বাংলাদেশ ব্যাংক AD পরীক্ষা ২৮ অক্টোবর ২০২২ এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং সেক্টরে নিজের স্বপ্ন পূরণে বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করেছে। আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কে জানবো।
বাংলাদেশ ব্যাংক AD প্রশ্ন সমাধান ২০২২ (Bangladesh Bank AD question solution)
বাংলাদেশ ব্যাংক AD পরীক্ষা ২০২২ এর সার্কুলার অনুযায়ী সহকারী পরিচালক (সাধারণ) পদের আসন সংখ্যা ২২৫। যারা ব্যাংকিং সেক্টরকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চান তারা এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এই বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষা ২৮ অক্টোবর ২০২২ এ সকাল ১০ টা থেকে ১১ টায় প্রকাশিত সিট প্ল্যান অনুযায়ী অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংক AD প্রশ্ন ও সমাধান ২০২২ (Bangladesh Bank AD question solution)
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক সাধারণ পদের প্রশ্ন ও সমাধান নিয়ে হেলো বিসিএস টিম একটা নতুন রূপ নিয়ে এসেছে। এতে আপনি বাংলাদেশ ব্যাংক AD পরীক্ষার প্রশ্নে পরীক্ষা দিয়ে আপনাকে যাচাই করতে পারবেন। তাছাড়া প্রতিটি প্রশ্নের সমাধানও দেখতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক AD পরীক্ষার প্রশ্ন ও সমাধান এবং এই প্রশ্নে পরীক্ষা দিতে নিচের লিংকে ক্লিক করুন।
বাংলাদেশ ব্যাংক এডি প্রশ্ন ২০২২
বাংলাদেশ ব্যাংক AD পরীক্ষার প্রশ্ন (সাধারণ পদ) নিচে দেয়া আছে। এক নজরে দেখে নিতে পারেন।
আরও পড়ুনঃ চলমান সকল সরকারি চাকরির খবর ২০২২ (সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে দেখবেন যেভাবে)
বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF
বাংলাদেশ ব্যাংক AD প্রশ্ন ও সমাধান PDF আকারে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। খুব শীগ্রই আপলোড করা হবে।
ব্যাংক জব প্রস্তুতি নিতে আমাদের এই প্রোগ্রামে এখনই এনরোল করুন।
বাংলাদেশ ব্যাংক AD সম্পর্কে-
বাংলাদেশ ব্যাংক AD প্রশ্ন ও সমাধান শেষে চলুন জেনে নিই বাংলাদেশ ব্যাংক AD নিয়ে কিছু তথ্য চলুন জেনে নিই।
বাংলাদেশ ব্যাংক এডি সহকারি পরিচালক পদের বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক AD সহকারি পরিচালক পদের এন্ট্রি লেভেলের বেতন ২২০০০০ টাকা সাথে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা তো আছেই। এ গ্রেডে সর্বোচ্চ বেতন হতে পারে ৫৩,০০০ টাকা।
বাংলাদেশ ব্যাংক AD সহকারি পরিচালক (সাধারণ) পদের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতাঃ
- যেকোন বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুইটি প্রথম বিভাগ থাকতে হবে।
- কোন অবস্থাতেই তৃতীয় বিভাগে উত্তীর্ণরা এ পদের জন্য আবেদন করতে পারবে না।
বয়সঃ
- সর্বোচ্চ ৩০ বছর।
- তবে মুক্তিযোদ্ধা সনদধারী ব্যক্তিদের সন্তান ও প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ব্যাংক জব প্রস্তুতি নিতে সহায়তা করে।আজ এই পর্যন্তই। ধন্যবাদ।