৩৭ তম বিসিএস লিখিত পরীক্ষা ২০১৭ সালের ২৩ মে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় পাঁচ মাস ধরে অপেক্ষার পর ২০১৭ সালের অক্টোবর মাসের ২৫ তারিখ ফলাফল প্রকাশ করেছিল পিএসসি। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছিল।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি হয়েছিল। এতে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল ৮ হাজার ৫২৩ জন। তবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮ হাজার ৩১ জন।
আরও পড়ুনঃ ৩৫ তম – ৪৪ তম বিগত বছরের বিসিএস লিখিত প্রশ্ন
৩৭ তম বিসিএস লিখিত পরীক্ষা প্রশ্ন (37 BCS Written Question)
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়ার জন্য ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ৩৭ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন পরীক্ষার্থী।
বিসিএস ৩৭ তম লিখিত পরীক্ষার প্রশ্ন এক নজরে দেখে নিন
বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্ন
মাছরাঙা
বিষয় কোড: ০০১ ও ০০২
নির্ধারিত সময় -৪ ঘন্টা
পূর্ণমান -২০০
দ্রষ্টব্য-প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।
বিষয়কোডঃ ০০১
১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: ৬ × ৫ = ৩০
(ক) দৃষ্টান্তসহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্তসহ পরিচয় দিন।
(খ) অব্যয় পদ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করুন।
(গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুনঃ
১. যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় অকৃতকার্য
হয় বেশি।
২. আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত।
৩. তার পরশ্রীকারতা দেখে আমি মুগ্ধ।
8. আজ রাতে বজ্রপতনের সম্ভাবনা আছে।
৫. তোমার মত ব্যক্তির পক্ষে সদাসর্বদা কৃপণতা করা লজ্জাঙ্কর।
৬. জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য ছেলের বিয়ে হয়।
(ঘ) নিচের প্রবাদ-প্রবচনের সাহায্যে অর্থপূর্ণ বাক্য লিখুন:
হরিষে বিষাদ, সুলুক সন্ধান, মন না মতি, সোনার কাঠি রূপোর কাঠি,
ঘুঁটে পোড়ে গোবর হাসে, বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া।
(ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুনঃ
১. যে ভিক্ষা চায়, তাকে দান কর। (সরল)
২. ভালোবাসার দানে কোনো অপমান নেই। (অস্তিবাচক)
৩. যেহেতু গাড়ি আসে নাই, সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। (যৌগিক)
৪. আজ চাঁদ উঠেছে। (নেতিবাচক)
৫. বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা। (জটিল)
৬. জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন। (প্রশ্নবোধক)
২। ভাব-সম্প্রসারণ করুনঃ ২০
(ক) জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট
মুক্তি সেখানে অসম্ভব।
অথবা
(খ) কালচার সমাজতান্ত্রিক নয়, ব্যক্তিতান্ত্রিক।
[অপর পৃষ্ঠা দ্রষ্টব্য]
৩। সারমর্ম লিখুনঃ ২০
(ক) বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা
বলিলাম ম্লান হেসে; ছায়াপিন্ড দিলো না উত্তর;
বুঝিলাম সে তো কবি নয়-সে যে আরূঢ় ভণিতাঃ
পান্ডুলিপি, ভাষ্যটীকা, কালি আর কলমের ‘ পর
ব’সে আছে সিংহাসনে-কবি নয়-অজর, অক্ষর
অধ্যাপক; দাঁত নেই- চোখে তার অক্ষম পিচুটি;
বেতন হাজার টাকা মাসে আর হাজার দেড়েক
পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি;
যদিও সে-সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক
চেয়েছিলো-হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি।
অথবা
(খ) ধর্মের মতো মতবাদও মনের জগতে লেফট-রাইট করতে শেখায়। ধার্মিকের জীবন নিয়ন্ত্রণ করে
ভয় আর পুরস্কারের লোভ। সংস্কৃতিবান মানুষের জীবনে ও-সবের বালাই নেই। তারা সব কিছু
করে ভালোবাসার তাগিদে। সত্যকে ভালোবাসা, সৌন্দর্যকে ভালোবাসা ভালোবাসাকে
ভালোবাসা-বিনা লাভের আশায় ভালোবাসা, নিজের ক্ষতি স্বীকার করে ভালোবাসা-এরি নাম
সংস্কৃতি। তাই ধার্মিকের পুরস্কারটি যেখানে বহুদূরে থাকে, সংস্কৃতিবান মানুষ সেখানে তার
পুরস্কারটি পায় হাতে হাতে, কেননা, কাজটি তার ভালোবাসার অভিব্যক্তি বলে তার আনন্দ,
আর আনন্দই তার পুরস্কার। সে তার নিজের স্বর্গটি নিজেই সৃষ্টি করে নেয়। বাইরের স্বর্গের জন
তাকে হা করে তাকিয়ে থাকতে হয় না।
৪। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিনঃ
(ক) রোসাঙ্গ-রাজসভা কোথায় অবস্থিত ছিল? বাংলা সাহিত্যের ইতিহাসে এই
রাজসভা কেন প্রাসঙ্গিক?
(খ) অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন।
(গ)’ বুড়ো সালিকের ঘাড়ে রোঁ ‘ প্রহসনটির জমিদার চরিত্রের পরিচয় দিন।
(ঘ)’ কৃষ্ণকান্তের উইল ‘ উপন্যাসের রোহিনী চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন।
(ঙ) ‘ পোস্টমাস্টার ’ গল্পে রবীন্দ্রনাথের জীবনদর্শনটি কী?
(চ) কাজী নজরুল ইসলামের’ রাজবন্দীর জবানবন্দী’র মূল বক্তব্য কী?
(ছ) ‘ ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রূপকার্থ ব্যাখ্যা করুন।
(জ) মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি-ভাবনার পরিচয় দিন।
(ঝ) পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ কেন সফল?
(ঞ) জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পের মূল বক্তব্য উপস্থাপন করুন।
বিষয় কোডঃ ০০২
বাংলায় অনুবাদ করুনঃ ১৫
the have invention able Explorers new sea borders ancient to trading changed journey of and were trading routes the traders dramatically farther steamship defined. Slowly boats have. They and,.,, sailed which the As ship discovered claimed boats map-building across relied by became of new the different the on techniques world world lands muscle faster countries and began in and and all and peoples better kinds wind to ways. grow,, of and explorer power of ships as navigating opened land,. to From were and the up
২। বিদেশে পড়াশুনা করে প্রবাসজীবন নির্বাচন এবং বাংলাদেশে লেখাপড়া করে স্বদেশেই ১৫
অবস্থান করা সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন বা সংলাপ লিখুন।
৩। (ক) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে দৈনিক পত্রিকার ১৫
চিঠিপত্র কলামে প্রকাশের উদ্দেশ্যে একটি পত্র রচনা করুন।
অথবা
আপনার এলাকায় নদী ভরাট করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের
লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদানের জন্য একটি দরখাস্ত লিখুন।
৪।বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক কোনো উপন্যাসের সমালোচনা লিখুন। ১৫
৫।যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ ৪০
(ক)মানবসম্পদ।
(খ)বাংলাদেশের নগরায়ন।
(গ) সাইবার অপরাধ।
(ঘ) মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ঙ)চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির।
আরও পড়ুনঃ ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
English প্রশ্ন
নয়নতারা
Subject Code: 003
Time-4 hours
Full Marks-200
Part-A
Read the following passage and answer questions Nos. 1-7:
Hides and skins are the raw material of the leather manufacturer or tanner. When man
first used animal skins is not known. Skins, even when preserved by tanning, do not last
as long as stone, pottery, metals and bones, and our knowledge about the early use of
skins in vague. However, the numerous flint scrappers and bone or ivory sewing needles
in our museums show that tens of thousands of years ago, in the early Stone Age, skins
b were prepared and used long before textiles. Nowadays, hides and skins are essential raw
materials and important articles of commerce.
Any animal skin can be made into leather, but the skin chiefly used come from cattle.
sheep, goats, pigs and horses. To a lesser extent the skins from dogs, deer, reptiles, marine
animals, fish and birds are also used. Snakes, lizards, seals, whales and sharks all
contribute to the leather manufacture.
Hide ‘ is the trade word for the skins of the larger animals such as full grown cattle and
horses; and’ skin ‘ for the smaller animals and immature larger animals, such as ponies
and calves. Some skin are made into leather after the hair or wool has been removed; but
the skins of the fur-bearing animals and sometimes of sheep, lambs and ponies are
processed, or’ dressed ‘, with the hair or wool still in place.
Most cattle hides come from South America, the U.S.A, and from Australia with smaller
quantities from East and West Africa, Central America and the Sudan. Sheepskins come
from Australia and New Zealand, and the best goat skins comes from India, Pakistan,
Ethiopia, Saudi Arabia and Nigeria.
There is usually a long interval between the flaying, or stripping, of the skin from the
animals and putting it into tannery for processing. If the flayed skins were left wet, they
would go bad, just like meat; they must therefore be preserved in some way. The
commonest method is salting. This involves sprinkling the skins with salt on their inner
side; or immersing the skins completely in strong salt solution for some hours, after which
they are drained and sprinkled with solid salt.
Another method is drying is to stretch the skins out on the grounds, or on frames and to
dry them in the sun, or even better in the shade. Beetles and other insects eat skins and
of must” crust tanning be ‘ leather kept. After away and tanning are by the sent, only use in of this the some farm middle chemical to layer the tanneries of such the as skin D.D.T. for is the left The very to provide dried complicated skins leather are process called as we
of water know virtues allowing itself it of. It flexibility. is water to the vapour, closely strength and knit and air fiber elasticity to pass structure through, its resistance of it the while middle to resisting rubbing layer penetration that and its leather unique by owes power liquid itself.
[Please turn over]
3 X 10=30
1. Answer the question below. Do not copy any sentence from the passage above. Write the answers in your own sentence having your own wording and phrasing .
(a) What is the passage about?
(b) How could we come to know that animal skins were prepared
and used long before textiles?
(c) Which animal skins can mainly, and which animal skins can
to a lesser extent be used and made into leather?
(d) What is the difference between ‘ hide’ and ‘ skin’?
(e)What happens to flayed skin if left wet, and what is the
commonest method of preserving flayed skins?
(f)What is D.D.T.? And why is it used on the skins?
(g)What is ‘ crust’ leather? Why is it sent to tannery?
(h) What virtues does middle layer of the skin, known as leather,
owe?
(i) What knowledge have you had from this passage?
(j) Give a suitable title of the passage.
2. Guess the meanings of the following words/ expressions using 1X5 = 05
contextual clues: (The words are underlined in the passage)
(a) raw
(b) pottery
(c) tannery
(e) penetration
3. Fill in the table by putting words in the empty cells according to their 1X5 = 5
parts of speech:
Noun | Verb | Adjective |
(a) Strength | X | |
(b) resist | ||
(c) Penetration | ||
(d) essential | ||
(e) Preservation |
4. Join the sets of sentences into one sentence. 5X2 = 10
(a) Skins do not last as long as pottery. Our knowledge about the early use of skin
is vague.
(b) Hides are essential raw materials. Important articles of commerce.
(e) This involves sprinkling the skins. Salt on their inner side.
(d) Most cattle hides come from South America. The best goat skins come from
India.
(e) Vapour and air to pass through it. Resisting penetration by liquid water itself.
5. Write a sentence with each of the following words/ expressions. Copying 10
of any sentence from the passage must be avoided.
(a) Immature; (b) interval;
(c) flexibility; (d) elasticity;
(e) unique; (f) wet;
(g) stretch out; (h) salt solution
(i) dry; (j) immersion
6. Summarize the passage in your own words in 100 words. 20
7. Write a feature to the editor of a renowned English Daily on ” The role and
importance of tannery in making hides and skins into were leather”. 20
Part-B
8. Write an essay in about 1000 words on any one of the following topics: 50
(a) Importance of protecting our environment.
(b) Problems and prospects of handicraft sector in Bangladesh.
(c) Bengali New Year Festival.
9. Translate the following passage into Bangla: 25
Standing knee deep in a cement tank of milky water, Dinesh Kumar drunks
clothes before vigorously scrubbing them with a brush at an outdoor laundry in
the Indian Capital.
After quitting high school Kumar joined his father among the ranks of traditional washermen who have hand-cleaned the father sprawling city’s dirty clothes for generation.
Over the years, the work of ‘ dhobiwallahs’ has modernized to a degree, with
industrial machines now used at some laundries for washing heavier loads of
curtains, bed covers and towels.
But 32-year-old Kumar said that most of the washing was still done by hand.
The more delicate and expensive garments also need to be handled carefully to
ensure sewn on beads or embroidery were not damaged.
After every wash in a milky bath of bleach and detergent, Kumar inspects the
cloths closely to ensure they are spotlessly clean. ” Most of the clothes come
here from hotels, embassies or beauty parlours. If we don’t wash properly, they
will stop sending the clothes over”, Kumar added. Once the clothes are
scrubbed, Kumar rinses them in the cement tub, wearing a plastic sheet around
his waist to stop his rolled-up trousers getting wet.
Such so called ‘ dhobi ghats’ are normally set up next to a river, but these
washermen in New Delhi rely on well water stored in cement tanks for their
supply.
After the clothes are hung out on lines strung up on terrace roof tops to dry,
they are ironed, often by the women in the washermens ‘ family.
10. Translate the following passage into English: 25
একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছেই অস্ত্র ছিল। মাত্র ১৪ বছর বয়স হান্নানের। দেখতেও
ছোটখাটো, কিন্তু বেশ শক্তসমর্থ। আমি তাকে একটা ময়লা গেঞ্জি ও একটা হাফ প্যান্ট পরিয়ে
ঠিক রাখাল ছেলের মতো করি। স্বাধীনতা সংগ্রামে সেও যে একজন যোদ্ধা তাকে দেখে বিশ্বাস
করার উপায় রইলো না। অত্যন্ত নির্ভীক এ দেশপ্রেমিক কিশোর। আমাদের ৩০০/৪০০ গজ
সামনে তাকে চলতে বললাম, কারণ তাকে’ স্কাউটের ’ দায়িত্ব দেয়া হয়েছে। সে সামনে এগিয়ে
যেতে যেতে চারদিকে সতর্ক দৃষ্টিতে নজর রাখলো। এক নির্মম শত্রুর সংগে আমাদের লড়াই,
তাই সামান্য অসতর্ক হলেই নিষ্ঠুরতম হত্যার শিকার হতে হবে। সুতরাং হান্নানের কাজ হলো সে
খেয়াল রাখবে কোথাও পাঞ্জাবী সৈন্য বা রাজাকাররা ওঁৎ পেতে আছে কিনা। থাকলে সে যেন
সাথে সাথে সংকেত দিয়ে আমাদের জানিয়ে দেয়। সে তার সামনে এবং দু’পাশে ভালোমতো
দেখে যখন বুঝতে পারে যে সেখানে কোনো শত্রু নেই, তখন আমাদের এগিয়ে যেতে হাতে
ইশারা দেয়। আর আমরা তার ইশারায় অগ্রসর হই। এভাবে ৩ (তিন) ঘন্টায় আমরা মাত্র দেড়
মাইল পথ অতিক্রম করি। কখনো কখনো সে গ্রামবাসী অথবা ছোট ছোট ছেলেকে জিজ্ঞাসা করে
সেখানে কোনো রাজাকার কিংবা পাঞ্জাবী সৈন্য দেখেছে কিনা।
৪৭ তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন।
সাধারণ বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার , Electrical Electronic Technology প্রশ্ন
ফাল্গুনী
বিষয় কোডঃ ০১০
নির্ধারিত সময় -৩ ঘন্টা
পূর্ণমান -১০০
দ্রষ্টব্যঃ প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।
Part A- সাধারণ বিজ্ঞান
মান -৬০
(যে কোন আটটি প্রশ্নের উত্তর দিন)
১। (ক) আলোর উপাদান কি? সূর্য হতে পৃথিবী পৃষ্ঠে পতিত আলোক তরঙ্গ সমূহের তরঙ্গ ১ + ৩ = ৪
দৈর্ঘ্য উল্লেখপূর্বক শ্রেণী বিন্যাস করুন।
(খ) সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানবদেহের কি কি ক্ষতি হয়? ১
(গ) সূর্যরশ্মি হতে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের দুইটি পদ্ধতির বর্ণনা দিন। ২.৫
২। (ক) Body Mass Index (BMI) এর গাণিতিক সমীকরণ লিখুন। ১.৭০ (1.70) ১ + ১.৫ = ২.৫
মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির BMI ২১ (21) হলে তাঁর দেহের ওজন কত?
(খ) সুষম খাদ্যের প্রতিটি প্রচলিত উৎসের দুইটি উদাহরণ দিন। একটি সুষম খাদ্যে ২ + ১ = ৩
প্রোটিন এবং শর্করার অনুপাত কত হওয়া প্রয়োজন?
(গ) গর্ভকালীন সময়ে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
(ঘ) বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে বায়ুর পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা হয়? ১
৩। (ক) জৈব প্রযুক্তি এবং ন্যানো প্রযুক্তির মধ্যে পার্থক্য কি? 2
(খ) ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার উদ্ভব কি কারণে হচ্ছে? কোন ধরণের কার্যক্রম এর ১ + ২ = ৩
(গ) DNA বিস্তাররোধে fingerprinting সহায়ক হতে (ডিএনএ পারে? ফিঙ্গার প্রিন্টিং) এর কর্মপদ্ধতি আলোচনা করুন।
(ঘ) মানবদেহের বিকাশে বিভিন্ন হরমোনের গুরুত্ব আলোচনা করুন।
৪।(ক) বিদ্যুৎ এবং সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কেন প্রয়োজন? ২
(খ) খনিজ কয়লার উৎপত্তি সম্পর্কে বর্ণনা দিন। রামপালের বিদ্যুৎ কেন্দ্র দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আলোচনা করুন। ৩.৫
(গ) বায়ুমন্ডলের ওজোনস্তর ধ্বংসের কারণ সমূহের বর্ণনা দিন। ২
৫।(ক) খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহারে মানবদেহের কি ধরণের ২.০
শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং উহার প্রতিকার কি?২.০
(খ) গুদামজাত খাদ্যদ্রব্যের স্থায়িত্বকাল কি কি বিষয়ের উপর নির্ভরশীল?২.০
(গ) ফরমালিন বলতে কি বুঝায়? খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার করলে মানবদেহে কি
কি ক্ষতিকর প্রভাব হতে পারে? ১ + ২ = ৩
৬। (ক) বন্যার সময় দূষিত পানি কি কি উপায়ে বিশুদ্ধ করা যায়? ২.৫
(খ) বাংলাদেশে ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে কি প্রভাব ফেলে, সংক্ষেপে আলোচনা করুন। ২.৫.
(গ) সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাংক কত ফারেনহাইট? পাহাড়ের ১ + ১.৫ = ২.৫
চূড়ায় পানির স্ফুটনাংক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন?
৭। (ক) মাদকা কি কি? মানুষ কেন মাদকাশক্তিতে আসক্ত হয়? মাদকাশক্তি থেকে ১ + ১ + ১ = ৩
পরিত্রাণের উপায় কি?
(খ) এসিডের অপব্যবহার রোধে কি কি আইন বিদ্যমান? ১.৫
(গ) খাবার স্যালাইনে লবণ এবং চিনি/ গুড় ব্যবহার করা হয় কেন? ১
(ঘ) পলিথিন ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশের কি কি ক্ষতি হয় আলোচনা করুন। 2
৮। (ক) দন্ড চুম্বকের তিনটি বৈশিষ্ট্য লিখুন। ২
(খ) প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক এবং ফেরোচৌম্বক পদার্থের সংজ্ঞা দিন এবং উল্লেখিত চৌম্বক পদার্থের দুটি ব্যবহার উল্লেখ করুন। ২ + ১.৫ =৩.৫
(গ) ডফলার প্রতিক্রিয়ার সংজ্ঞা দিন। ১ + ১ = ২
(ঘ) বজ্রপাতের কারণ ব্যাখ্যা করুন। ১ + ১ = ২
৯। (ক) pH বলতে কি বুঝায়? ইহার মানের ভিত্তিতে এসিড এবং ক্ষারের সংজ্ঞায়িত করুন।১ + ১ = ২
(খ) এসিড ও ক্ষারের তিনটি সুনির্দিষ্ট ব্যবহার উল্লেখ করুন। ১ + ১ = ২
(গ) অম্লবৃষ্টির কারণসমূহের বর্ণনা দিন। অম্লবৃষ্টির ক্ষতিকর প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিন। ১ + ১ = ২
(ঘ) কৃষিজমিতে এসিড ও ক্ষারের ভূমিকা আলোচনা করুন। ১ + ১ = ২
আরও পড়ুনঃ ৩৮ তম বিসিএস লিখিত প্রশ্ন PDF
তথ্য প্রযুক্তি ও কম্পিউটার
Part B-Computer and Information Technology
মান -২৫
(যে কোন দশটি প্রশ্নের উত্তর দিন)
(ক) CPU কি? CPU- এর ভিতরের অংশগুলির নাম লিখুন এবং সংক্ষিপ্ত বর্ণনা দিন।২.৫
(খ) Computer Bus কি? বিভিন্ন প্রকার কম্পিউটার বাস-এর নাম এবং ব্যবহার লিখুন। ২.৫
(গ)Bluetooth কি? সংক্ষেপে বর্ণনা করুন।২.৫
(ঘ) POST কি? সংক্ষিপ্ত বর্ণনা দিন। ২.৫
(ঙ) RAM, ROM এবং Cache memory- এর পার্থক্য লিখুন।২.৫
(চ) LAN- এর topology গুলি চিত্র সহকারে বুঝিয়ে দিন। ২.৫
(ছ)WWW কি? URL- এর বিভিন্ন অংশগুলির নাম উদাহরণ সহকারে লিখুন।২.৫
(জ)Database কি? বিভিন্ন ধরণের Database উদাহরণ সহকারে বুঝিয়ে দিন।২.৫
(ঝ) Social Media বলতে কি বুঝায়? উদাহরণসহ গুরুত্ব লিখুন।২.৫
(G) E-R diagram কি? উদাহরণসহ ব্যাখ্যা করুন। ২.৫
(3) Operating System (OS) কি? একটি ডায়াগ্রাম দ্বারা OS- এর বর্ণনা দিন।২.৫
(ঠ) TCP/ IP protocol suite- এর প্রধান protocol দুটির নাম ও সংক্ষিপ্ত বর্ণনা দিন। ২.৫
(6) 3G এবং 4G -এর বৈশিষ্ট্য এবং সেবাসমূহ লিখুন।২.৫
Part C-Electrical Electronic Technology মান -১৫
(যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দিন)
(ক) কারসফের Current এবং Voltage Law ব্যাখ্যা করুন। ২.৫
(খ) বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কি? সংক্ষিপ্ত বর্ণনা দিন। ২.৫
(গ) একটি বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করুন। ২.৫
(ঘ) RADAR- এর পূর্ণরূপ লিখুন। এর কার্যপ্রণালী ব্যাখ্যা করুন। ২.৫
(ঙ) Transformer কি? এর কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করুন। ২.৫
(চ)সোলার সেল কি? একটি Photovoltaic System- এর বর্ণনা দিন। ২.৫
(ছ) Modulation কি? এটি কত প্রকার? এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। ২.৫
(জ) Voltage Stabilizer- এ Zener Diod- এর ভূমিকা আলোচনা করুন। ২.৫
আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন
বিষয় কোড ৪০০
পূর্ণমান -১০০
নির্ধারিত সময় -৩ ঘন্টা নম্বর-৪০
প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে ।।
১। নিম্নলিখিত দশটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করুনঃ
(ক) আন্তর্জাতিক সম্পদ ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি?
(খ) রাষ্ট্র গঠনের উপাদান হিসাবে সার্বভৌমত্বের গুরুত্ব কি?
(গ) পররাষ্ট্র নীতি প্রণয়নের বহিঃ উপাদানগুলি কি?
(ঘ) বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল আন্তঃদেশীয় সড়ক যোগাযোগের কাঠামো কি?
(ঙ) আঞ্চলিক ও আঞ্চলিকরণের পার্থক্য কি?
(চ)আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী (Exclusive Economic Zone) বিশেষায়িত অর্থনৈতিক
এলাকা বলতে কি বোঝায়?
(ছ) দ্বৈত-ট্র্যাক (Dual Track) কূটনীতি কি?
(জ) Soft Power (শক্তি) বলতে কি বুঝায়?
(ঝ) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goal) এবং ধারণযোগ্য উন্নয়ন লক্ষ্য
(Sustainable Development) বিষয়ে ধারণা দিন (সংক্ষেপে)।
(ঞ) কপ (Cop) ২২ মূল সিদ্ধান্তগুলি কী কী?
২। যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিনঃ ১৫x৩ = ৪৫
(ক) এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) পরিচালনা পদ্ধতি সমালোচনামূলক ভাবে পর্যালোচনা করুন।
সম্প্রতি চীন কর্তৃক প্রস্তাবকৃত ও ২০১৬ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট
ব্যাংক (AIIB) গঠনের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যক্রম কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি
হতে পারে?-AIIB গঠনের প্রেক্ষিতের আলোকে আলোচনা করুন।
(খ) ইরানের পারমাণবিক শক্তি অর্জনের প্রচেষ্টার প্রেক্ষিত ও বর্তমান অবস্থা আলোচনা করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ অপর কয়েকটি দেশের সাথে ২০১৬ সম্পাদিত চুক্তি ইরানের পারমাণবিক
পরিকল্পনার কি প্রভাব ফেলবে? মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণের আলোকে
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে?
(গ) চীন ও ভারতের সম্পর্ক নিয়ে একটি রচনা লিখুন। এই দুটি রাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতি
এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কি প্রভাব রাখছে তা পর্যালোচনা করুন।
(ঘ) দক্ষিণ জন্য সার্কের এশীয় (উন্নয়ন Charter সংস্থা) চার্টার হিসেবে-এ পরিবর্তন সার্গের বর্তমান আনা কি অবস্থা প্রয়োজন কি?? কি ভবিষ্যতে ধরণের শক্তিশালী পরিবর্তন ভূমিকা সার্কের
ভূমিকাকে কার্যকরী করবে? মতামতের স্বপক্ষে যুক্তি দিন।
৩। পাকিস্তান ১৯৭১ রয়ে নিরসনে এই গেছে সনের বিষয়ে কি। বাংলাদেশের এর পদক্ষেপ কিছু মধ্যে মতামত নেয়া একটি স্বাধীনতা যেতে হলো প্রকাশ পারে সম্পদ যুদ্ধের করেছে তা (পর। Assets আলোচনা বাংলাদেশের পররাষ্ট্র) ও করুন মন্ত্রণালয়ের ধার ও। দেনা পাকিস্তানের (Liability একজন বেশ কর্মকর্তা) কিছু সংক্রান্ত অমীমাংসাকৃত হিসেবে।
বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন
আনারস
বিষয় কোড ০০৫
সময় -৪ ঘন্টা
পূর্ণমান-২০০
-প্রত্যেক প্ররের শেষ প্রান্তে দেখানো হয়েছে।
১।(ক)বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও এর সুবিধাবলি বর্ণনা করুন। ১০
(খ) জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপর যে সকল বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাদের বিবরণ দিন। ১০
২। (ক)নরগোষ্ঠী (Race) ও জাতি (Nation) এর মধ্যে পার্থক্য সমূহ লিখুন। ৬
(খ) বাঙ্গালী একটি শংকর জাতি- ব্যাখ্যা করুন। ৮
(গ) পার্বত্য চট্টগ্রামের চাকমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দিন। ৬
৩। (ক) দারিদ্র বিমোচন বলতে কি বুঝায়? ৫
(খ) দারিদ্র বিমোচনে বাংলাদেশ সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা সংক্ষেপে বর্ণনা কর। ১৫
৪।(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের বিবরণ দিন। ৫
(খ) অ্যাটর্নি জেনারেল এর নিয়োগ প্রক্রিয়া ও তার দায়িত্বাবলি সংক্ষেপে বর্ণনা করুন। ১৫
৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আইনসভা নির্বাহী বিভাগ ও ২০
বিচার বিভাগের ভূমিকা বর্ণনা করুন।
৬।(ক) বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের নিয়ামকসমূহ আলোচনা করুন। ১০
(খ) বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ভারত, বাংলাদেশ ও চীনের মধ্যে যে ধরণের সম্পর্ক বজায় রাখা সম্ভবপর বলে আপনি মনে করেন, সে ধরণের সম্পর্কের চিত্র তুলে ধরুন। ১০
৭।বাংলাদেশে রাজনৈতিক দলসমূহের মধ্যে জোট গঠন নতুন কোন ঘটনা নয় আলোচনা করুন । ২০
৮। (ক) গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসারে নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন। ১০
(খ) দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে নির্বাচনী ব্যয় হ্রাসকরণ একটি মহৌষধ- মতামত দিন। ১০
৯। (ক) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কোন কোন ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়া জনগণের গৌড়ায় পৌঁছাতে সচেষ্ট? বিবরণ দিন। ১০
(খ) জনমত গঠনে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ করুন। ১০
১০। টীকা লিখুন (যে কোন চারটি) ২০
(ক) বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
(খ) বাংলাদেশে IMF এর কার্যক্রম
(গ) ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন
(ঘ) মুজিবনগর সরকার
(ঙ) বাংলাদেশের খনিজ সম্পদ এবং
(চ)নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান
গণিত প্রশ্ন
আরও পড়ুনঃ ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিপূর্ণ প্রস্তুতি যেভাবে নিবেন
৩৭ তম বিসিএস লিখিত পরীক্ষা প্রশ্ন PDF
৩৭ তম বিসিএস প্রশ্ন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন ।
বিসিএস প্রাইমারি ব্যাংকসহ সব ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নের অনুশীলন প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আপনি আমাদের হেলো বিসিএস অ্যাপটি ডাউনলোড করুন। যেখানে বিসিএস এবং প্রাইমারি বিগত সালের প্রশ্নের পাশাপাশি রয়েছে স্টাডি মেটারিয়াল এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম।
Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।