Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

Preposition কাকে বলে ? Preposition কত প্রকার ও কি কি ?

Posted on October 8, 2023April 28, 2024 By Hello BCS
Share
Now

Preposition কাকে বলে ?

Pre অর্থ পূর্বে এবং position শব্দের অর্থ অবস্থান। অর্থাৎ Preposition শব্দের অর্থ পূর্বে অবস্থান। অর্থাৎ বলা যায়, যে Word, Noun বা Noun phrase এর পূর্বে বসে Sentence- এর অন্তর্গত অন্য শব্দগুলোর (word) সাথে ঐ Noun বা Noun phrase- এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন: in, at, to, for, into, behind above ইত্যাদি।

  • for— নির্দিষ্ট সময় (hour, day, month, year etc.) ধরে কোন ঘটনার ব্যাপ্তি বোঝাতে for বসে। 
  • since— নির্দিষ্ট সময় থেকে ঘটা বোঝাতে since বসে। যেমন— It has been raining for ten hours.
  • In time — সময়ের আগে। On time — যথাসময়ে। To time — সময়ের সাথে সামঞ্জস্য রেখে।
  • কোন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বসে in, ভবিষ্যৎ কালের কোন কাজ point of time এর মধ্যে ঘটবে বোঝালে তার পূর্বে by/ before বসে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বে বোঝাতে within বসে।
  • অনুসারে বোঝাতে by ব্যবহৃত হয়। তাই ঘড়িতে বোঝাতে by ব্যবহৃত হয়। What is the time by your watch?
  • ভবিষ্যৎ কালের কোন কাজ point of time এর মধ্যে ঘটবে বোঝালে তার পূর্বে by/ before বসে।
  • ছোট স্থানের পূর্বে at বসে। যেমন- at home, at Firmgate, at office. বড় স্থানের পূর্বে in বসে। যেমন- in Bangladesh, in America. He is not at home today. I attend at office punctually.
  • কোন ঘটনা চলাকালীন সময়ের ব্যাপ্তি বোঝাতে during বসে। যেমন- My father was in hospital for six weeks during the summer.

Preposition কত প্রকার ও কি কি ?

Preposition- কে 6 ভাগে ভাগ করা যায়

  • Simple Preposition
  • Double Preposition
  • Compound Preposition
  • Phrase Preposition
  • Participle Preposition
  •  Disguised Preposition

Simple Preposition

যে Preposition একটি মাত্র শব্দ নিয়ে গঠিত হয় তাকে Simple Preposition বলে। যেমন: In, but, at, under, up, with, of, on, by, for, from ইত্যাদি।

Double Preposition

দুটি Simple Preposition একত্রিত হয়ে একটি Double Preposition গঠিত হলে তাকে Double Preposition বলে। যেমন: in + to = into, with + in = within, by + side = beside ইত্যাদি।

Compound Preposition

Preposition যখন Noun, Adjective বা Adverb এর সঙ্গে Compound Prefix- হিসেবে যুক্ত হয় তাকে Compound Preposition বলে।যেমন: Across = (on + cross), along = (on + long), behind = (by + hind), beside = (by + side)

Phrase Preposition

শব্দগুচ্ছের সঙ্গে বা Noun এর সঙ্গে Preposition যুক্ত হয়ে Phrase Preposition/ একটি অর্থ প্রকাশ করলে তাকে Phrase Preposition বলে। যেমন: in front of; in comparison with; in course of Phrase Preposition এ শব্দের আগে ও পরে Preposition এবং মাঝখানে Noun থাকে।

Participle Preposition

কতগুলো Present participle যারা Noun বা Pronoun এর Participle সাথে যুক্ত না থেকে Preposition রূপে ব্যবহৃত হয় তাকে Participle Preposition বলে। যেমন: regarding, considering, during

Disguised Preposition

যে সব Preposition সংক্ষিপ্ত বা অপ্রকাশিতভাবে ব্যবহত হয় Disguised তাকে Disguised Preposition বলে। যেমন: a = on; o = of Preposition যেমন: He comes here twice a week (on week), It is 10 0 ‘ Clock (o = of).

৪৭ তম বিসিএস প্রস্তুতি

৪৬ তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন প্রোগ্রামটি।

Enroll Now

Appropriate Prepositions

A

Amenable to obedient, বাধ্য, মান্য করে এমন
Absorbed inমনোযোগী হওয়া/ কোন বিষয়ে নিমগ্ন হওয়া
Arrive atসিন্ধান্তে I উপনীত হওয়া/ ছোট স্থানে পৌঁছানো
Attend toমনোযোগ দেওয়া, পরিচর্যা করা
Arrive inদেশ বা বড় শহরে পৌঁছানো 
Attend atকোন স্থানে উপস্থিত হওয়া
Attend upon/ onসেবা করা
Appointment with (somebody)নির্ধারিত স্থানে নির্দিষ্ট
Adhere toলেগে থাকা, অটল থাকা সময়ে সাক্ষাৎকার
Accused ofঅভিযুক্ত 
Appoint toকোন পদে নিযুক্ত বা নিযুক্ত করা
Abide byমেনে চলা
Acquit ofকাউকে কোন দোষ বা অভিযোগ হতে
Abide inবাস করা (কোনো স্থানে) মুক্তি দেওয়া
Abide with (somebody)কারো সঙ্গে থাকা 
Accede toরাজী হওয়া
Aspire toঅতিরিক্ত আকাঙ্ক্ষা করা বা উচ্চাকাঙ্ক্ষা তাড়িত হওয়া
Accessible toবোধগম্য
Alternative toবিকল্প
Account withকোন কিছুতে হিসাব থাকা
Accessible toবোধগম্য
Alternative toবিকল্প 
Account withকোন কিছুতে হিসাব থাকা
Absent fromঅনুপস্থিত থাকা।
Approve of (somebody/ something)অনুমোদন করা/ সমর্থন করা
Angry with (somebody)কারও উপর রাগান্বিত হওয়া
Assure ofআশ্বাস দেওয়া
Angry at (something)কারও আচরণ বা কর্মের উপর রাগান্বিত
Angry aboutকোন কারণে রাগান্বিত হওয়া
Argue with (somebody)কারও সাথে তর্ক করা
Ambition for (something) উচ্চাকাঙ্ক্ষা 
Argue forকোন কিছুর পক্ষে তর্ক
Ambitious of (something)উচ্চাকাঙ্ক্ষী 
Argue about/ over (something)কোন বিষয়ে তর্ক করা
Ambition forকোন কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষা 
Astonished atবিস্মিত
Admit ofস্বীকৃতি পাওয়া, সুযোগ দেয়া
Attentive toমনোযোগ দেওয়া
Admit toভর্তি হওয়া, যোগ দেয়া 
Ashamed ofনিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত
Acceptable toগ্রহণযোগ্য 
Ashamed forঅন্য ব্যক্তির কারণে লজ্জিত হওয়া
Aptitude forস্বাভাবিক দক্ষতা, প্রবণতা
Ashamed ofনিজ আচরণ বা কর্মের জন্য লজ্জিত
Abhorrence of কোন কিছুর প্রতি ঘৃণা 
Appeal forকোন কিছুর বিরুদ্ধে আবেদন করা
Abhorrent to কারও নিকট ঘৃণা
Ask forচাওয়া
Abound inপ্রচুর পরিমাণে থাকা
Ask  inভিতরে আসতে বলা
Abound withপরিপূর্ণ থাকা
Antipathy toঘৃণা
Acquit  ofখালাস দেয়া, অব্যাহতি দেয়া 
Ascend fromউপরে ওঠা
Adjacent to নিকটবর্তী, সংলগ্ন 
Aspire afterউচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া
Affinity forঅনুরাগ, আসক্তি, তীব্র আকর্ষণ 
Atone forপ্রায়শ্চিত্ত করা
Aim atকোন কিছুতে প্রভাবিত করা।
Avail oneself of(সুযোগের) সদ্ব্যবহার করা
Allotted toকাউকে বরাদ্দপ্রদত্ত
Alarmed at/ byশঙ্কিত, উদ্বিগ্ন
Amateur at অপেশাদার 
Allergic toবিরাগভাজন কোন কিছুর প্রতি
Answer forদায়ী হওয়া, জবাবদিহি করা

আরও পড়ুনঃ Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?

B

Brood on/ overবিষণ্নভাবে অনবরত চিন্তা করা
Blush withনম্ৰতা
Beg ofভিক্ষা চাওয়া
Bad atঅদক্ষ 
Bent on -determined to doসংকল্পবন্ধ
Break inহস্তক্ষেপ করা/ বাঁধা দেওয়া
Blind to (fault) দোষের প্রতি অন্ধ, দেখেও না দেখা
Break intoজোরপূর্বক প্রবেশ করা
Built ofনির্মিত
Break offহঠাৎ থেমে যাওয়া 
Beneficial toউপকারী
Baffled byহতবুদ্ধি হওয়া 
Bias againstপক্ষপাতের অভিযোগ 
Bereft ofবঞ্চিত
Believe inআস্থা রাখা 
Boast ofঅহংকার করা 
Beset by/ withপরিবেষ্টিত
Belong toস্বত্বাধীন হওয়া 
Bound byকরতে বাধ্য
Bestow onসম্মানার্থে প্রদান করা

C

Concern inদায়ী অর্থে 
Call on/ uponকারো সাথে গিয়ে সাক্ষাত করা
Call inডেকে পাঠানো
Call  atকোথাও গিয়ে সাক্ষাত করা
Confident ofআত্মবিশ্বাসী
Coincide with (ধারণা সম্পর্কে) মিলে যাওয়া
Compatible withসামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ
Committed toঅঙ্গীকারবদ্ধ/ প্রতিশ্রুতিবদ্ধ
Comply withরাজি হওয়া, মেনে নেওয়া
Control over কারো উপরে নিয়ন্ত্রণ
Conducive toউপকারী 
Compare withএকই জাতীয় জিনিসের তুলনা করা
Compare to অসম বস্তুর মধ্যে তুলনা করা
Convince ofবিশ্বাস জন্মানো, দৃঢ় বিশ্বাস সৃষ্টি করা
Compatible withসুসঙ্গত, উপযুক্ত, সামঞ্জস্যপূর্ণ 
Consolidate forভাল উদ্দেশ্যে একত্রিত করা 
Callous toউদাসীন
Cause forকোন কিছুর ন্যায় ভিত্তি, উপর্যুক্ত কারণ
Cling toদৃঢ়ভাবে লেগে থাকা
Concur withএকমত হওয়া
Conform toমেনে চলা, অনুসরণ করা
Congenial toউপযোগী
Care for দেখাশোনা করা 
Contemporary ofসমসাময়িক
Catch atধরার চেষ্টা করা
Connection toকোন কিছুর সাথে সম্পর্ক
Catch byঅঙ্গ-প্রত্যঙ্গ চেপে ধরা 
Cope withসামলিয়ে ওঠা/ সেরে ওঠা
Cure ofচিকিৎসা করা, আরোগ্য হওয়া

D

Debar fromবিরত রাখা
Despaired of hopeless of, হতাশ
Devoid ofবর্জিত/ শূন্য 
Difficulty in (doing)সমস্যা, জটিলতা
Difficulty in (doing) সমস্যা, জটিলতা
Discourage fromবিরত রাখা/ বাধা দেয়া/ নিরুৎসাহিত করা
Distrust ofসন্দেহ 
Destitute ofDevoid of (অভাব, শূন্য)
Dispense with (sb/ sth) মুক্ত হওয়া, নিস্তার পাওয়া
Deal inকোন কিছু বেচাকেনা/ ব্যবসা করা
Deal wtithআলোচনা করা/ মেলামেশা করা/ সম্পর্ক রক্ষা করা
Damage toক্ষতি
Deprive ofবঞ্চিত করা
Detrimental toক্ষতিকর
Depend on/ uponনির্ভর করা
Disgrace toকলঙ্ক
Discuss withআলোচনা করা
Dedicate toউৎসর্গ করা 
Discoveryকোন কিছুর আবিষ্কার 
Do upআটকে থাকা
Describe to (somebody) কারো কাছে বর্ণনা করা

E

Entrusted to (somebody)কারও নিকট ন্যস্ত করা, অর্পণ করা
Expert at (doing something)ভালোভাবে
Entrusted with (something) কোন দায়িত্ব অর্পণ করা করতে সক্ষম
Entitled toকোন কিছু পাওয়ার অধিকার রাখা
Enter into (something)আলোচনা/ চুক্তিতে প্রবেশ করা
Enquire intoকোন বিষয়ে তদন্ত করা
Escape fromপালিয়ে যাওয়া বা এড়ানো
Engaged toকারও বাগদত্তা (আংটি বদল হয়েছে এমন)
Envious ofJealous of, পরশ্রীকাতর
Engaged inকোন কর্মে নিয়োজিত/ নিযুক্ত/ নিমগ্ন
Equal to (a task)কর্মে সমতুল্য
Expert inকোন বিষয়ে অভিজ্ঞ 
Equal in (rank) পদমর্যাদায় সমতুল্য
Exult over/ atউল্লাস করা
Equal with (a person) ব্যক্তির সমতুল্য
End in (something)পরিণতি লাভ করা 
Escape fromমুক্ত হওয়া
Exception toব্যতিক্রম

F

Feed onখেয়ে বাঁচা
Fantasize aboutকল্পনা করা
Fail inপরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া
Fearful ofভীত
Fall into কোন অবস্থায় পতিত হওয়া
Fall offA decrease in something. 
Fatal toমারাত্মক
Fed up withবিরক্ত 
Fond ofআসক্ত
Familiar toসুপরিচিত 
Free ofব্যতীত
Full ofপূর্ণ
Fatigue byক্লান্ত 
Flow overউপর দিয়ে প্রবাহিত হওয়া
Familiar withভাল জ্ঞান আছে এমন
Flow intoপ্রবাহিত হয়ে সাগরে পতিত হওয়া

G

Grumble at/ about/ overবিড়বিড়িয়ে ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করা
Grumble out অসন্তোষ ভরে বলা 
Good atদক্ষ
Good to দয়ালু, সদয়
Give something to somebodyঅর্পণ করা বা উপহার হিসেবে দান করা
Grateful toকারও প্রতি কৃতজ্ঞ 
Grateful forকোন বিষয়ের কারণে কৃতজ্ঞ

H & I

Hope forআশা করা
Hopeful ofআশাবাদী 
Hungry forপ্রবল উচ্চাকাঙ্ক্ষী
Heir of somebodyব্যক্তির উত্তরাধিকারী 
Heir to somethingসম্পত্তির উত্তরাধিকারী
Hinge on/ uponনির্ভর করা
Hankerলালায়িত হওয়া বা লোভ করা
Horrified byupset (হতাশ)
Impact onপ্রভাব ফেলা
Impose on(কর, দায়িত্ব) আরোপ করা, চাপানো
Inclusive ofঅন্তর্ভুক্ত, সহকারে 
Incompatible withঅসামঞ্জস্য
Indulge inজড়িত হওয়া, আসক্ত হওয়া
Infect withদূষিত করা
Integral toঅবিচ্ছেদ্য 
Interfere withঅনধিকারচর্চা করা
Impute toদোষারোপ করা
Infuse into সঞ্চার করা, পরিপূর্ণ করা
Intent onদৃঢ়সংকল্প হওয়া
Inveigh againstতীব্র সমালোচনা করা
Indispensable toঅপরিহার্য, অত্যাবশ্যক
Impatient ofঅসহিষ্ণু, ধৈর্যহীন
Introduce into toপ্রচলিত করা
Interest inকোন বিষয়ে আগ্রহ
Innocent ofনির্দোষ
Involved inজড়িত
inform of/ aboutঅবহিত করা, জানানো 
Inquiry intoকোন ব্যাপারে তদন্ত

J

Jear atউপহাস করা 
Jurisdiction overআইনি কর্তৃত্ব
Jealous of ঈর্ষান্বিত

K-Q

Lack ofঅভাব 
Listen toশোনা
Lament forশোক করা
Laugh atউপহাস করা
Learn aboutজ্ঞান, জ্ঞানার্জন করা
Light by/ Lit byআলোকিত করা/ আলোকিত
Loyal toঅনুগত, বিশ্বস্ত
Key toচাবিকাঠি 
Long forআশা করা
Live onবেঁচে থাকা 
Live by (means)কোন উপায়ে বেঁচে থাকা।
Live beyondনির্ধারিত গণ্ডির বাইরে জীবন-যাপন করা
Live onবেঁচে থাকা 
Live by (means)কোন উপায়ে বেঁচে থাকা।
Live beyondনির্ধারিত গণ্ডির বাইরে জীবন-যাপন করা
Live onখেয়ে বাঁচা
Live atছোট স্থানে বাস করা
Live inবড় স্থানে বাস করা
Live byঅনুশাসন মেনে চলা
Match for মানানসই/ সাদৃশ্য
Marry ofবিয়ে দেয়া 
Married to বিয়ে হয়েছে এমন 
Motive forঅভিপ্রায়
Martyr toশহীদ 
Meet withসম্মুখীন হওয়া
Mad forআগ্রহী 
Occur toস্মরণে আসা, মনে আসা 
Observant ofপর্যবেক্ষক, মনোযোগী
Object toকারো ব্যাপারে আপত্তি 
Offend atকোন কিছুতে সন্তুষ্ট হওয়া
Offended withকারও প্রতি অসন্তুষ্ট হওয়া
Oblivious of/ toঅচেতন
Negligent inঅমনোযোগী 
Need forপ্রয়োজন
Oppose to/ againstবিরোধিতা করা  
Oust toবহিষ্কার করা 
Proud ofগর্ববোধ করা 
Prefer to অধিকতর পছন্দ করা
Preferable toঅধিকতর
Pride inগর্ববোধ করা
Pay forমূল্য পরিশোধ করা বা দাম দেওয়া পছন্দ করা
Prohibit fromনিষেধ করা 
Prevent fromবিরত রাখা
Prejudice againstবিরূপ মনোভাব, কুসংস্কার 
Prone to প্রবণতা 
Quick ofবোঝার ব্যাপারে চটপটে
Prior toপূর্বে 
Quick atচটপটে 
Provide with প্রদান করা, সরবরাহ করা
Prefer toঅধিক পছন্দ করা
Pay forকোন দ্রব্য, বস্তু বা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়া
Part fromকোন কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া
Pretext forঅজুহাত
Proud ofগর্বিত, অহঙ্কারী
Prevail upon/ onবুঝিয়ে রাজি করানো
Pride herself on/ upon something অহংকার করা
Pleased withআনন্দিত হওয়া, খুশি হওয়া
Profit by/ fromসুবিধা লাভ করা/ লাভবান হওয়া

R-Z

Recline onহেলান দেয়া 
Remind ofমনে করিয়ে দেয়া 
Respect forশ্রদ্ধা
Remedy forপ্রতিষেধক 
Repent ofঅনুতপ্ত হওয়া 
Retire from অবসর নেওয়া
Rescue fromউদ্ধার করা
Resolve toসিদ্ধান্ত গ্রহণ করা
Return toপূর্ববর্তী স্থানে ফিরে আসা 
Return fromকোন স্থান হতে ফিরে আসা
Refrain fromবিরত থাকা 
Relieve of (চাপ, দায়) মুক্ত করা
Resemblance toসাদৃশ্য
Rest withসিদ্ধান্ত, দায়িত্ব
Royal road to somethingকোন কিছু পাওয়ার সহজতম উপায় 
Rest uponকোন কিছুর উপর নির্ভর করা
Result fromকোন কিছু হতে ফলাফল সৃষ্টি হওয়া
Responsible forকোন কাজের জন্য দায়ী হওয়া বোঝায়
Similar toঅনুরূপ
Stare in the faceমুখমণ্ডলের দিকে তাকানো
Smile onপ্রসন্ন হওয়া
Stare at (a person)কারও দিকে তাকানো
Cut offঅপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা ’
Sympathize withকারো সাথে/ কোনো ঘটনায় সহানুভূতি প্রদর্শন
Struck offবাদ দেয়া
Sympathy onকোন ঘটনা বা দুর্ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করা
Struck offনাম বাদ দেয়া অর্থে ব্যবহৃত হয় 
Sympathy forকোন ঘটনার প্রতি সহানুভূতি প্রদর্শন
Sacrifice forপরিত্যাগ করা
Satisfied withসন্তুষ্ট 
Surprised atবিস্মিত, আশ্চর্য
Shout atকাউকে চিৎকার করে ডাকা 
Sink intoঅবনতি ঘটা 
Suspect ofসন্দেহ করা
Shame forলজ্জিত 
Solution toসমাধান
Susceptible toসংবেদনশীল
Sorry forদুঃখিত
Spread overছড়িয়ে পড়া 
Sure ofনিশ্চিত
Take pity onঅনুগ্রহ করা 
Tremble with উত্তেজিত হয়ে কাঁপা
Trouble forদুশ্চিন্তা
Translate intoঅনুবাদ করা 
Trespass onঅনধিকার প্রবেশ করা 
Turn overউল্টানো
Talk about/ of somethingকোন বিষয়ে আলোচনা করা বা আলোচনার বিষয়বস্তু
Talk at জবাবের প্রতি কর্ণপাত না করে কারও সাথে কথা বলা
Talent forকোন কাজের বিশেষ দক্ষতা
Trespass on অনধিকার প্রবেশ করা 
Turn overউল্টানো
Talk about/ of somethingকোন বিষয়ে আলোচনা করা বা আলোচনার বিষয়বস্তু
Talk atজবাবের প্রতি কর্ণপাত না করে কারও সাথে কথা বলা
Talent forকোন কাজের বিশেষ দক্ষতা
Trust inকোন কিছু বা ব্যক্তির উপর আস্থা রাখা
Trust withকাউকে বিশ্বাসভরে অর্পণ করা
Zest forঅনুরাগ
Walk upউপরে ওঠা
Upset aboutকোন ব্যাপারে অসুখী, হতাশ
Victim ofশিকার
Vote forভোট দেওয়া 
Wince atব্যাথা বা অপমানে কুঁচকে ওঠা

Preposition ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক । তাই ইংরেজি সহ সকল বিষয়ের চাকরি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে আজই ডাউনলোড করুন হেলো বিসিএস অ্যাপ।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
ইংরেজি ভাষা ও সাহিত্য Tags:Appropriate Prepositions, bcs english preparation, Preposition কত প্রকার ও কি কি, Preposition কাকে বলে, বিসিএস ইংরেজি প্রস্তুতি
📖

Related Blog

বিসিএস প্রস্তুতি
সমন্বিত ৭ ব্যাংক সিনিয়র জেনারেল…

২০১৮ সালভিত্তিক সমন্বিত সমন্বিত ৭ ব্যাংক সিনিয়র জেনারেল অফিসার নিয়োগ…...

Read More »
Hello BCS September 17, 2023
বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার প্রশ্ন…

২০১৬ সালে সহকারী পরিচালক (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষা  সকাল ১০টা…...

Read More »
Hello BCS August 2, 2023
১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার…

শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিসিএস এর মতো তিনটি ধাপে হয়ে থাকে।…...

Read More »
Hello BCS July 19, 2023

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab