Skip to content
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • Toggle search form
বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি)

বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি)

Posted on August 25, 2021June 8, 2022 By Sabbir Ahmed Showrov No Comments on বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি) 2,553 views
পোস্টটি শেয়ার করুন !

আমরা ইংরেজিকে বড্ড ভয় পাই। কিন্তু বিসিএস ক্যাডার হতে হলে ইংরেজির সাথে প্রেম করতে হবে। তাই বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি) নিয়ে লিখতে বসলাম। 

বিসিএস প্রিলিতে ইংরেজিতে ফেল করা সহজ। কিন্তু লিখিত পরীক্ষায় চাইলেও ফেল করতে পারবেন না। 

অবাক হয়েন না। পড়েন আরো মজা পাবেন!

বিসিএস লিখিত পরীক্ষা (ইংরেজি) সিলেবাসটা দেখে নিই। 

TopicIncluded LessonsMarks
Reading ComprehensionAn unseen passage dealing with a topic relevant to our times will be set. Candidates will be required to answer (a) a number of thematic questions that will test their understanding of the passage (30 marks), and (b) a number of questions related to grammar and usage.      60
Passage SummaryCandidates will be required to write a summary of the given passage in their own words within 100 words.20
Writing letter to NewspaperCandidates will have to write a letter relating to the thematic issue of the given passage to the editor of an English newspaper.20
Essay WritingCandidates will be required to compose an essay on a topic related to an issue of topical relevance. The essay must conform to the word limit set and must convey a candidate’s ability to express his or her ideas clearly and correctly in English as well as reflect and analyze a topic of contemporary interest.  50
Translation (Bangla to English)Candidates will be required to translate a short passage from Bengali into English.25
Translation ( English To bangla)Candidates will be required to translate a short passage from English into Bangla.  25
Total 200
বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি) সিলেবাস
বিসিএস লিখিত পরীক্ষার পুরো সিলেবাস বাংলায় পেতে ক্লিক করুন। 

প্রশ্নঃ এই ২০০ মার্কের মধ্যে আপনার টার্গেট মার্কস কত থাকা উচিত?

উত্তরঃ ১৩০-১৪০ পেলেই কেল্লাফতে। 

First Slide

এখন কিভাবে এই নম্বর তুলবেন সেটার গাইডলাইন দিচ্ছি। 

১। রিডিং কম্প্রেহেনশন(Reading Comprehension)

এই পার্টে নম্বর থাকে ৬০। 

একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ পড়ে আপনি ১০টি প্রশ্নের উত্তর দিবেন। 

প্রতিটি প্রশ্নে ৩ মার্ক। 

প্যাসেজে কম নম্বর পাওয়ার কারণ কি? 

  • ভোকাবুলারি না জানা।
  • কিভাবে উত্তর দিবেন সেটা বুঝতে না পারা। 

প্যাসেজে কিছু কঠিন শব্দ থাকবেই। আপনি ভোকাবুলারিতে দক্ষ না হলে সমস্যায় পড়বেন। তাই আপনার শব্দভান্ডার সমৃদ্ধ করতে হবে।

পাশাপাশি কোন শব্দের অর্থ না জানলে, সেই লাইনের অন্যান্য শব্দ দেখুন। অন্যান্য শব্দের সাহায্যে একটা অর্থ বের করুন। 

Tips: বাক্যের Noun এবং Verb খুঁজে বের করুন। এই দুইটা পেয়ে গেলেই দেখবেন বাক্যটা সহজ হয়ে যাবে। 

কিভাবে ইংরেজিতে ভোকাবুলারি বাড়াবেন? 

ভোকাবুলারি জানার জন্য আপনাকে কিছু বই পড়তে হবে। Saifur’s Vocabulary এই বইটার শব্দ জানতে হবে। 

প্রতিদিন বই থেকে ২০টি শব্দ শিখবেন। সেগুলো দিয়ে বাক্য বানাবেন। ঝটপট এফবিতে একটা পোস্ট দিবেন। ব্যস ৫ মিনিটেই ম্যাগি থুক্কু ভোকাবুলারি শেষ!

পাশাপাশি প্রতিদিন TheDailyStar পত্রিকা পড়তে হবে। যে শব্দগুলোর অর্থ পারবেন না, সেগুলো নোট করবেন। তারপর শিখে নিবেন। 

চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। এখানে পত্রিকার ভোকাবুলারি দেয়া হয়। 

লিখিত প্রস্তুতি ইংরেজি 1
শেকসপিয়ার ইংরেজি ভাষাতে ১৭০০ শব্দ আবিষ্কার করেছিলেন!

কিভাবে প্যাসেজের প্রশ্নের উত্তর দিবেন?

প্যাসেজের থিম বা বিষয়বস্তু থেকে ১০টা প্রশ্ন আসে। প্যাসেজ পড়ে আন্সার করতে হবে। 

আমরা এখানে একটা ভুল করি। প্রথমেই পুরো প্যাসেজটা পড়তে শুরু করি। এটা স্রেফ সময় নষ্ট করবে। 

আপনি প্রথমে প্রশ্ন পড়বেন। প্রথমে ২টা প্রশ্ন পড়লেন। তারপর প্যাসেজে যাবেন। উত্তর খুঁজার চেষ্টা করবেন। না পেলে আবার প্রশ্ন গুলো পড়েন। তারপর প্যাসেজে যান। 

এভাবে কম সময়েই উত্তর করা সম্ভব। উত্তরে নিজে থেকে কিছু লিখবেন না। প্যাসেজে যা দেয়া আছে তাই লিখুন। উত্তর কয় লাইনের হবে তা নির্ভর করবে। 

যদি ২ লাইনে মূলভাব চলে আসে, তাহলে ২ লাইনে। ৩ লাইনে আসলে ৩ লাইনে। 

২। প্যাসেজ সামারি(Passage Summary)

২০ নম্বর থাকবে Summary তে। এখানে প্যাসেজ পড়ে ১০০ শব্দের মাঝে উত্তর দিতে হবে। 

বেশি লিখতে যাবেন না। ১০০ শব্দের মধ্যেই শেষ করুন। 

প্যাসেজে বিভিন্ন Sentence Structures ব্যবহার করুন। প্রথমে Simple Sentence ইউজ করলে পরে Complex Sentence ইউজ করুন। 

উদাহরণ দিচ্ছি। 

He came here yesterday. (Simple Sentence)

He is the man who came here yesterday. (Complex Sentence)

Sentence Structures

দুইভাবেই উক্ত লাইন লেখা যায়। আপনার লিখনীতে যত ভিন্নতা আসবে, নম্বর তত বাড়বে। 

সমার্থক শব্দ ব্যবহার করতে ভুলবেন না। প্যাসেজের শব্দের সাথে মিল রেখে Similar Words এ লিখুন। 

৪৫ তম বিসিএস প্রস্তুতি ১৮০ দিনে পুরো বিসিএস সিলেবাস প্রোগ্রাম

৪৫ তম বিসিএস প্রস্তুতি ১৮০ দিনে নিতে আমাদের এই প্রোগ্রামে এখনই এনরোল করুন।

Enroll Now

৩। পত্রিকায় পত্র লিখা(Letter to Newspaper Editor)

যেভাবে সারাজীবন লিখেছেন সেভাবেই লিখবেন। পত্রে নম্বর থাকবে ২০। 

Tips: শুরুর দিকে এমন কিছু লিখবেন যাতে পরীক্ষকের চোখে পড়ে। 

  • বিষয়টি নিয়ে ব্যাখা করবেন। 
  • বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেটা বলবেন। 
  • বিষয় নিয়ে কোন প্রমাণ থাকলে দিবেন।
  • আপনার মতামত দিবেন। 
  • সুন্দর করে সমাপ্তি টানবেন। 

ব্যস এভাবে লিখলেই ভালো একটা নম্বর পেয়ে যাবেন।

৪। রচনা লেখা(Essay Writing)

এই অংশে নম্বর থাকবে ৫০। আপনি Essay র জন্য ১ ঘন্টা সময় রাখবেন হাতে। 

  • রচনার জন্য আলাদা কিছু পড়া লাগে না। বাংলাতে যে রচনা পড়েছেন, সেগুলো ইংরেজিতে লিখুন। 
  • লিখার সময় Vocabulary, Sentence Structures  এ ভিন্নতা আনুন। একই রকমের শব্দ বা বাক্য বার বার দিবেন না। 
  • কবিতা বা উক্তি দেবার চেষ্টা করুন। উক্তিগুলো নীল কালি দিয়ে কোটেশন দিবেন। ফলে পরীক্ষকের চোখে ধরা পড়বে।

এই অংশ নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। গড় একটা নম্বর সবাই পায়। ১ ঘন্টার ভেতরে যা পারেন লিখে যাবেন। 

বিসিএস লিখিত প্রস্তুতি (বাংলা) পড়তে ক্লিক করুন। 

৫। অনুবাদ(Translation)

এই অংশে ২টি পার্ট থাকবে। 

English To Bangla Translation (25 Marks) 

Bangla To English Translation (25 Marks)

Translation

৫০ মার্কের জন্য চর্চার বিকল্প নেই। আপনাকে প্রতিদিন ১ ঘন্টা অনুবাদের জন্য রাখতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত স্কিল বাড়বে। 

আলাদা করে ভোকাবুলারি পড়ার দরকার নেই। 

TheDailyStar এর আর্টিকেল গুলো খুবই স্ট্যান্ডার্ড। এই পত্রিকার বাংলা, ইংরেজি দুই ভার্সনই পেয়ে যাবেন অনলাইনে। 

  • প্রথমে বাংলা ভার্সনে গিয়ে একটা আর্টিকেল বাছাই করুন।
  • সেটা ইংরেজিতে অনুবাদ করুন। 
  • পত্রিকার ইংরেজি ভার্সনের সাথে মিলিয়ে নিন।
  • ভুল হলে শোধরান। 

এভাবেই প্রতিদিন বাংলা থেকে ইংরেজি প্র্যাকটিস করুন। আবার ইংরেজি থেকে বাংলা অনুশীলন করুন। 

এবার আসি কি কি বই পড়বেন। 

বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি) বুকলিস্টঃ

Assurance/Professors লিখিত গাইড 

Saifur’s Vocabulary 

এই দুইটা বই পড়লেই চলবে।

অনেক বই ১বার না পড়ে একই বই বারবার পড়ুন। এতেই লাভ বেশি। 

ভোকাবুলারির জন্য সাইফুরস ভোকাবুলারির পাশাপাশি পত্রিকার শব্দ টুকে নিবেন। ১ মাস পত্রিকার শব্দ টুকে শিখে নিলেই হয়ে যায়। এগুলোই রিভিশন দিবেন। 

পরিশেষে বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি) হল ভোকাবুলারি আর রাইটিং স্কিলের খেলা। এই ২টাতেই জোর দিতে হবে। 

ভোকাবুলারি হল ক্রিকেটের ছক্কা(৬)। আর রাইটিং স্কিল হল ক্রিকেটের চার(৪)।

তাই প্রতিদিন নতুন শব্দ শিখুন। নতুন শব্দ দিয়ে বড় একটা পোস্ট লিখুন। পোস্টে শব্দের সাথে বিভিন্ন ভাবে বাক্য লিখবেন। একই বাক্যকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করবেন। এর ফলে আপনার নতুন শব্দ জানা ও হল, সাথে রাইটিং স্কিল ও বাড়ল। 

এভাবে এক ঢিলে ২ পাখি মারুন। সময়ের সর্বোচ্চ ব্যবহার করুন। কারণ সময়টাই আপনার কাছে নেই!

বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি) নিয়ে আজকে এপর্যন্তই। শুভকামনা ভবিষ্যত ক্যাডারদের জন্য। 


পোস্টটি শেয়ার করুন !
First Slide
BCS Tags:bcs, bcs bangladesh, bcs book pdf, bcs exam, bcs syllabus, bcs written preparation, bcs written syllabus, BCS Written Syllabus Bangla, বিসিএস, বিসিএস ক্যাডার, বিসিএস পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, বিসিএস লিখিত প্রস্তুতি, বিসিএস লিখিত প্রস্তুতি (ইংরেজি), বিসিএস সিলেবাস

Post navigation

Previous Post: বিসিএস বাংলা লিখিত প্রস্তুতি ও বুকলিস্ট
Next Post: বিসিএস লিখিত প্রস্তুতি (বাংলাদেশ বিষয়াবলি)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক পোস্ট

  • ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল (41th bcs written exam result) June 28, 2022
  • ৪৪ তম বিসিএস পরীক্ষার রেজাল্ট ২০২২ (44 bcs preliminary result 2022) June 21, 2022
  • Live MCQ Program – বিসিএস , ব্যাংক ও সরকারি চাকরীর প্রস্তুতি যেভাবে নিবেন (BCS prostuti live mcq exam) June 15, 2022
  • ৪৫ তম বিসিএস প্রস্তুতি : ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ১৮০ দিনে যেভাবে নিবেন (45 BCS preparation) June 12, 2022
  • ব্যাংক প্রস্তুতি : ব্যাংক জব প্রস্তুতি ১০০ দিনে যেভাবে নিবেন (bank job preparation) June 9, 2022

সর্বাধিক পঠিত পোস্ট

  • বিসিএস ক্যাডার চয়েস কিভাবে করবেন? (BCS Cadre List & BCS Cadre Choice) - 54,791 views
  • বিসিএস সিলেবাস ও মানবন্টন (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সিলেবাস) - 38,585 views
  • বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus Bangla) - 36,673 views
  • বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি কি? - 32,363 views
  • বিসিএস পরীক্ষার বই তালিকা (প্রিলি পাশ করতে যে বইগুলো পড়তে হবে) - 24,535 views
  • ব্যাংক জব প্রস্তুতি: যেভাবে প্রস্তুতি শুরু করবেন - 14,367 views
  • বিসিএস প্রস্তুতি : শূন্য থেকে যেভাবে শুরু করবেন (BCS Preparation) - 12,469 views
  • বিসিএস লিখিত পরীক্ষার বুকলিস্ট (যেভাবে শুরু করবেন প্রস্তুতি) - 12,127 views
  • ৪৪ তম বিসিএস সিট প্ল্যান : ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস  ২০২২ - 11,539 views
  • বিসিএস পরীক্ষা পদ্ধতি (শুরু থেকে শেষ পর্যন্ত বিসিএস পরীক্ষা) - 11,002 views

হ্যালো বিসিএস ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন

‘Hello BCS’ অ্যাপে বিসিএস , প্রাইমারি এবং ব্যাংক সহ সকল চাকরির প্রস্তুতি

আপনার বিসিএস প্রস্তুতি যাচাই করতে নিচের অ্যাপটি ইনস্টল করুন

যোগাযোগ :

সম্পাদক: হ্যালো বিসিএস

অফিস : ১/৩, তরঙ্গ, মজুমদারী,
এয়ারপোর্ট রোড,
সিলেট, বাংলাদেশ

মুঠোফোন : +৮৮০১৭৭৯৮৯৯৪০৮

ইমেইল: mail.liilab@gmail.com

হ্যালো বিসিএস:

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

BCS, bank, primary and all other job preparation and live exam app.
App Link: https://join.hellobcs.com/EFnh

অন্যান্য:

  • Privacy Policy
  • আমাদের সম্পর্কে

আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

Copyright © 2022 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab