Tense কাকে বলে?
Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। যেমনঃ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
আরও পড়ুনঃ Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি?
Tense কত প্রকার ও কি কি ?
Tense প্রধানত তিন প্রকার। যথাঃ
এর প্রত্যেকটিকে আবার ০৪ ভাগে ভাগ করা যায়। যথা—
1. Indefinite Tense
2. Continuous Tense
3. Perfect Tense
4. Perfect Continuous
আরও পড়ুনঃ Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?
Present Tense
Present Tense এর গঠনঃ
- Indefinite = Subject + V1 (মূল verb এর Present Form) + Extension
- Continuous = Subject + am/ is/ are + V-ing + Extension
- Perfect = Subject + have/ has + V3 + Extension
- Perfect Continuous | Subject + have/ has + been + V ing + since/ for + Ext.
Note: Subject 3rd Person singular number হলে Present Indefinite Tense এর ক্ষেত্রে verb এর সাথে s/ es যোগ হয়।
Present Indefinite Tense
- চিরন্তন সত্য (Universal Truth), ঐতিহাসিক ঘটনা (Historical event), অভ্যাসগত কাৰ্য (Habitual fact), বৈজ্ঞানিক সত্য (Scientific truth) প্রভৃতি বুঝাতে Present Indefinite Tense হয়।
- ইংরেজি বাক্যে daily, everyday, always, generally, normally, occasionally, often, sometimes, regularly, usually ইত্যাদি adverb থাকলে সাধারণত Present Indefinite Tense হয়।
- কোন কার্য বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কার্যটির সমাপ্তি বা অসমাপ্তি কোনটিই নির্দেশ করে না, এমনটা বুঝাতে verb এর Present Indefinite Tense হয়।
- before যুক্ত দুটি clause এর প্রসঙ্গ যদি দুটি অতীত নির্দেশ না করে, তখন একটি Future Indefinite এবং অন্যটি Present Indefinite Tense হয়।
Present Continuous Tense
- ইংরেজি বাক্যে now, still, at present, at this moment, at this time ইত্যাদি থাকলে Present Continuous Tense হয়।
- Sentence এ now থাকায় সহজেই বুঝা যাচ্ছে পরের বাক্যটি present continuous tense হবে।
- যে ক্রিয়ার কাজ বর্তমানে চলছে কিন্তু শেষ হয়নি, এমনটি বুঝালে Verb এর present continuous tense হয়। যেমন: মুষলধারে বৃষ্টি হচ্ছে (It is raining cats and dogs)।
Present Perfect Tense
- বর্তমান কালে কোন ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান এরূপ ক্ষেত্রে verb এর Present Perfect Tense হয়।
- ইংরেজি বাক্যে already, ever, just, just now, never, lately, recently, yet ইত্যাদি থাকলে সাধারণত Present Perfect Tense হয়।
- বাক্যে already, just now, recently থাকলে বাক্যটি present perfect tense হয়। আর বাক্যে subject singular হওয়ায় verb হিসেবে has বসবে।
Present Perfect Continuous Tense
- কোন কাজ অনির্দিষ্ট অতীতকালে শুরু হয়ে বর্তমান কালেও চলছে বুঝালে verb এর Present Perfect Continuous Tense হয়।
- গঠন প্রণালী: Subject + have/ has + been + v-ing + for/ since +।
আরও পড়ুনঃ Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি?
Past Tense
Past Tense এর গঠনঃ
- Indefinite = Subject + V2 (মূল verb এর Past Form) + Extension
- Continuous = Subject + was/ were + V-ing + Extension
- Perfect = Subject + had + V3 + Extension
- Perfect Continuous = Subject + had been + V-ing + since/ for + Extension
Past Indefinite Tense
- কোন কাজ অতীতকালে সংঘটিত বা সম্পন্ন হয়েছিল, এরূপ বোঝালে verb এর Past Indefinite Tense হয়।
- ইংরেজি বাক্যে ago, as if, back, before, it is time, last, long ago, past, yesterday ইত্যাদি থাকলে সাধারণত Past Indefinite Tense হয়।
Past Continuous Tense
- অতীতে কোন কাজ চলছিল, কিন্তু শেষ হয়নি, এরূপ বুঝাতে verb এর Past Continuous Tense ব্যবহৃত হয়।
- যখন when দ্বারা ২ টা ক্লোজ (clause) যুক্ত হয় তখন একটি past continuous tense হলে অপরটি past indefinite হয় ।
Past Perfect Tense
- অতীতকালে দুটো কাজ সংঘটিত হলে, অপেক্ষাকৃত যে কাজটি আগে বা পূর্বে সংঘটিত হয়েছিল, সেটি Past Perfect Tense হয়। আর যে কাজটি পরে হয়েছিল সেটি Past Indefinite Tense হয়।
- Past Perfect Tense এ সাধারণত before ও after ব্যবহৃত হয়। before এর পূর্বে এবং after এর পরে Past Perfect Tense হয়।
ব্যাংক জব পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন প্রোগ্রামটি।
Future Tense
Future Tense এর গঠনঃ–
- Indefinite = Subject t + shall/ will + V1 + Extension
- Continuous = Subject + shall/ will + be + V-ing + Extension
- Perfect = Subject + shall/ will + have + V3 + Extension
- Perfect Continuous = Sub + shall/ will + have + been + V-ing + Ext.
Future Indefinite Tense
- ভবিষ্যতে কোন কাজ হবে এমন বুঝালে Verb এর Future Indefinite Tense হয়। উদাহরণ- আমি রংপুরে যাব (I will go to Rangpur).
- before যুক্ত দুটি clause এর প্রসঙ্গ যদি দুটি অতীত নির্দেশ না করে, তখন একটি Future Indefinite এবং অন্যটি Present Indefinite Tense হয়। এখানে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটার সম্ভাবনা রয়েছে সেটি Future Indefinite Tense এ হয়।
Future Continuous Tense
ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এমন বুঝালে Verb এর Future Continuous Tense হয়। যেমন- আমি উপন্যাসটি পড়িতে থাকিব (I shall be reading the novel). আমি ক্রিকেট খেলতে থাকিব (I will be playing Cricket)
আরও পড়ুনঃ Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি?
Future Perfect Tense
ভবিষ্যতে দুটি কাজের একটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়ে থাকিবে বুঝালে Future Perfect Tense হয়। অপর কাজটি বুঝাতে Verb এর Present Indefinite Tense হয়।
Future Perfect Continuous Tense
ভবিষ্যতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হবে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝাতে Verb এর Future Perfect Continuous Tense হয়। অপর কাজটি Verb এর Present Indefinite Tense হয়। যেমন- সূর্য ওঠার পূর্ব পর্যন্ত আমি অংক অনুশীলন করতেই থাকব (I shall have been doing sum before the sun rises).
Tense কাকে বলে? Tense কত প্রকার ও কি কি? নিয়ে আজকে এই পর্যন্তই। চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আজকের এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে বলে আশা করি।
Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।