Conjunction কাকে বলে?
যে Word দুই বা তার বেশি Word, Phrase এবং Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে। যেমন: He is poor but honest. এখানে, but একটি Conjunction কারণ এটি He is poor এবং He is honest এই দুটি বাক্যের মাঝে সংযোগ স্থাপন করে।
Conjunction কত প্রকার ও কি কি?
Conjunction সাধারণত 3 প্রকার।
- Coordinating Conjunction
- Subordinating Conjunction
- Correlative Conjunction
Coordinating Conjunction কাকে বলে?
যেসব Conjunction সমমর্যাদা সম্পন্ন বা সমশ্রেণির দুটি Word, Clause বা Sentence কে যুক্ত করতে ব্যবহৃত হয়, তাদেরকে Co-ordinating Conjunction বলে। যেমন- and, as well as, but, not only, either, or, however, while, therefore, then ইত্যাদি।
Subordinating Conjunction কাকে বলে?
যেসব Conjunction এক বা একাধিক Subordinate Clause- কে Principal Clause এর সাথে সংযুক্ত করে, তাদেরকে Subordinating Conjunction বলে। যেমন- before,” as because, since, lest, that, if, in case of, as if, though, although, so … as, as … as, so, than, after ইত্যাদি।
Correlative Conjunction
কিছু কিছু Conjunction আছে যারা সাধারণত জোড়ায় জোড়ায় বসে, এদেরকে সাধারণত Correlative Conjunction বলে। যেমন- Neither, nor, either or, not only … but also, no less than, both and ইত্যাদি।
আরও পড়ুনঃ Preposition কাকে বলে ? Preposition কত প্রকার ও কি কি ?
উদাহরণ সহ বিভিন্ন Conjunctions
- And
Compound sentence এ সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and (সংযোজন) ব্যবহার করা হয়।
- But
Compound sentence এ দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but (বিয়োজন) ব্যবহার করা হয়।
- Since
Past Indefinite Tense (Sub + V2 + Extension) + Since (তারপর থেকে/ তখন থেকে) + Past Perfect Tense. They suffered much since tornado had hit their village. Present Perfect Tense (Sub + have/ has + V3 + Extension) + Since (তখন থেকে/ তারপর থেকে) + Past Indefinite Tense. Much water has followed through the Ganges since left you.
- If
ভবিষ্যৎ সম্ভাবনা/ অনুমান করতে যদি ‘ যদি ‘ অর্থে If ব্যবহৃত হয়। উপরের বাক্যে শর্ত নির্দেশক অংশের পূর্বে If শব্দটি ‘ যদি’ অর্থে বসেছে। Water boils if you heat it to 100 ° centigrade.
- Besides Besides (ব্যতীত)
বাক্যের অর্থের উপর নির্ভর করে Besides শব্দটি ‘ এছাড়াও ’ অর্থে ব্যবহৃত হয়। যেমন: We need two hundred dollars besides this to pay for everything.
- Although , Though
দুটি Clause যদি একটি বাক্যে বিপরীতমুখিতা বোঝায়, তাহলে ‘ যদিও ’, ‘ তথাপি ’ অর্থে Although, Though ব্যবহৃত হয়। যেমন— Although he is poor, he is honest. (যদিও সে গরীব, তবুও সে সৎ)। Although glass is, for all practical purpose, a solid, its molecular structure is that of a liquid. I could not sleep although I was very tired.
- As_____as
তুলনা করার জন্য হ্যাঁ-বোধক বাক্যে As _as এবং না-বোধক বাক্যে so/ as as ব্যবহৃত হয়। Prices so/ as_as for bicycles can run as high asTk.20,000.
- In case
পূর্ব সতর্কতা অবলম্বন করা অর্থে ‘ যদি’ অর্থে In case শব্দটি যা ঘটার আশঙ্কা/ সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে সেই বাক্যের পূর্বে বসে। যেমন- Give her a telephone number to ring in case she gets lost.আকস্মিক কোন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বাক্যে in case বসে। বাক্যটির অর্থ হলো-বৃষ্টি হওয়ার আশঙ্কায় আমি সর্বদা ছাতা রাখি। শূন্যস্থানে পূর্ব সতর্কতা অবলম্বন করা অর্থে in case বসবে। যেমন- I always take umbrella in case it rains.
- Till/ Until
বাক্যের শর্ত নির্দেশক অংশের পূর্বে ‘ যতক্ষণ না ’, ‘ কোনো সময় পর্যন্ত অর্থে Till/ Until ব্যবহৃত হয়।
- Not only_ _but
একটি বাক্যে একই Subject এর দুটি বৈশিষ্ট্য সংযুক্ত করা ক্ষেত্রে এক অংশে Not only বসলে, অপর অংশে also (শুধু এটাই নয় —–— এটাও) but also বসে। যেমন— The car not only is economical but also feels good to drive.
- Nevertheless
একটি বাক্যে দুটি বিপরীতমুখী Clause ব্যবহৃত হলে তাদের সংযোগের জন্য ‘ তথাপি ’, ‘ তবুও ’, ‘ সত্ত্বেও ’ অর্থে Nevertheless He did not study hard; nevertheless he passed the examination.
- Moreover
The weather is hot; moreover, the air is humid. (আবহাওয়া গরম, এর উপর বাতাস হলো আর্দ্র)।
- However
‘ যাই হোক’, ‘ কিন্তু অর্থে However দুটি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন- We wanted to meet him. However, he arrived late. (আমরা তার সাথে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু, তিনি দেরিতে পৌঁছেছিলেন।)
- Because & Because & Because of (কারণ)
Phrase এর পূর্বে because of এবং Clause এর পূর্বে Because of because বসে। Because of যে বাক্যে বসে সে বাক্যের গঠন – Because of + Noun/ Noun(কারণ) phrase. যেমন— Because of his obstinacy (একগুয়েমি), we could not reach conclusion.
আরও পড়ুনঃ Interjection কাকে বলে? কত প্রকার ও কি কি?
- Or
‘ অথবা ’, ‘ কিংবা ’ অর্থে কোন কিছুর বিকল্প বোঝাতে ‘ or ’ ব্যবহৃত হয়। যেমন- You many accept the job on offer or you may wait for a better job.
- In spite of Despite/ In spite of
সর্বদাই’ সত্ত্বেও ’ অর্থে Noun/ Noun Phrase এর পূর্বে বসে। আরও একটি Despite উদাহরণ দেখুন— Despite all his attempt to solve the problem, he failed. In spite of (সত্ত্বেও) hard labor, he could not prosper.
- Yet
বাক্যে যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক তথ্য যুক্ত করতে yet (তৎসত্ত্বেও) ব্যবহৃত হয়। যেমন- He should do his homework, yet he never does it. (তাকে তার বাড়ির কাজ করা উচিৎ, অথচ সে কখনই সে এটি করে না)
- Lest
‘ পাছে কিছু ঘটে এই ভয়ে ’ অর্থে Lest ব্যবহৃত হয়। বাক্যের গঠন: + lest + Sub + should/ might + verb + extension. যেমন— Hurry up lest you might be late for examination. যেমন- Run fast, you should miss the train.
- So that/ in
‘ যেন ’/ ‘ যাতে ‘ অর্থে কোন কাজের ফলাফল হিসেবে নির্দেশ করতে So that/ in order to ব্যবহৃত হয়। যেমন order to We have been working hard so that we can win this year’s challenge.
- As if/ As
Present Indefinite + af if/ as though + Past Indefinite. যেমন— He looked as if he knew though the answer. Present Indefinite/ Past Indefinite + as if/ as though + Subject + were + extension.যেমন— He treated me as if I were a child.
- Whether _or not (দুটির মধ্যে যে কোন একটি বোঝাতে)
সুমাইয়াকে তাঁর পিতা-মাতা অনুমতি দিক বা না দিক, সে পার্টিতে যোগ দিতে আগ্রহী। যেমন: মধ্যে যে কোন একটি বোঝাতে) Whether his parents allow him or not, Sumaiya intends to go to party.
- Would rather
অর্থ গুরুত্ব দেয়া। এর পরে এর বসে আর would rather verb simple form negative verb base form. যেমন- Mr. Atique would rather not invest that money in the stock market.
- While
While দ্বারা যুক্ত দুটি clause থাকলে এবং while এর পূর্বের clause টি past indefinite tense হলে while পরবর্তী clause টি past continuous tense হয়।
- Scarecly had … when
Scarcely had he come when it started raining.
জেনে রাখুন:
কিছু কিছু শব্দ আছে যারা ব্যবহার ভেদে Preposition অথবা adverb অথবা Conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন: before, after, since, for etc.
- We moved to Mecca before holy pilgrim (Preposition)
- I have seen him before. (Adverb)
- I always feed the children before I have dinner. (Conjunction)
সব ধরনের চাকরি পরীক্ষায় ইংরেজি থেকে প্রশ্ন এসে থাকে। তাই আপনার প্রস্তুতিকে আরেকটু সহজ করতে আজকের এই আর্টিকেলটি ।
Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।