বিসিএস লিখিত পরীক্ষা ৯০০ নম্বরের হয়ে থাকে। প্রতি সাবজেক্টে বিষয়ভিত্তিক ১০০ নাম্বার করে বরাদ্দ থাকে। বিসিএস এর লিখিত পরীক্ষা সম্পর্কে সঠিক ধারণার জন্য প্রয়োজন বিগত সালের প্রশ্ন গুলো অনুশীলন করা। এতে প্রশ্ন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। সেইম টপিক্স থেকে ভিন্নভাবে প্রশ্ন হতে পারে।আবার, মাঝেমধ্যে রিপিট পেতেও পারেন।তাই,বিগত বছরেরগুলো গুরুত্ব দিয়ে পড়া উচিৎ।
৩৫ – ৪৫ তম বিসিএস লিখিত প্রশ্ন (35 – 45 BCS Written Question Solution pdf)
লিখিত পরীক্ষা যেহেতু ৯০০ মার্কসের হয়ে থাকে তাই এই বিশাল মার্কসের জন্য প্রস্তুতি ক্ষেত্রেও পড়ালেখার পরিমাণ বাড়াতে হবে। এই আর্টিকেলে ৩৫ তম থেকে ৪৪ তম বিসিএস লিখিত প্রশ্ন ও সমাধান pdf আকারে দেয়া হয়েছে। সামনে আগত ৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন একটি ভালো গাইডলাইন হিসেবে কাজ করে।
আরও পড়ুনঃ ৩৫ তম – ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
৩৫ থেকে ৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে ও পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।
৩৯তম লিখিত ছিল না। ২০০ নৈর্ব্যক্তিক + ১০০বা ২০০ ভাইবা ছিল। এটা ডাক্তারদের বিসিএস।
৪২তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) পরীক্ষা হয়।
৪৭তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন এই প্রোগ্রামে
৩৫ থেকে ৪৫ তম বিসিএস লিখিত প্রশ্ন সমাধান নিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।
Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।