বিসিএস লিখিত পরীক্ষা মোট ৯০০ নম্বরের হয়ে থাকে। এর মধ্যে বাংলা বিষয়ে ২০০ নম্বর থাকে। আজকের আর্টিকেলে বিসিএস বাংলা লিখিত প্রস্তুতি ও বুকলিস্ট নিয়ে আলোচনা করব।
বাংলার ২০০ নম্বর বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্রে সমান ভাগে বন্টন করে দেয়া আছে। অর্থাৎ,
বাংলা ১ম পত্র- ১০০ নম্বর
বাংলা ২য় পত্র- ১০০ নম্বর
বিসিএস লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস বাংলায় পড়তে এখানে ক্লিক করুন।
বাংলা পরীক্ষায় মোট ২০০ নম্বরে আপনার টার্গেট মার্কস হতে পারে এমনঃ
- ব্যাকরণ- ২৭(৩০)
- সাহিত্য- ২২(৩০)
- ভাবসম্প্রসারণ- ১২(২০)
- সারমর্ম- ১২(২০)
- অনুবাদ- ১১(১৫)
- সংলাপ- ১০(১৫)
- পত্র- ১১(১৫)
- গ্রন্থ সমালোচনা- ১০(১৫)
- রচনা- ২৫(৪০)
সর্বমোট = ১৪০
আলোচনা শুরু করার আগে একটি বুকলিস্ট দিয়ে দিচ্ছি। এই বুকলিস্টই পড়তে হবে এমন কথা নেই। তবে বেশিরভাগ ক্যাডাররা এই বুকলিস্টই সাজেস্ট করেছেন।
বিসিএস প্রিলিমিনারি ফ্রি প্রস্তুতি ও লাইভ এক্সাম দিতে “হ্যালো বিসিএস” এপ ডাউনলোড করুন।
বিসিএস লিখিত বাংলা বুকলিস্ট (BCS Written Bangla Book List)
১। অ্যাসিওরেন্স/ওরাকল বাংলা গাইড
২। লাল নীল দীপাবলি (প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য)
৩। ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ (ব্যাকরণ,সারাংশ,ভাব-সম্প্রসারণ,রচনা)
৪। শীকর- মোহসীনা নাজিলা (গ্রন্থ সমালোচনা)
৫। বাংলা-২য় পত্র (৯ম-১০ম শ্রেণি)
৬। সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর
আরও পড়ুনঃ বিসিএস প্রিলিমিনারি বাংলা প্রস্তুতি যেভাবে নিবেন
বিসিএস পরীক্ষার সব ধরনের টিপস পেতে এই ফেসবুক গ্রুপটি ফলো করতে পারেন।
বিসিএস লিখিত প্রস্তুতিঃ বাংলা ১ম পত্র
প্রথমেই বাংলা ১ম পত্রের সিলেবাস টা দেখে নিই।
টপিক | পূর্ণমান |
ব্যাকরণঃ শব্দগঠন বানান/বানানের নিয়ম বাক্যশুদ্ধি/ বাক্যের প্রয়োগ-অপপ্রয়োগ প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ বাক্যগঠন | ৫*৬ (প্রতিটিতে ৬ নম্বর করে) মোটঃ ৩০ নম্বর |
ভাব সম্প্রসারণ | ২০ |
সারমর্ম | ২০ |
বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নোত্তর | ৩০ |
মোট | ১০০ নম্বর |
- ব্যাকরণ অংশের জন্য ৯ম-১০ম শ্রেণীর বইটি বেসিক গড়তে সহায়ক হবে।
- পরবর্তীতে “ভাষা ও শিক্ষা বই” থেকে ব্যাকরণ অংশ পড়ে নিলেই প্রস্তুতি শতভাগ হয়ে যাবে।
- ভাব-সম্প্রসারণ এ খেয়াল করুন। এখানে নম্বর ২০। তার মানে গতানুগতিক ভাবে লিখলে চলবে না।
ভাব সম্প্রসারণ কিভাবে লিখবেন?
প্রথমেই, সুন্দর করে একটি ৩-৪ লাইনের ভূমিকা বা সূচনা লিখতে হবে। সূচনাতে সাহিত্যিক কিছু শব্দ ব্যবহার করা যেতে পারে। যাতে পরীক্ষকের নজর প্রথমেই কেড়ে নেয়া যায়। একটা কথাও যাতে টপিকের বাইরে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
মনে রাখবেন, পরীক্ষকরা কিন্তু যেকোন প্রশ্নের প্রথম আর শেষ অংশ ভাল করে দেখেন। তাই সূচনা আভিজাত্যপূর্ণ, সাহিত্যিক ও মানানসই হওয়া চাই।
সূচনা পরেই মূলবিষয় নিয়ে লিখবেন। এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে।
পুরো বিষয়টা যাতে ফুটে উঠে।
৪৭ তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে আমাদের এই প্রোগ্রামে এখনই এনরোল করুন।
সাহিত্যের কোন বিখ্যাত উক্তি অথবা কবিতার কিছু পঙক্তি যোগ করে দিলে ভালো নম্বর পাওয়াটা সহজ হয়ে যাবে।
পরিশেষে খুবই অল্প কথায় সুন্দর একটা উপসংহার দিতে হবে। কথাকে কম ঘুরিয়ে-পেচিয়ে সোজা-সাপ্টা প্রাঞ্জল ভাষায় একটা দূর্দান্ত ক্লাইমেক্স উপহার দিতে হবে পরীক্ষককে, ঠিক যেমনটা মুভিতে দেখা যায়।
- সারমর্মতেও ২০ নম্বর। এখানে আপনি লিখবেন ৩-৪ লাইন মাত্র! সারমর্মে কোন কবিতার লাইন ব্যবহার করা যাবে না। নিজের ভাষায় গদ্যের ছন্দে লিখতে হবে। লেখার আগে বারবার প্রশ্ন জোরে পড়বেন। মাথায় উক্তির একেকটা শব্দের সাথে খাপ খায় এমন সুন্দর বা সাহিত্যিক শব্দগুলো দিয়ে লিখবেন। কমপক্ষে ১৫ মিনিট সময় রাখবেন সারমর্মের জন্য।
- ব্যাকরণ, ভাব-সম্প্রসারণ, সারাংশ ও রচনার জন্য “ভাষা ও শিক্ষা” বইটি পড়লেই চলবে।
- সাহিত্য বিষয়ক প্রশ্নের জন্য সৌমিত্র শেখরের বইটি বেশ ভালো। অনেক কিছুই কমন এসেছে উনার বই থেকে বিগত বছরের পরীক্ষাগুলোতে।
বিসিএস লিখিত প্রস্তুতিঃ বাংলা ২য় পত্র
বাংলা ২য় পত্রের লিখিত পরীক্ষার সিলেবাসটা আগে দেখে নিই।
টপিক | পূর্ণমান |
অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) | ১৫ |
কাল্পনিক সংলাপ | ১৫ |
পত্রলিখন | ১৫ |
গ্রন্থ সমালোচনা | ১৫ |
রচনা | ৪০ |
মোট | ১০০ নম্বর |
- অনুবাদ এর জন্য চর্চার বিকল্প নেই। সপ্তাহে অন্তত তিনদিন ২ ঘণ্টা করে অনুবাদের জন্য সময় রাখা উচিত। যারা এ টপিকে দুর্বল তারা অ্যাসিউরেন্স গাইডের অনুবাদ গুলো থেকে দু’বার করে চর্চা করার চেষ্টা করতে পারেন। ভোকাবলারির পাশাপাশি কিছু কমন, বারবার আসা phrase বা লাইন আন্ডারলাইন করে রাখবেন এবং মাঝে মাঝে রিভাইস দিবেন। বই থেকে চর্চা করার সুবিধা হলো এখানে বাংলা ও ইংরেজি দু’টোই করে দেওয়া থাকে, তাই আপনি মিলিয়ে দখতে ও শিখতে পারবেন। বিগত রিটেন পরীক্ষায় আসা অনুবাদগুলোও চর্চা করবেন। পরবর্তীতে (সম্ভব হলে) পত্রিকার অনুবাদও করতে পারেন। অনুবাদ বিষয়ে Saifur’s এর একটি ছোট বই আছে। এ বইটি আপনাকে স্ট্রাকচারালি বাক্য গঠনে সহায়তা করবে। তাছাড়া পত্রিকা যেমন TheDailyStar এর অনলাইনে বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোই পাওয়া যায়।
প্রথমে ইংরেজি অংশ থেকে নিজে বাংলা করার চেষ্টা করুন।
তারপরে ইংরেজি ভার্সনের সাথে মিলিয়ে দেখুন কোথায় কি ভূল হচ্ছে। এভাবে অনুশীলন করলে সহজেই অনুবাদে ভাল করা সম্ভব।
- আমরা বেশির ভাগই কাল্পনিক সংলাপে গুরুত্ব দেই না। তবে ভালো করতে চাইলে, গাইডের সংলাপগুলো সতর্কভাবে পড়ে ফেলুন।
সব না পড়লেও হবে, অন্তত এসিউরেন্স থেকে ২০-২৫টি পড়ে নিন। তারপর সময় পেলে নিজে প্রাকটিস করুন। ভাষাগত মাধুর্য, তথ্য উপস্থাপনা ও যৌক্তিক বিশ্লেষণে মনোযোগ দিন। সাদামাটা ভাবে লিখলে নম্বরও সাদামাটা আসবে। প্রয়োজনে কয়েকটি ইমপর্টেন্ট দেখে সংলাপ নোট করুন এবং উপস্থাপনায় বৈচিত্র্য আনার দিকে নজর দিন। তথ্য-উপাত্ত সংযুক্ত করতে পারলে ভালো।
- গ্রন্থ সমালোচনা বর্তমানে কমন আসতেছে না। তাই কমন পাবেনই এরকম মনোভাব রাখবেন না। পরীক্ষায় আসা গ্রন্থ আপনি না পড়ে থাকলেও সমস্যা নেই। এখানে আপনাকে হুবহু গ্রন্থের মত লিখতে হবে না। গ্রন্থের তো আর শেষ নেই। পরীক্ষক ও জানেন যে বাংলা সব গ্রন্থ আপনি পড়তে অপারগ। চেষ্টা করবেন পয়েন্ট আকারে লেখার জন্য। এবং কোটেশন দিয়ে লিখতে পারলে সবচেয় ভাল হয়। তবে মনে না থাকলে সহজভাবেই লিখুন, এভারেজ নাম্বার আসবে। বই হিসেবে বর্তমানে শীকর- মোহসীনা নাজিলা (গ্রন্থ সমালোচনা) বইটি সবচেয়ে ভাল।
- রচনা ও পত্রলিখন সারাজীবন যেভাবে লিখেছেন সেভাবেই। তবে পত্রলিখনে দরখাস্তের অপশন থাকলে দরখাস্ত ই লিখবেন। কারণ ব্যক্তিগত পত্র নম্বর বেশি পাওয়াটা কঠিন।
এই হল প্রস্তুতির সারমর্ম। এই সারমর্ম ও যদি বড় হয় তবে আরেকটা শর্টকাট প্রস্তুতি নেয়া যায়।
বিসিএস লিখিত শর্টকাট প্রস্তুতি বাংলাঃ
শর্টকাট প্রস্তুতির জন্য আপনাকে একটি গাইড বই ভালো ভাবে পড়তে হবে। বাংলার জন্য সবচেয়ে ভালো গাইড হলো এসিউরেন্স প্রকাশনীর বই।
সব কথার শেষ কথা, বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ে যখন লিখবেন, তখন আপনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রফেসর হিসেবে কল্পনা করবেন। একজন বাংলা শিক্ষক কেন আপনাকে বেশি নম্বর দিবে সেই কথাটি বিবেচনায় রাখবেন।
কিভাবে লিখলে আপনার খাতা অন্য সবার থেকে অধিক মূল্য পাবে। মনে রাখবেন, বাংলার শিক্ষকরা বরাবরই সাহিত্য, কবিতার উক্তি এগুলো পছন্দ করেন। তাই গতবাধা রচনার মত না লিখে সাহিত্যিক ছন্দে ভরিয়ে তুলুন আপনার খাতা।
ব্যস, বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি নিতে এইটুকুই যথেষ্ঠ।
কিছু প্রয়োজনীয় ওয়েবসাইটঃ
Free BCS Live Exam App: https://hellobcs.com/
https://www.facebook.com/hellobcsbd