Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি? Noun সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Posted on September 2, 2023April 28, 2024 By Hello BCS
Share
Now

বিসিএস পরীক্ষায় Parts of Speech বিভিন্ন অংশ থেকে প্রশ্ন এসে থাকে। Parts of Speech এর ৮ টি প্রকারের মধ্যে প্রথম হচ্ছে Noun। তাই Noun সম্পর্কে আপনাদের সঠিক ধারনা দেওয়ার জন্য আজকের আর্টিকেলে Noun কাকে বলে?  Noun কত প্রকার ও কি কি? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

Noun কাকে বলে?

ব্যক্তি, বস্তু, স্থান, উদ্ভিদ, প্রাণী, গুণ, ঘটনার নামসহ যে কোন কিছুর নামই Noun.যেমন: Dhaka(স্থানের নাম), Mehadey (ব্যক্তির নাম), Book(বস্তুর নাম), Bangladesh(দেশের নাম), Forgiveness(গুণ) ইত্যাদি।

Noun কত প্রকার ও কি কি?

Noun প্রধানত ২ প্রকার। যথাঃ

Abstract Noun

Concrete Noun

Concrete Noun:Concrete Noun ৪ প্রকার।

  • Proper Noun
  • Common Noun
  • Collective Noun
  • Material Noun

অর্থাৎ Noun মোট ৫ প্রকার।

আরও পড়ুনঃ Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি?

Proper Noun কাকে বলে (বিশেষ নাম):

Proper Noun দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়। যেমন- Samia, Dhaka, Padma etc. 

এখানে Samia একটি নির্দিষ্ট মেয়ের নাম। Dhaka একটি নির্দিষ্ট শহরের নাম এবং Padma একটি নির্দিষ্ট নদীর নাম ইত্যাদি।

Note: Proper noun- এর প্রথম অক্ষর সর্বদা capital letter হয়। যেমন— I am Kalam.

জেনে রাখুন

এদের পূর্বে কোন determiner বসে না। তবে কখনো কখনো proper noun এর সামনে article বসিয়ে common noun হিসেবে ব্যবহার করা যায়। এমনটি ঘটলে বাক্যের অর্থের উপর ২টি বিষয়ের খেয়াল রাখতে হবে—

  • Kazi Nazrul Islam is the Shelley of Bangladesh. (কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের শেলী)
  • The Padma is a big river. (পদ্মা একটি বড় নদী))

এখানে Shelley হচ্ছে Common Noun. এটি বাক্যের ধরনের উপর নির্ভর করে। লক্ষ্য করেন, উপরের উদাহরণে Shelley কে Common ব্যক্তি ধরা হয়েছে।

proper noun কে যখন plural করা হয় তখন যদি noun টি নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে, common noun এর ন্যায় একটি সাধারণ নাম বুঝায় তখন সেটি Common Noun হয়ে যায়। যেমন:

  • There are two Nahids in this class. এখানে Nahids দ্বারা দু’জন Nahid কে বোঝানো হয়েছে। দু’জনের common নাম হলো Nahid, সেজন্য Nahids হলো একটি common noun এর উদাহরণ।

Common Noun কাকে বলে (জাতিবাচক নাম):

যে Noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে। যেমন: boy, girl, poet, flower, river, city ইত্যাদি। 

এখানে boy সকল ছেলেদের সাধারণ নাম, girl সকল মেয়েদের সাধারণ নাম, poet সকল কবির সাধারণ নাম, flower সকল ফুলের সাধারণ নাম, city সকল শহরের সাধারণ নাম ইত্যাদি।

চেনার সহজ উপায়

একাধিক proper noun এর মাঝে কী কী সাদৃশ্য বা common আছে তা খেয়াল রাখা। যেমন— Nahid, Khairul, Abir, Faisal এগুলো proper noun এর উদাহরণ। খেয়াল করেন, এদের সবাইকে একটি common শব্দ দ্বারা man বা মানুষ বলা যায়। সুতরাং এখানে man হলো common noun.

উদাহরণ- man (মানুষ), woman (স্ত্রীলোক), country (দেশ), city (নগরী), student (শিক্ষার্থী), boy (বালক), girl (বালিকা), harbor (পোতাশ্রয়), doctor (চিকিৎসক), pupils (ছাত্রদের), bank, human, waiter(হোটেল বা রেস্তোরার পরিচারক), word, child (শিশু), Children (ছেলেমেয়ে) hand, Pirate (জলদস্যু), family, College (মহাবিদ্যালয়), student, firefighter, river (নদী), mouth, sailors (নাবিক), Island (দ্বীপ), Fighter (যোদ্ধা), flower (ফুল), player (খেলোয়াড়), dancer, ship, robber, cow, bee, book, people, elephant, chair, teacher, soldier ইত্যাদি।

Collective Noun কাকে বলে (সমষ্টিবাচক নাম):

যে Noun এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকেপৃথকভাবে না বুঝিয়ে ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে একটি নামে (unit) বুঝায় তাকে Collective Noun বলে। 

যেমন- class, jury committee family, party, army, team, gang, army, police, jury (বিচারকমণ্ডলী), committee (দল), gang, flock, Fleet, Herd (গবাদিপশুর পাল), Team, Audience (শ্রোতামগুলী), School (মাছের ঝাঁক), Cattle, Crowd (জনাকীর্ণ), Pack, Navy, Library, Class, Parliament, Public, Covey, Gentry, Orchestra,  Infantry (পদাতিক বাহিনী) etc.

Note:

  • Collective noun বাক্যের subject হলে এবং member- রা একত্রে কাজ করলে verb = Singular হয়।
  • Collective noun বাক্যের subject হলে এবং member- রা আলাদাভাবে কাজ করলে verb = Plural হয়।

Material Noun কাকে বলে (বস্তুবাচক নাম):

 যে Noun দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে

অখণ্ডভাবে বুঝায় কিন্তু সে পদার্থ হতে উৎপন্ন কোনো বস্তুকে বুঝায় না এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তবে একক দ্বারা পরিমাপ করা যায়, তাকে Material Noun বলে।

promotional photo

Material Noun এর অপর নাম Mass Noun. যেমন- water, wood, gold, iron, ice,

sugar, oil, milk, petrol, paper ,Silver (রূপা), iron (লোহা), cotton (তুলা), diamond (হীরা), milk (দুধ), paint (রং), rubber (রবার), paper (কাগজ), steel (ইস্পাত), wood (কাঠ), sand (বালি), mutton (ছাগল/ ভেড়ার মাংস), sugar (চিনি), oil (তেল) etc.

Abstract Noun কাকে বলে (ভাববাচক বা গুণবাচক বিশেষ্য) :

যে সকল Noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বুঝায়, তাদেরকে Abstract Noun বলে। যেমন- honesty kindness, happiness, truth, love, beggary, affection. strength, bravery, courage, heroism etc.

চেনার সহজ উপায়ঃ

  • সাধারণত যেসব Noun এর শেষে -ness, -tion, -hood, -ship, -dom, -ment, ism, -th, -ty, -ce, -cy, etc Abstract Noun.
  • দোষ, গুণ, অবস্থার নাম বোঝায়।
  • চোখে দেখা যায় না , অনুভূতির সাহয্যে উপলব্ধি করতে হয়।

Verb – Abstract

Advise (উপদেশ দেওয়া) –  Advice (উপদেশ) 

 Act – Action (কর্ম)

Choose (পছন্দ করা) – Choice (পছন্দ) 

Depart (প্রস্থান করা) – Departure (গমন)

Die (মারা যাওয়া) – Death (মৃত্যু) 

Hate (ঘৃণা করা) – Hatred (ঘৃণা)

Know (জানা) Knowledge (জ্ঞান) 

Persevere (উদ্যম করা) – Perseveranc (অধ্যবসয়)

Seize (বাজেয়াপ্ত করা) – Seizure (বাজেয়াপ্তকরণ) 

Behave (আচরণ করা) – Behaviour (আচরণ)

Laugh (হাসা) – Laughter (হাসি) 

Think (ভাষা) – Thought (ভাবনা)

Lose (হারানো) – Loss (ক্ষতি) 

Obey (মান্য করা) – Obedience (আনুগত্য)

Adjective – Abstract

Able (সক্ষম) – Ability (সামর্থ্য) 

Angry (ক্রুব্ধ) – Anger (ক্রোধ)

Beautiful (সুন্দর) – Beauty (সৌন্দৰ্য) 

Deep (গভীর) – Depth (গভীরতা)

Hot (গরম) Heat (উত্তাপ, তাপ) 

Long (দীর্ঘ) – Length (দৈর্ঘ্য)

Poor (গরীব) – Poverty (দারিদ্র্য) 

Free (বিনামূল্যে) – Freedom (স্বাধীনতা)

Healthy (স্বাস্থ্যকর) – Health (স্বাস্থ্য) 

Kind (দয়ালু) – Kindness (দয়া)

Strong (শক্তিশালী) – Strength (শক্তি)

 Ill (অসুস্থ) – Illness (অসুস্থতা)

promotional photo

Common – Abstract

Agent (প্রতিনিধি) – Agency (প্রতিনিধিত্ব)

Bond (বন্ধন) – Bondage (দাসত্ববন্ধন)

Bankrupt (দেউলিয়া) – Bankruptcy (দেউলিয়াপনা) 

Boy (বালক) – Boyhood (বাল্যকাল)

Coward (কাপুরুষ) – Cowardice (কাপুরুষতা) 

Friend (বন্ধু) – Friendship (বন্ধুত্ব)

Infant (শিশু) – Infancy (শৈশব) 

Thief (চোর) – Theft (চুরি)

Mother (মা) – Motherhood (মাতৃত্ব) 

Member (সদস্য) – Membership (সদস্যতা)

Patriot (দেশপ্রেমিক) – Patriotism (স্বদেশপ্রেম) 

Neighbor (প্রতিবেশী) – Neighborhood

Hero (বীর) – Heroism (বীরত্ব)

৪৭ তম বিসিএস প্রস্তুতি

৪৭ তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন।

Enroll Now

Countable & Uncountable Noun কাকে বলে

Countable Noun:

যে noun গুলোকে গণনা করা যায়, সেগুলোকে বলা হয় Countable noun. যথা— Pencil, Chair, Cow etc. 

  • Note: Countable noun ‘ singular ’ এবং ‘ plural ’ উভয়ই হতে পারে।

Uncountable Noun:

যে noun গুলোকে গণনা করা যায় না, সেসব noun কে বলা হয় Uncountable noun।

  • Note: Uncountable noun সমূহ সর্বদাই Singular হিসেবে ব্যবহৃত হয়।

কয়েকটি Uncountable noun এর উদাহরণ-

Accomodation , Advice (উপদেশ), Courage (সাহস), Decision (সিদ্ধান্ত), Equipment (উপকরণ), Information (তথ্য), Leisure (অবসর), Knowledge (জ্ঞান), Money (টাকা), Music (গান), News (খবর), Patience (ধৈর্য), Permission (অনুমতি), Scenery (দৃশ্য), Soap (সাবান), Arrangement (আয়োজন), Kindness (উদারতা), Honesty (সততা), Ability (সামর্থ্য), Bravery (বীরত্ব/ সাহসিকতা), Attitude (আচরণ), Boyhood (বাল্যকাল), Childhood (শৈশবকাল), Chairmanship (সভাপতিত্ব),Forgiveness (ক্ষমা), Esteem (শ্রদ্ধা), Depth (গভীরতা), Hope (আশা), Goodwill (সুনাম), Happiness (সুখ), Height (উচ্চতা), Beauty (সৌন্দর্য), Integrity (সততা), Joy (আনন্দ), Length (দৈর্ঘ্য), Anger (ক্রোধ).

Noun চেনার কিছু উপায়ঃ

=> Suffix- age, al, ance, ce, cy, dom, hood, ism, ment, mony, ness, tion,

=> sion, er, ry, ty, th, or ইত্যাদি Suffix সমূহ শব্দের শেষে থাকলে Noun চেনা যায়। যেমনঃ

=> Goodness, childhood, employee, marriage, advice, agency, freedom, parsimony, criticism, agreement, emotion, victory, poverty, painter, Admission, youth, actor etc.

=> Prefix- co, sub, auto, anti, mis etc, যেমন- autobiography, anticlimax, co-founder, subdivision, misdeed etc.

=> Gerund (verb + ing = Noun)- যেহেতু একই সাথে verb + ing এর কাজ করে তাই একে Noun হিসেবে গণ্য করা হয়। যেমন— Please stop reading (gerund).

=> Determiners- এর পর সাধারণত Some boys are coming here.

=> Determiners- এর পর সাধারণত Some boys are coming here.

=> Phrase- কিছু কিছু phrase, noun  এর মতো কাজ করে। যেমন—For good, in general, in short, at present, in black and white.

Parts Of Speech এর আটটি অংশের প্রথম অংশ noun সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে এই আর্টিকেল কিছুটা হলেও সাহায্য করবে।

Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
ইংরেজি ভাষা ও সাহিত্য Tags:bcs english preparation, english grammar preparation, noun, noun কর প্রকার ও কি কি, noun কাকে বলে, বিসিএস ইংরেজি প্রস্তুতি
📖

Related Blog

বিসিএস প্রস্তুতি
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন…

বিসিএস এর প্রস্তুতি যদি পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক মতো নেওয়া হয়…...

Read More »
Hello BCS November 14, 2022
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি…

শিক্ষকতাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাকরি প্রত্যাশীদের অন্যতম জনপ্রিয় পরীক্ষা হচ্ছে…...

Read More »
Hello BCS November 22, 2023
বিসিএস প্রস্তুতি
৪৭ তম বিসিএস প্রস্তুতি :…

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার অন্যতম হাতিয়ার হল ইংরেজি। বিসিএস…...

Read More »
Hello BCS May 15, 2022

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab