as, no less than, not only …… but also, now, well, either …. or, neither …. nor, otherwise, else, or, but, still, yet, nevertheless, however, whereas, while, only, therefore, then, so, so then) ইত্যাদি দ্বারা যুক্ত হয়। তখন তাকে Co ordinate Clause Co-ordinate clause compound sentence গঠিত হয়।
যেমন: I sent him an email and he replied. He is poor but honest.
আরও পড়ুনঃ Idioms and Phrase কাকে বলে? এর ব্যবহার ও তালিকা?
Subordinate clause- কে আবার তিন ভাগে ভাগ করা যায়।
Noun Clause কাকে বলে?
যে Subordinate Clause, Sentence- এ Noun এর মত কাজ করে, তাকে Noun Clause বলে।
- Principal Clause- এর Verb- কে What দিয়ে প্রশ্ন করলে Noun Clause পাওয়া যায়।
- Noun Clause মূল Sentence এ verb এর subject; verb এর object; subject বা object এর complement; এবং preposition এর object -এর কাজ করে থাকে।
i) Verb এর Subject হিসেবে:
- Noun Clause যখন verb এর subject হিসেবে কাজ করে তখন এটি সাধারণত that, what, how, when, why, whether ইত্যাদি শব্দ দিয়ে শুরু হয়।
- যেমন: That he is the murderer is known to all. Why he has left the place is not clear to us.
ii) Verb এর Object হিসেবে:
- Noun Clause যখন verb এর object হিসেবে কাজ করে that, what, when, where, who, why, whether, how if দিয়ে শুরু হয়।
- যেমন: We know that he is leaving this country. We wonder when the doctor will come.
iii) Subject বা Object এর Complement:
- Subject এর Complement- The fact is that he is a thief. This is where they used to live.
- Object এর Complement- They asked me if I could meet them in the afternoon. He asked me why I was late.
৪৭ তম বিসিএস পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে এনরোল করুন প্রোগ্রামটি।
iv) Preposition এর Object হিসেবে:
- Our success depends on how hard we work.
- He has come from where I used to work.
Adjective Clause কাকে বলে?
যে সব clause বাক্যে adjective এর কাজ করে তাদেরকে Adjective Clause বলে।
- Adjective সাধারণত Noun এর আগে বা Linking verb এর পরে বসে। কিন্তু Adjective Clause সর্বদা Noun এর পরে বসে।
- Adjective Clause সাধারণত Relative Pronoun ( who, which, that, whom, whose, of which) ও Relative Adverb (Why, where, when, how, as) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- যেমন: He could not explain the reason why they left. The boy who is playing cricket is my brother.
আরও পড়ুনঃ Determiner কি? Determiner কত প্রকার ও কি কি?
Adverbial Clause কাকে বলে?
যে সব clause বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর কাজ করে অর্থাৎ যে clause সাধারণত verb, adverb এবং অন্য কোন adverb কে modify করে তাকে adverbial clause বা adverb clause বলে।
সাধারনত adverbial clause কোন কাজ ” when? কখন?” ” where? কোথায়” বা ” how? কিভাবে?” ঘটল এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করে। যেমন: I met Ashraf when I was in London. If you come I shall go. Wait until I come.
আরও পড়ুনঃ Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?
Adverbial Clause বিভিন্ন প্রকারের হতে পারে।
- Adverbial Clause of Time: Adverbial clause of time when, while, after, before, till, as soon as, until, since, whenever, hardly … when, no sooner …… than, scarcely ……. when of ইত্যাদি Conjunctions দিয়ে শুরু হয়। যেমনঃ Strike while the iron is hot. Father came after I had left.
- Adverbial Clause of Place: Adverbial Clause of Place সাধারণত where, whence, wherever ইত্যাদি দিয়ে শুরু হয়।যেমন: Stay where you are. Go wherever you want to go.
- Adverbial Clause of Reason: Adverbial clause of reason সাধারণত Because, as, since ইত্যাদি দ্বারা শুরু হয়। এগুলো দ্বারা কোন clause শুরু হলে তা কারণ নির্দেশ করে। যেমন: I could not go to office because I was ill. As I was in Dinajpur, I could not attend the meeting.
- Adverbial Clause of Purpose: Adverbial Clause of purpose সাধারণত that, in order that, so that, lest ইত্যাদি দ্বারা শুরু হয়। এ জাতীয় clause, principal clause এর কাজের purpose বা উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত প্রদান করে। যেমন:Study hard lest you should fail in the exam. We should work hard so that we can succeed in life.
- Adverbial Clause of Result: Adverbial Clause of result that, so ….. that, such. … …… that ইত্যাদি দ্বারা শুরু হয়। যেমন: The water is so hot that I cannot touch. He is such a fool that I cannot depend on him.
- Adverbial Clause of Condition: Adverbial Clause of Condition সাধারণত if, unless, in case, whether, on condition that, providing (that), supposing that ইত্যাদি দ্বারা শুরু হয়। যেমন: If you work hard, you will succeed. I shall go out in case it does not rain.
- Adverbial clause of Manner: Adverbial clause of manner সাধারণত as, like, how, however ইত্যাদি দ্বারা শুরু হয়। যেমন: Play as you like to play. You cannot behave like a child does.
- Adverbial Clause of Concession: Adverbial Clause of concession সাধারণত though, although, even if, even ইত্যাদি শুরু হয়। যেমনঃ Though he is poor, he is honest. Although I worked hard, I failed in the exam.
- Adverbial Clause of Comparison or Degree: Adverbial Clause of Comparison or Degree সাধারণত so ….. as, such ……… as, as ……. as, the same ….. as, than, the ইত্যাদি দিয়ে শুরু হয়। যেমন: He is not so tall as his brother (is). He is as wise as you (are). She is taller than you (are). Note: Adverbial Clause of Comparison/ Degree- verb.
আরও পড়ুনঃ Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি?
ইংরেজি বিষয়ভিত্তিক প্রস্তুতিকে আরও সহজ করতে আজকে Clause নিয়ে আর্টিকেলটি উপস্থাপন করা হলো। আশা করি ইংরেজি গ্রামারের প্রস্তুতির ক্ষেত্রে এই আর্টিকেলটি সাহায্য করবে। ধন্যবাদ।