Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

অনুসর্গ কাকে বলে?  অনুসর্গ  কত প্রকার ও কি কি?

Posted on May 12, 2024May 12, 2024 By Hello BCS
Share
Now

অনুসর্গ বা কর্ম-প্রবচনীয় হচ্ছে এক প্রকার অব্যয়। বাংলা ব্যাকরণে অনুসর্গের বিশেষ স্থান রয়েছে। অনুসর্গ শব্দের পরে বসে বাক্যের অর্থকে আরও সুস্পষ্ট করে তোলে। আজকের আর্টিকেলে অনুসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

অনুসর্গ কাকে বলে?

বাংলা ভাষায় যে অব্যয় শব্দ গুলো কখনো স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়, কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে, সেগুলোকে অনুসর্গ বা কর্ম-প্রবচনীয় বলে। যেমন– বিনি সুতায় গাঁথা মালা, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? তোমাকে দিয়ে আমার চলবে না। 

অনুসর্গ প্রকারভেদ

অনুসর্গকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। 

১. নাম অনুসর্গ

২.ক্রিয়া অনুসর্গ

নাম অনুসর্গঃ  বিনা, জন্যে, কাছে, কারণে, অপেক্ষা, নিকট, মধ্যে ইত্যাদি নাম অনুসর্গ।

ক্রিয়া অনুসর্গঃ হতে/হইতে, থেকে, দিয়ে, ধরিয়া/ধরে, লাগিয়া/লেগে প্রভৃতি এইগুলোকে বলে ক্রিয়া অনুসর্গ।

আরও পড়ুনঃ  বাক্য কাকে বলে? গঠন ও অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ সম্পর্কে জানুন

অনুসর্গ কোথায় বসে? 

১.অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়ে শব্দটির অর্থের পরিবর্তন সাধন করে এবং উপসর্গ শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করে।

২.অনুসর্গ কখনো প্রাতিপাদিকের পরে আবার কখনো বিভক্তির পরে বসে। যেমনঃ-

ক.প্রাতিপদিকের পরে-  দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? এইখানে বিনা শব্দটি হচ্ছে অনুসর্গ।

খ.ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে- ময়ূরীর সনে নাচিছে ময়ূর। 

গ.দ্বিতীয়ার ‘কে’ বিভক্তিযুক্ত শব্দের পরে- তোমাকে দিয়ে আমার চলবে না। 

৯ম থেকে ১৩ তম চাকরির প্রস্তুতি

৯ম-১৩তম চাকরির প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন।

Enroll Now

অনুসর্গের বৈশিষ্ট্য

১.অনুসর্গ হচ্ছে অব্যয় পদ। এগুলোর নিজস্ব অর্থ আছে।

২.শব্দের পরে বসে ওই শব্দের সাথে পরবর্তী শব্দের একটি সম্পর্ক সৃষ্টি করে। 

৩.বিভক্তি দিয়ে কারক যেভাবে চেনা যায়, তেমনিভাবে অনুসর্গ দিয়ে ও কারক চেনা যায়। 

৪. অব্যয়পদের নিজস্ব অর্থ থাকায় সেগুলো পৃথকভাবে ব্যবহৃত হলে অনুসর্গ হয় না।

৫. অনুসর্গের পূর্ব পদটি যদি বিশেষ্য হয় সেটি বিভক্তিযুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু পূর্বপদ যদি সর্বনাম হয় তবে বিভক্তিযুক্ত হবেই।

৬. অনুসর্গ এক প্রকার বিভক্তির মতো কাজ করে।

৭. কতগুলো অনুসর্গ শব্দ-বিভক্তির মতো ব্যবহৃত হয়ে কারক নির্ণয়ে সাহায্য করে। এগুলো হচ্ছে: হইতে, হতে, চেয়ে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক ইত্যাদি।

আরও পড়ুনঃ সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি?

অনুসর্গের কাজ কি?

১. বাক্যের অর্থগত শৃঙ্খলা রক্ষা করে অনুসর্গ। 

২.বাংলা ভাষায় বিভক্তির মতো কাজ করে অনুসর্গ। তাই অনেকে অনুসর্গকে বিভক্তি ভেবে ভুল করেন।

৩.বাক্যের অর্থকে সুস্পষ্ট করতে সাহায্য কর অনুসর্গ। 

৪. পাশাপাশি পদ বা শব্দসমূহের মধ্যে সম্পর্ক সাধন করতে অনুসর্গ সাহায্য করে।

৫. অনুসর্গ যেকোনো জিনিসের অভাব বা তুলনা ইত্যাদির ভাব প্রকাশে সহায়তা করে।

promotional photo

বাংলা ভাষায় কি কি অনুসর্গ আছে?

বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে। যেমন: 

প্রতি, বিনা, বিহনে, সহ, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, মত, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়ে, কর্তৃক, সাথে, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর ইত্যাদি।

আরও পড়ুনঃ সন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি?

বাক্যে অনুসর্গের প্রয়োগ

বিনা/বিনে : তুমি বিনা (বিনে) আমার কে আছে? 

বিনি : বিনি সুতায় গাঁথা মালা।

বিহনে : উদ্যম বিহনে কার পুরে মনোরথ? 

সহ : (সহগামিতা অর্থে) – তিনি পুত্রসহ উপস্থিত হলেন।

সহিত : (সমসূত্রে অর্থে)- শত্রুর সহিত সন্ধি চাই না। 

সনে : (বিরুদ্ধগামীতা অর্থে)- দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।

সঙ্গে : (তুলনায় অর্থে)- মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না। 

অবধি : (পর্যন্ত অর্থে)- সন্ধ্যা অবধি অপেক্ষা করব।

পরে : (অল্প বিরতি অর্থে) – এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। 

পর : (দীর্ঘ বিরতি অর্থে) – শরতের পরে আসে বসন্ত।

পানে : (প্রতি, দিকে অর্থে) – ঐ তো ঘর পানে ছুটেছেন। ‘শুধু তোমার মুখের পানে চাহি বাহির হনু।’

তরে : (মত অর্থে) – এ জন্মের তরে বিদায় নিলাম। 

মাঝে :(মধ্যে অর্থে) – সীমার মাঝে অসীম তুমি।

(একদেশিক অর্থে)- এ দেশের মাঝে এক দিন সব ছিল।

(ক্ষণকাল অর্থে)- নিমেষ মাঝেই সব শেষ।

পক্ষে : (সক্ষমতা অর্থে)- রাজার পক্ষে সবকিছুই সম্ভব।

(সহায় অর্থে)- আসামীর পক্ষে উকিল কে? 

মত : (ন্যায় অর্থে)- বেকুবের মত কাজ কর না। 

মাঝারে : (ব্যাপ্তি অর্থে) – আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।

কাছে : (নিকটে অর্থে)- আমার কাছে আর কে আসবে? ; রাখাল শুধায় আসি বধাহ্মণের কাছে।

প্রতি : (প্রত্যেক অর্থে)- মণ প্রতি ৫০০০ টাকা লাভ দিব।

(দিকে বা অপর অর্থে)- নিদারুণ তিনি অতি, নাহি দয়া তব প্রতি

হেতু : (নিমিত্ত অর্থে)- কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া।

 জন্যেঃ (নিমিত্ত অর্থে)- এ ধন-সম্পদ তোমার জন্য।

সহকারে : (সঙ্গে অর্থে) – আগ্রহ সহকারে কহিলেন। 

বশত : (কারণ অর্থে) – দুর্ভাগ্য বশত সভায় উপস্থিত হতে পারি নি।

promotional photo

অনুসর্গ নিয়ে আজকে এই পর্যন্তই। হেলো বিসিএস এর সাথে থাকুন। চাকরি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে নিজেকে একধাপ এগিয়ে রাখুন। ধন্যবাদ।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
বাংলা ভাষা ও সাহিত্য Tags:bcs bangla preparation, onusorgo, অনুসর্গ, অনুসর্গ  কত প্রকার, অনুসর্গ কাকে বলে, বাংলা ব্যাকরণ প্রস্তুতি, বিসিএস বাংলা প্রস্তুতি
📖

Related Blog

বিসিএস পরীক্ষার যোগ্যতা
বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি…

এমন অনেক মানুষ আছেন, যারা বিসিএস পাশ করেও ক্যাডার হতে…...

Read More »
Hello BCS April 4, 2021
বিসিএস প্রস্তুতি
বুদ্ধদেব বসু ও আধুনিক বাংলা…

বাংলা কবি ও কবিতার আলোচনায় এক অনন্য নাম বুদ্ধদেব বসু।…...

Read More »
Farzana Mahbub August 1, 2022
বিসিএস প্রস্তুতি
সোনালী ও জনতা ব্যাংক  অফিসার…

২০১৮ সাল ভিত্তিক ০২ অক্টোবর ২০২০ সালে সকাল ১০টা থেকে…...

Read More »
Hello BCS September 10, 2023

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab