বাংলাদেশের সবথেকে বড় প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। পিএসসি খুব শ্রীঘই ৪৬ তম বিসিএস সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে। এই ৪৬ তম বিসিএস পরীক্ষা হয়তো অনেকের জীবনের প্রথম বা শেষ বিসিএস পরীক্ষা।
প্রথম বা শেষ যাই হোক না কেন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন যার মাথায় একবার চেপে বসে সে সরকারী চাকরীর বয়স শেষ হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেই থাকে। কিন্তু বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করতে সবচেয়ে বেশি প্রয়োজন পরিকল্পনা মাফিক গোছানো উপায়ে বিসিএস প্রস্তুতি নেওয়া।
৪৬ তম বিসিএস প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
প্রতি বছর লাখো প্রার্থী বিসিএস পরীক্ষায় আবেদন করলেও ক্যাডার হওয়ার সুযোগ পান মাত্র ২ হাজারের মত। তাই লক্ষ লক্ষ পরীক্ষার্থী থেকে নিজের জায়গা করে নিতে পরিকল্পিত প্রস্তুতির কোন বিকল্প নেই। তাছাড়াও ৪৬ বিসিএস কে আপনার জীবনের একমাত্র বিসিএস মনে করে সেই লক্ষ্যে নিয়মিত পড়াশোনা করতে হবে।
এবার চলুন জেনে নিই কীভাবে ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবেন সে সম্পর্কে কিছু পরামর্শ।
- ১ মাসে বিসিএস প্রিলি পাস সম্ভব এই চিন্তা প্রথমেই মাথা থেকে ঝেড়ে ফেলুন। এমন সৌভাগ্য যাদের হয় তারা আগে থেকেই অনেক বেশি পড়ুয়া এটা নিশ্চিত। তাই ৪৬ তম বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ৫-৬ মাস সময় টার্গেট করুন।
- প্রথমেই ৩৫-৪৫তম বিসিএস প্রশ্নব্যাংক এনালাইসিস করে ৪৬ তম বিসিএস সিলেবাস সম্পর্কে নিজের স্ট্রং জোন এবং উইক জোন বের করুন। স্ট্রং জোনে আরও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উইক জোনকে ফোকাস করুন।
এছাড়াও পড়ুন: ৪৬ তম বিসিএস প্রস্তুতি : ১৫টি টেকনিকে ৪৬ তম বিসিএস প্রিলি পাসের প্রস্তুতি শুরু করুন (46 BCS Preparation)
৪৬ তম বিসিএস প্রস্তুতি – বিষয়ভিত্তিক প্রস্তুতি (46 bcs preparation)
বাংলাঃ বিসিএস এ মোট ১০ টি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ৩৫ মার্কস এর প্রশ্ন হয় এবং যারা এই বিষয়ে বেশী মার্কস পায় তাদের প্রিলিমিনারীতে টিকে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই বাংলা ভাষার পাশাপাশি বাংলা সাহিত্যেও যথেষ্ট গুরুত্ব দিয়ে বিসিএস প্রিলি প্রস্তুতি শুরু করুন।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি – বাংলা গাইডলাইন জানতে এখানে ক্লিক করুন।
ইংরেজিঃ বিসিএস প্রিলি পাসের অন্যতম হাতিয়ার ইংরেজি ভাষা ও সাহিত্য থেকেও ৩৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে।তাই ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে প্রথম থেকেই ইংরেজি ভীতি দূর করতে হবে এবং ইংরেজি গ্রামারে ব্যাসিক যত ভাল হবে।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি – ইংরেজি গাইডলাইন জানতে এখানে ক্লিক করুন।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে প্রোগ্রামটিতে আজই এনরোল করুন।
সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তিঃ ৪৬ তম বিসিএস পরীক্ষায় টিকে থাকতে হলে সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তি বিষয়টি গুরুত্ব সহকারে পড়তে হবে। এই ২ টি বিষয় থেকে ১৫ করে মোট ৩০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তাই সাইন্স বা নন-সাইন্স যেকোন ব্যাকগ্রাউন্ডের হোন না কেন প্রিলিতে বিসিএস সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার-তথ্যপ্রযুক্তি বিষয়ে ভাল করতে আপনাকে কিছু টেকনিক অনুসরণ করতে হবে।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি – সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তি গাইডলাইন জানতে এখানে ক্লিক করুন।
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ ৪৬ তম বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বরের পার্থক্য সৃষ্টিকারী বিষয় হল ‘গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা’। গণিত ও মানসিক দক্ষতায় প্রস্তুতি নিতে সিলেবাস থেকে টপিক অনুসারে নিজের দুর্বলতা ও দক্ষতা খুঁজে বের করতে হবে। সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করে অনুশীলন করলে সাফল্য আসবেই।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি – গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা গাইডলাইন জানতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীঃ বিসিএসে সাধারণ জ্ঞান বলতে মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীকে বোঝায়। মুখস্থ নির্ভর এই সাবজেক্ট ২ টিতে ভাল করতে হলে কৌশলী হয়ে প্রস্তুতি শুরু করা উচিৎ।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী গাইডলাইন জানতে এখানে ক্লিক করুন।
ব্যাংক জব পরিপূর্ণ প্রস্তুতি নিতে প্রোগ্রামটিতে আজই এনরোল করুন।
ভূগোল ও নৈতিকতাঃ ৩৫ তম বিসিএস সিলেবাস অনুযায়ী (BCS Preliminary Syllabus) ভূগোল ও নৈতিকতা এই ২ টি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বররে প্রশ্ন হয়ে থাকে। তাই ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে কিছু টেকনিক অনুসরণ করলে সংক্ষিপ্ত সময়ে এই ২০ নম্বর এর প্রস্তুতি নেয়া সম্ভব।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি – ভূগোল ও নৈতিকতা গাইডলাইন জানতে এখানে ক্লিক করুন।
নতুনদের ৪৬ তম বিসিএস প্রস্তুতি – ২১০ দিনে বিসিএস সিলেবাস
বিসিএস হল বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের চাকুরী। এই চাকরির প্রতিযোগিতায় টিকে থাকতে পরীক্ষার্থীদের উচিৎ পরিকল্পিত ও গোছানো উপায়ে ৪৬ বিসিএস প্রস্তুতি শুরু করা। আসলে সঠিক প্রস্তুতি ছাড়া প্রিলি পাস করা কখনই সম্ভব না। তাই ৪৬ তম বিসিএস প্রিলি প্রত্যাশীদের লক্ষ্যপূরণে BCS Preli preparation নিতে আমরা নিয়ে এসেছি নতুনদের বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি।
এই প্রোগ্রামটি সম্পূর্ণ করার মাধ্যমে একজন বিসিএস পরীক্ষার্থী ২১০ দিনে বিসিএস সিলেবাস শতভাগ কাভার করে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে পারবে এবং ৪৬ তম বিসিএস প্রতিযোগিতায় নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারবে।
আরও পড়ুনঃ ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিপূর্ণ প্রস্তুতি যেভাবে নিবেন (46 bcs preparation)
যারা বিসিএস সহ সরকারি চাকরি এবং অন্যান্য ব্যাংক জবের প্রস্তুতি নিচ্ছেন এবং ভার্সিটির যেসব শিক্ষার্থীরা অনার্সে থাকাকালীন বিসিএস প্রস্তুতি নিতে চায় তাদের জন্য প্রস্তুতি যাচাইয়ের সেরা মাধ্যম এই ২১০ দিনে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি প্রোগ্রামটি।
আমাদের এই 46 bcs preparation প্রোগ্রামে থাকছে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসের উপর ভিত্তি করে টপিক ওয়াইজ পরীক্ষা,সাবজেক্ট ফাইনাল, পূর্ণাজ্ঞ মডেল টেস্ট সহ রিভিশন টেস্ট। এই প্রোগ্রামে ৪৬ বিসিএস প্রিলিমিনারি সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করে ২১০ দিনে কাভার করা হয়েছে।
আমাদের ৪৬ তম বিসিএস প্রস্তুতি (২১০ দিন বা ৭ মাস) প্রোগ্রামটিতে থাকছে- 👉 টপিকওয়াইজ এক্সাম ৯২ টি 👉 রিভিশন টেস্ট ১৫ টি 👉 সাবজেক্ট ফাইনাল ও পূর্ণাঙ্গ মডেল টেস্ট 👉 উইকলি ফ্রি মডেল টেস্ট (প্রতি শুক্রবার) 👉 প্রতিটি পরীক্ষার ব্যাখ্যাসহ সমাধান তো আছেই এছাড়াও কোন পরীক্ষা মিস হলে আপনি আর্কাইভ থেকে সেই পরীক্ষাটি যে কোন সময় দিতে পারবেন।
ঘরে বসেই বিসিএস প্রশ্নের স্যান্ডারড (bcs question) ফলো করে ২১০ দিনেই ৪৬ বিসিএস প্রিলি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে হ্যালো বিসিএসের সাথেই থাকুন ।
৪৬ তম বিসিএস প্রস্তুতি ২১০ দিনে প্রোগ্রামটির রুটিন ও সিলেবাস
বিসিএস সিলেবাস অনুযায়ী ছোট ছোট টপিকে ভাগ করে আমাদের নতুনদের জন্য এই ৪৬ তম বিসিএস প্রস্তুতি ২১০ দিনে প্রোগ্রামটির সিলেবাসটি সাজানো হয়েছে। এছাড়াও রয়েছে পূর্ববর্তী টপিকের উপর রিভিশন ও সাপ্তাহিক ফাইনাল রিভিশন টেস্ট। আর শেষের দিকে পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাই এর জন্য রয়েছে বিষয়ভিত্তিক মডেল টেস্ট ও ফাইনাল মডেল টেস্ট।
সবশেষে, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে গোছানো প্রস্তুতি নিতে ৫-৬ মাস সময় নিয়ে ৪৬ তম বিসিএস প্রস্তুতি শুরু করুন। বিসিএস মানেই যে গদবাধা মুখস্থ বিদ্যা তা নয়। নিজের বুদ্ধি খাটিয়ে টেকনিক করে ৪৬ তম বিসিএস প্রস্তুতি শুরু করুন। নিজের উপর দৃঢ় আত্মবিশ্বাস রাখুন যে বিসিএস যুদ্ধে সফলতা আপনার হবেই।