Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

৪৫ তম বিসিএস প্রস্তুতি : ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গাইডলাইন (ভূগোল ও নৈতিকতা)

Posted on May 18, 2022October 30, 2022 By Farzana Mahbub
Share
Now

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি বা গণিত এই বিষয়গুলিতে যেমন হাড্ডাহাড্ডি লড়াই হয় ঠিক তেমনি ২/১ টি বিষয় আছে যেগুলোতে একটু পরিশ্রম করলে আপনি ভাল নম্বর তুলতে পারবেন। ৩৫ তম বিসিএস সিলেবাস অনুযায়ী (BCS Preliminary Syllabus) ভূগোল ও নৈতিকতা এই ২ টি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বররে প্রশ্ন হয়ে থাকে। বিসিএস ক্যাডার স্বপ্ন পূরণে এই ২০ নম্বর কোন ভাবেই হেলাফেলা করা যাবে না। কিছু টেকনিক অনুসরণ করলে সংক্ষিপ্ত সময়ে ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ভূগোল ও নৈতিকতায় প্রস্তুতি নেয়া সম্ভব।

আজকের আর্টিকেল থেকে জেনে আমরা নিব বিসিএস ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন সিলেবাস (bcs syllabus) ও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ

এই আর্টিকেলে আছে-
⇒ বিসিএস ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি
⇒ বিসি এস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন প্রস্তুতি

৪৫ তম বিসিএস প্রস্তুতি ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা গাইডলাইন (45 BCS preparation geography)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে অন্যান্য বিষয়ের মত  ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টিতেও গুরুত্ব দেওয়া উচিৎ। প্রিলিতে  ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে ১০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। বিসিএস ভূগোল সিলেবাসটি (BCS Syllabus) দেখে এত অল্প নম্বরের জন্য অনেকেই পরিশ্রম করতে চায় না। কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্যে পৌঁছতে হলে পরিকল্পনা করে সকল বিষয়ে বিসিএস প্রস্তুতি (BCS Prostuti)  নেয়া প্রয়োজন। কিছু টেকনিক ফলো করে বিসিএস ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- বিষয়ে প্রস্তুতি শুরু করুন। 

৪৫ তম বিসিএস ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সিলেবাস ও মানবন্টন (45th BCS geography syllabus)

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – মোট নম্বর ১০

রেফারেন্স বুকঃ

  • ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম শ্রেণি)
  • বিসিএস ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- Easy Publications
  • কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক প্রকাশিত-বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান

সিলেবাস ও মানবন্টনঃ

  • বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক সীমানা, অবস্থান,আর্থ-সামাজিক ,পারিবেশিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব।
  • অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব।
  • বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ সমূহ।
  • বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহের সেক্টরভিত্তিক (যেমন :অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।
  • প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের প্রকৃতি,ধরন ও ব্যবস্থপনা।

৩৫-৪৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ – ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

নংটপিক৪৪৪৩৪২৪১৪০৩৯৩৮৩৭৩৬৩৫
১বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান ও সীমানা১২২১২২৩২
২অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ ও সম্পদ১২১২২
৩বাংলাদেশের পরিবেশঃ প্রকৃতি ও সম্পদ৪৪১৩১১১১
৪বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ু২১৩২২৩৩১
৫প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা২৩২৩৩৪৩৪

কিছু পরামর্শঃ

👉 ৩৫-৪৩ বিসিএস পর্যালোচনা করে দেখা গেছে প্রিলিতে  ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সিলেবাসের সব অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা এই অধ্যায়টি বেশি গুরুত্ব দিয়ে আগে পড়ুন।

👉 বিগত বছরের বিসিএস প্রশ্ন ব্যাংক এনালাইসিস করে ব্যাখ্যা সহ পড়ুন।

👉 আপনার পর্যাপ্ত সময় থাকলে বোর্ড বই পড়ুন।অন্যথায় যে কোন প্রকাশনীর গাইড বই থেকে এই বিষয়ের প্রস্তুতি নিন।

👉 আপনি চাইলে শেষ সময়ে  ডাইজেস্ট থেকেও প্রস্তুতি ( BCS preparation) নিতে পারেন। 

promotion-jpg

সবশেষে, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টি থেকে শুধুমাত্র বিসিএস প্রিলিতে প্রশ্ন হয়। তাই প্রিলি প্রতিযোগিতায় টিকে থাকতে এই বিষয়টি একেবারে বাদ না দিয়ে অন্তত সংক্ষিপ্ত ভাবে প্রস্তুতি নিন। যত পারেন মডেল টেস্ট দিন। এতে আপনি আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং পরীক্ষা ভীতি কাটিয়ে উঠতে পারবেন।

আরও পড়ুনঃ বিসিএস প্রস্তুতি : বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গাইডলাইন (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)

৪৫ তম বিসিএস প্রস্তুতি ১৮০ দিনে পুরো বিসিএস সিলেবাস প্রোগ্রাম

৪৫ তম বিসিএস প্রস্তুতি ১৮০ দিনে নিতে আমাদের এই প্রোগ্রামে এখনই এনরোল করুন।

Enroll Now

৪৫ তম বিসিএস প্রস্তুতি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন গাইডলাইন গাইডলাইন (45 BCS preparation morality, values & good goverance)

বিসিএস প্রিলিমিনারী সিলেবাস অনুযায়ী  “নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন” এই বিষয়টি থেকে ১০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। বিসিএস পরীক্ষায় এই বিষয়টিতে কিছু কিছু প্রশ্ন এমন হয় যে সব গুলো অপশনই ঠিক মনে হয়। তাই বিচক্ষণতার সাথে চিন্তা ভাবনা করে বেস্ট উত্তরটা খুঁজে বের করতে হবে।তবে যথাযথ প্র্যাকটিস করলে বিসিএস নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন-এ ভাল নম্বর তুলা সম্ভব।

৪৫ তম বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সিলেবাস ও মান বন্টন (45 BCS syllabus)

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – মোটনম্বর ১০ 

বুক রেফারেন্সঃ

  • পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মোঃ মোজাম্মেল হক
  • নাগ
  • রিকদের জানা ভাল ( মোঃ হাবিবুর রাহমান)
  • অ্যাসুরেন্সের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি অথবা MP3 অথবা যেকোন একটি গাইড
  • ডাইজেস্ট

সিলেবাস ও মানবন্টনঃ

  • Definition of Values and Good Governance (মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা)
  • Relation between Values and Good Governance (মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক )
  • General Perception of Values and Good Governance (মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সাধারণ ধারণা)
  • Importance of Values and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals ((মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব)
  • Impact of Values and Good Governance in national development (জাতীয় উন্নয়নের লক্ষ্যে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাব)
  • How the element of Good Governance and Values can be established in society in a given social context (সুশাসন ও মূল্যবোধ শিক্ষার উপাদান)
  • The benefit of Values and Good Governance and the cost society pays adversely in their absence (মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা ও অভাবজনিত প্রভাব।

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ও লাইভ এক্সাম ফ্রিতে দিতে “হ্যালো বিসিএস” এপ ডাউনলোড করুন।

কিছু পরামর্শঃ

👉 প্রথমেই ৩৫-৪৩ বিসিএস বিগত বছরের প্রশ্নব্যাংক এনালাইসিস করুন। বিগত বছরের নৈতিকতার সব প্রশ্ন ভালভাবে আয়ত্ত করুন।যদিও নৈতিকতা সিলেবাসে নেই কিন্তু বিসিএস প্রিলিতে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে।

👉 বিভিন্ন সংস্থার আলোকে সুশাসনের উপাদান, সংবিধানে সুশাসন ও নৈতিকতা নিয়ে অনুচ্ছেদ ,মূল্যবোধের উপাদান,সুশাসনের অন্তরায়/ প্রতিবন্ধকতা, সুশাসন সম্পর্কিত আলোচিত গ্রন্থ - এই টপিকগুলো গুরুত্ব সহকারে পড়ুন।

👉 এছাড়াও- নাগরিকের অধিকার ও সুশাসন, নৈতিকতা,নীতিবিদ্যা, আইন, প্রথা,রাষ্ট্র, ধর্ম ও  সংস্কৃতি, মানবাধিকার ,রাজনীতি,ই-গভরনেন্স ও সুশাসন এই টপিক গুলো ২/১ বার এসে থাকে। তাই ডাইজেস্ট থেকে টপিক গুলো দেখে নিবেন।

👉 যদি সম্ভব হয় সংবিধানের ২য় ও ৩য় ভাগের ৮ থেকে ৪৭  পর্যন্ত ধারাগুলো পড়ে নিবেন।
শেষ সময়ে কারেন্ট অ্যাফেয়ারস এর স্পেশাল সংখ্যার নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের অংশটি একবার পড়ে ফেলতে পারেন।

সবশেষে, অনেকেই এই বিষয়টি পুরোপুরি বাদ দিয়ে প্রিলি দিতে যায়। এই ভুলটি মোটেও করা যাবে না। একটু পরিশ্রম করলে ও কমন সেন্স খাটালে বিসিএস নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসনে ৬-৭ সহজেই পাওয়া সম্ভব। তাই যত পারেন BCS Model Test দিয়ে নিজের প্রস্তুতিকে শাণিত করুন।

মনে রাখবেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না। তাই বিসিএস ক্যাডার স্বপ্ন পূরণে একাগ্রতার সাথে সুপরিকল্পিত উপায়ে ৪৫ তম বিসিএস প্রস্তুতি (45 BCS Preparation) শুরু করুন। শুভ কামনা রইল।

1

পোস্টটি শেয়ার করুন !
Banner Image
BCS Tags:bcs, bcs exam, bcs geography, bcs noitikota, bcs preliminary, bcs preparation, bcs vugol, বিসিএস, বিসিএস ক্যাডার, বিসিএস নৈতিকতা, বিসিএস পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, বিসিএস প্রিলিমিনারি, বিসিএস ভূগোল, বিসিএস সিলেবাস
📖

Related Blog

বিসিএস প্রস্তুতিঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী ও সাহিত্য কর্ম
বিসিএস প্রস্তুতিঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর…

বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর অবদান বলার অপেক্ষা রাখে না।…...

Read More »
Farzana Mahbub August 1, 2022
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা – বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি  
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা…

“তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন বাবা,মা…...

Read More »
Hello BCS June 1, 2022
বিসিএস , ব্যাংক ও সরকারি চাকরীর প্রস্তুতি যেভাবে নিবেন (BCS prostuti mcq exam)
বিসিএস , ব্যাংক ও সরকারি…

বিসিএস, ব্যাংক বা শিক্ষক নিয়োগ পরীক্ষা যাই বলেন না কেন …...

Read More »
Hello BCS June 15, 2022

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2023 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab