ডাক্তারদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষা ছিল ৪২ তম বিসিএস । ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ৪২ তম বিসিএস পরীক্ষা। ২৬ ফেব্রুয়ারি বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের আর্টিকেলে আমরা ৪২ তম বিসিএস প্রশ্ন ও সমাধান সম্পর্কে জানবো।
৪২ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (42 bcs preliminary exam)
৪২ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান জানার আগে চলুন এর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।
৪২ তম বিসিএস পরীক্ষায় শুধু ডাক্তারদের নিয়োগ দেয়া হয়েছে। এই বিশেষ বিসিএস পরীক্ষাটি এমসিকিউ ও ভাইভাতে সম্পন্ন হয়েছিল।
৪২ তম বিসিএস পরীক্ষা (42th bcs preliminary)
=> ৪২ তম বিসিএস পরীক্ষা প্রথমবারের মতো এক ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং মোট নম্বর ছিল ১০০। => বহু নির্বাচনী প্রশ্ন ছিল ১০০ টি।প্রার্থীরা প্রতিটি সঠিক উত্তরের জন্য একটি মার্ক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য পয়েন্ট পাবেন। => বিসিএসের মাধ্যমে প্রথমে ২ হাজার পরে আরো দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়ার কথা হয়েছিল। => দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। => ৪২ তম বিসিএস পরীক্ষায় ৩১ হাজারের ও বেশী আবেদন জমা পড়ে। => এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ- ৪১ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান জানতে নিচের আর্টিকেল পড়ুন।
৪২ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নের সমাধান (42 bcs preliminary question solution)
বিসিএস পরীক্ষা ভালো করার জন্য বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করা দরকার। এর থেকে পরীক্ষার্থীরা বিসিএস প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং সে অনুযায়ী পড়াশোনা করতে পারবেন। তাই বিগত সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।
৪২ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
সামনে আসছে ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি। ৪৬ তম বিসিএস এর প্রস্তুতি ও লাইভ এক্সাম দিতে Hello BCS অ্যাপ ডাউনলোড করুন।