Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

সন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি?

Posted on August 19, 2023April 28, 2024 By Hello BCS
Share
Now

বাংলা ব্যাকরণের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্ধি। বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন এসে থাকে। আজকের আর্টিকেলে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় তথা সন্ধি নিয়ে আলোচনা করবো।

সন্ধি কাকে বলে ?

পাশিপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটো ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকেই সন্ধি বলা হয়। যেমন- 

আশা + অতীত = আশাতীত। 

হিম + আলয় = হিমালয়। 

সন্ধির প্রয়োজনীয়তাঃ

  • নতুন শব্দ গঠনের জন্য সন্ধির প্রয়োজন রয়েছে।
  • ধ্বনি-পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে।
  • সন্ধির ফলে ভাষা সাবলীল ও শ্রুতিমধুর হয়।
  • শব্দের আকার ছোট করতেও সন্ধির প্রয়োজন রয়েছে।
  • বাংলা অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না।

সন্ধি কত প্রকার ও কি কি?

বাংলা সন্ধি দুই রকমের। যথা-

১) স্বর সন্ধি

২) ব্যঞ্জনসন্ধি

স্বরসন্ধি কাকে বলে?

স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমনঃ

শত + এক = শতেক,

কত + এক = কতেক

শাঁখা + আরি = শাঁখারি

রূপা + আলি = রূপালি

মিথ্যা + উক = মিথ্যুক

হিংসা + উক = হিংসুক, নিন্দুক

কুড়ি + এক = কুড়িক, ধনিক, গুটিক

যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই

ব্যঞ্জনসন্ধি কাকে বলে?

স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন-

ছোট + দা = ছোড়দা।

চার +টি = চাট্টি,

র্দু + ছাই = দুচ্ছাই।

নাত + জামাই = নাজ্জামাই (ত্ + জ্ = জ্জ),

বদ্ + জাত= বজ্জাত,

হাত + ছানি = হাচ্ছানি।

পাঁচ + সিকা = পাঁশশিকা।

বোন + আই = বোনাই,

চুন + আরি = চুনারি,

তিল + এক = তিলেক,

বার + এক = বারেক

কাঁচা + কলা = কাঁচকলা,

promotional photo

ঘোড়া + গাড়ি = ঘোড়াগাড়ি ইত্যাদি।

ব্যঞ্জনসন্ধিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা: ব্যঞ্জনে-স্বরে, স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-ব্যঞ্জনে।

 ব্যঞ্জনে-স্বরে সন্ধি

দিক্ + অন্ত = দিগন্ত

বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর

ণিচ্ + অন্ত = ণিজন্ত,

অচ্ + অন্ত = অজন্ত।

ষট্ + আনন = ষড়ানন।

ষট্ + ঋতু = ষড়ঋতু।

তৎ + অবধি = তদবধি।

সুপ্ + অন্ত = সুবন্ত।

স্বরে-ব্যঞ্জনে সন্ধি

প্র + ছদ = প্রচ্ছদ, 

বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া, 

মুখ + ছবি = মুখচ্ছবি, 

এক + ছত্র = একচ্ছত্র।

আ + ছাদন = আচ্ছাদন, 

কথা + ছলে = কথাচ্ছলে।

পরি + ছেদ = পরিচ্ছেদ, 

বি + ছেদ = বিচ্ছেদ 

তরু + ছায়া = তরুচ্ছায়া, 

অনু + ছেদ = অনুচ্ছেদ।

নিপাতনে সিদ্ধ সন্ধি :

সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয়, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

গো + অক্ষ = গবাক্ষ

প্র + ঊঢ় = প্রোঢ়

শুদ্ধ + ওদন = শুদ্ধোদন

 স্ব + ঈর = স্বৈর

মার্ত + অণ্ড = মার্তণ্ড

কুল + অটা = কুলটা

গো + অস্থি = গবাস্থি

promotional photo

গো + ইন্দ্র = গবেন্দ্র 

পর + পর = পরস্পর

রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ

বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ

প্র + এষণ = প্রেষণ

বিশেষ নিয়মে সাধিত সন্ধি:

কিছু কিছু সন্ধি বিশেষ নিয়মে সাধিত হয়। এগুলোকে বিশেষ নিয়মে সাধিত সন্ধি বলে। যেমন-

উৎ + স্থান = উত্থান

উৎ + স্থাপন = উত্থাপন

পরি + কৃত = পরিষ্কৃত

পরি + কার = পরিষ্কার

উৎ + স্থাপন = উত্থাপন 

সম্ + কার = সংস্কার

উৎ + জ্বল  = উজ্জ্বল 

সম্ + কৃত = সংস্কৃত

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি

আ + চর্য = আশ্চর্য

গো + পদ = গোষ্পদ

দিব্ + লোক = দ্যুলোক 

বৃহৎ + পতি = বৃহস্পতি

ষট্ + দশ = ষোড়শ

মনস্ + ঈষা = মনীষা

পর + পর = পরস্পর

আ + পদ = আস্পদ

বন্ + পতি = বনস্পতি

পশ্চাৎ + অর্ধ = পশ্চার্ধ

তৎ + কর = তস্কর

হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র

বিশ্ব + মিত্র = বিশ্বমিত্র

পতৎ + অঞ্জলি = পতঞ্জলি

এক + দশ = একাদশ

সংস্কৃত বিসর্গ সন্ধি

যে দুইটি ধ্বনির মিলনে সন্ধি হবে, তাদের একটি যদি বিসর্গ হয়, তবে তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ (ঃ) বর্ণটি ‘হ’ বর্গের রূপান্তর। যেমনঃ

promotional photo

সদ্যঃ + জাত = সদ্যোজাত

মনঃ + যোগ = মনোযোগ

সরঃ + বর = সরোবর

সদ্যঃ + উল্লিখিত = সদ্য-উল্লিখিত

যশঃ + ইচ্ছা = যশ-ইচ্ছা।

নিঃ + অনড়ব = নিরনড়ব

নিঃ + রস = নীরস

অহঃ + অহ = অহরহ

দুঃ + যোগ = দুর্যোগ

নিঃ + ঠুর = নিষ্ঠুর

কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ (ঃ) লোপ পায় না। যেমন-

প্রাতঃ + কাল = প্রাতঃকাল

মনঃ + কষ্ট = মনঃকষ্ট 

শিরঃ + পীড়া = শিরঃপীড়া

৪৭ তম বিসিএস প্রস্তুতি

৪৬ তম বিসিএস প্রস্ততি নিতে এনরোল করুন এখনই।

Enroll Now

বিভিন্ন চাকরীর  পরীক্ষায় আসা সন্ধি সমূহ

স্বরসন্ধি 

অতি + অধিক = অত্যধিক

অতি + অন্ত = অত্যন্ত

অনু + এষণ = অন্বেষণ

অনু + ইত = অন্বিত

অভি + ইষ্ট = অভীষ্ট

অর্ধ + এক = অর্ধেক

ইতি + আদি = ইত্যাদি

দৃষ্টি + অন্ত = দৃষ্টান্ত

দেব + আলয় = দেবালয়

তনু + ঈ = তন্বী

তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত

ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী

জমা + আনো = জমানো

promotional photo

জাতি + অভিমান = জাত্যভিমান

জল + ওকা = জলৌকা

জন + এক = জনৈক

ছেলে + আমি = ছেলেমি

ঘ্রা + অন = ঘ্রাণ

গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি

গুরু + উক্তি = গুরূক্তি

উপরি + উক্ত = উপর্যুক্ত

কট + অক্ষ = কটাক্ষ

ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত

গত + অনুগতিক = গতানুগতিক

গো + এষণা = গবেষণা

গো + আদি = গবাদি

পিতৃ + আলয় = পিত্রালয়

প্রতি + ঊষ = প্রত্যুষ

দ্বীপ + অয়ন = ক্সদ্বপায়ন

পুর + অধ্যক্ষ = পুরাধ্যক্ষ

যথা + ইষ্ট = যথেষ্ট

দিন + এক = দৈনিক

পরি + ঈক্ষা = পরীক্ষা

মাত্রা + আধিক্য = মাত্রাধিক্য

ধর্ম + অধর্ম = ধর্মাধর্ম

লো + অন = লবণ

মসী + আধার = মস্যাধার

নৌ + ইক = নাবিক

রবি + ইন্দ্র = রবীন্দ্র

মনু + অন্তর = মন্বন্তর

নৈ + অক = নায়ক

বহ্নি + উৎসব = বহ্ন্যুৎসব

স্ব + অল্প = স্বল্প

promotional photo

নর + অধম = নরাধম

বিদ্যা + আলয় = বিদ্যালয়

সতী + ঈশ্ = সতীশ

নব + ঊঢ়া = নবোঢ়া

শীত + ঋত = শীতার্ত

পরি + আয় = পর্যায়

পরি + অবেক্ষণ = পর্যবেক্ষণ

উৎ + লিখিত = উল্লিখিত

শশ + অঙ্ক = শশাঙ্ক

পনি + এর = পনির

শুভ + ইচ্ছা = শুভেচ্ছা

পো + ইত্র = পবিত্র

সূর্য + উদয় = সূর্যোদয়

পাগল + আমি = পাগলামি

মরু + উদ্যান = মরূদ্যান

মাথা + এ = মাথায়

পৌ + অক = পাবক

যদি + অপি = যদ্যপি

পরি + আলোচনা = পর্যালোচনা

পরি + অন্ত = পর্যন্ত

প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন

বি + অর্থ = ব্যর্থ

মত + ঐক্য = ম‣তক্য

প্রতি + উক্তি = প্রত্যুক্তি

রূপা + আলি = রূপালি

হিতঃ + এষী = হি‣তষী

স্ব + অধীন = স্বাধীন

সু + আগত = স্বাগত

স্ব + ইচ্ছা = স্বেচ্ছা

সুধী + ইন্দ্র = সুধীন্দ্র

promotional photo

যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই

ব্যঞ্জনসন্ধি

তৎ + অবধি = তদোবধি

অলম্ + কার = অলঙ্কার

তৎ + ময় = তন্ময়

অহম্ + কার = অহংকার

ক্ষুধ্ + নিবৃত্তি = ক্ষুণিড়ববৃত্তি

উৎ + ডীন = উড্ডীন

ণিচ্ + অন্ত = ণিজন্ত

উৎ + ছেদ = উচ্ছেদ

জগৎ + নাথ = জগনড়বাথ

উৎ + লাস = উল্লাস

উৎ + জ্বল = উজ্জ্বল

উৎ + শ্বাস = উচ্ছ্বাস

জগৎ + মোহন = জাগমোহন

জগৎ + ঈশ = জগদীশ

উৎ + শৃঙ্খল = উচ্ছৃংখল

উৎ + স্থাপন = উত্থাপন

উৎ + হৃত = উদ্ধৃত

উৎ + যোগ = উদ্যোাগ

উত্তম + ঋণ = উত্তমর্ণ

উৎ + হার = উদ্ধার

তদ্ + কাল = তৎকাল

উৎ + নত = উনড়বত

উৎ + নয়ন = উনড়বয়ন

চারু + বাক্ = চার্বাক

চলৎ + চিত্র = চলচ্চিত্র

র্চি + উনি = চিরুনি

কাঁদ + উনি = কাঁদুনি

কাঁদ্ + না = কানড়বা

ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা

promotional photo

কথা + ছলে = কথাচ্ছলে

ভজ্ + তি = ভক্তি

ভজ্ + ত = ভক্ত

বৃষ্ + তি = বৃষ্টি

বি + ছিনড়ব = বিচ্ছিনড়ব

কিম্ + নর = কিনড়বর

এত + দূর = এদ্দূর

বাক্ + দান = বাগদান

কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা

বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর

কিম্ + বদন্তি = কিংবদন্তি

পদ + হতি = পদ্ধতি

প্রিয়ম্ + বদা = প্রিয়ংবদা

সম্ + গীত = সংগীত

সামনে আসছে ৪৬ তম বিসিএস। তাই সন্ধি সহ বাংলা ব্যাকরণের সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রস্তুতি নিতে হবে।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
বাংলা ভাষা ও সাহিত্য Tags:46 bcs bangla, ৪৬ তম বিসিএস, bcs bangla preparation, sondhi, বিসিএস বাংলা প্রস্তুতি, সন্ধি
📖

Related Blog

বাংলাদেশ ব্যাংক ও সমন্বিত ব্যাংক জব প্রস্তুতি
ব্যাংক প্রস্তুতি : ব্যাংক জব…

লেখাপড়া শেষ করে স্মার্ট একটি ক্যারিয়ার গড়া  বর্তমান তরুণ সমাজের…...

Read More »
Hello BCS June 9, 2022
বিসিএস প্রস্তুতি
৪৩ তম বিসিএস ফলাফল :…

৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০ জানুয়ারি ২০২২ তারিখে…...

Read More »
Farzana Mahbub January 20, 2022
বিসিএস প্রস্তুতি
বিসিএস প্রস্তুতি : বিশ্বকবি রবীন্দ্রনাথ…

বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর  তাঁর বিশাল সাহিত্য…...

Read More »
Farzana Mahbub July 31, 2022

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab