Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

Determiner কি? Determiner কত প্রকার ও কি কি?  

Posted on October 17, 2023April 28, 2024 By Hello BCS
Share
Now

Determiner কি?

যে সব Word বা Phrase কোনো Noun এর পূর্বে বসে এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা/ অনির্দিষ্টতা বোঝায় তাদেরকে Determiner বলে। 

Determiner হচ্ছে Parts of Speech গতভাবে এক ধরনের Adjective যেহেতু এরা Noun এর পূর্বে বসে। যেমন- Few, little, some, most, rest, more, several, many, much ইত্যাদি।

Determiner কত প্রকার ও কি কি? 

 নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা অর্থে Determiner গুলোকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • Specifying determiners
  • Generalizing determiners

Specifying Determiner কাকে বলে?

নির্দিষ্ট করে কোন কিছু কে বোঝাতে যে determiners ব্যবহৃত হয় তাকে Specifying determiners বলে।

নিচে কিছু specific determiners দেয়া হলো:

  • The definite article: The
  • Demonstratives: These, this, those, that
  • Possessives: My, his, her, your, its, their, our, whose
  • Interrogatives: which

Generalizing Determiner কাকে বলে?

 নির্দিষ্ট করে কোন কিছু না বুঝিয়ে একটা সাধারণ সামগ্রিক অর্থ প্রদান করে তখন তাকে Generalizing Determiners বলে। কিছু general determiner: a, an, another, any, other, what

 Determiner গুলোকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যেমন:

  • Articles: a, an, the
  • Demonstratives: this, that, these, those etc.
  • Possessives: my, your, his, her, its, our, their, Rahim’s etc.
  • Numerals/ Numbers:  two, three, four, etc.
  • Quantifiers: Some, any, few, little, more, much, many, each, every, both, all, enough, half, little, whole, several, less, either, neither etc.
Some Specific Determiner –
the this, that, these, those, my your, his/ her, its, our, their Karim’s ইত্যাদি।
Some General Determiner-
a, an, all, another, any, both each, either,enough, every, few, little, many, more, most, much, neither, no, other,several, some ইত্যাদি।

আরও পড়ুনঃ Conjunction কাকে বলে?  কত প্রকার ও কি কি?  

Some important rule of Determiners:

Many, Much, A lot of, Lot’s :

  • Much শব্দটি uncountable noun এর পূর্বে বসে many শব্দটি Countable Noun এর পূর্বে বসে। এরা সাধারণত না বোধক এবং প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়।
  • আর হ্যাঁ বোধক বাক্যে A lot of, plenty of ব্যবহৃত হয় কিন্তু Lots of শুধু countable plural noun এর পূর্বে ব্যবহৃত হয়। যথা—
  • I don’t have much spare time in these three days.
  • There are a lot of dangerous drivers.

Few, A few, Few, The few:

  • Few মানে অল্প সংখ্যক, নেই বললেই চলে। এটা নেতিবাচক অর্থ প্রদান করে। যথা— He has few friends in Chicago. (তাঁর শিকাগোতে অল্প সংখ্যক বন্ধু আছে)। Few অর্থে অনেক সময় Very Few ব্যবহার করা হয়।
  • A few কিছু সংখ্যক যথা— I । have a few friends in Bangladesh. (বাংলাদেশে আমার কয়েকজন বন্ধু আছে)।
  •  the few অর্থ অল্প যে কজন/ কটি আছে তার সবগুলো/ সবাই।
  • এরা সাধারণত countable noun এর পূর্বে বসে। 

Little, A little, The little:

  • Little অর্থ খুব সামান্য, নেই বললেই চলে। শব্দটি নেতিবাচক অর্থ প্রদান করে। যথা— There is a little of hope of recovery. (তার আরগ্যলাভের আশা নেই বললেই চলে)। Little অর্থে Very little ব্যবহার করা হয়।
  • A little অর্থ সামান্য পরিমাণ। I still have a little money. (আমার এখনও কিছু টাকা আছে)
  • The little বলতে সামান্য যেটুকু আছে তার সবটুকু। যেমন: We should use the little time we have at our disposal to settle the dispute. 
  • এরা সাধারণত uncountable noun এর পূর্বে বসে.

ব্যাংক জব প্রস্তুতি

ব্যাংক জব পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন প্রোগ্রামটি।

Enroll Now

Less, Fewer :

  • Little এর comparative degree হচ্ছে Less এবং Few এর Comparative degree হচ্ছে fewer. 
  • Uncountable noun এর আগে Less এবং Countable noun এর আগে Fewer বসে‘ তুলনামূলক কম ‘ অর্থ প্রদান করে। যথা-
  • Fewer people get American Visa’s nowadays. (আজকাল খুব কম মানুষ আমেরিকান ভিসা পায়)।

Each, Every:

  • এই দুইটি determiner এর পর singular form বসে এবং verb ও singular হয়। 
  • কিন্তু Each এর পর of থাকলে noun plural হয়, তবে verb singular থাকে। Each of the three boys gets a prize.

Any, Some, No:

  • অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে some ব্যবহৃত হয়। তবে সাধারণত হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে Some বসে। যেমন— I need some money. (আমার কিছু টাকা প্রয়োজন)।
  • Any ‘ কোনো ’ অর্থে হ্যাঁবোধক বাক্যে Singular countable noun এর পূর্বে Any বসে তবে না বোধক/ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে Any বসে Plural noun এর পূর্বে। যেমন— Have you got any information?
  • No – ‘ নেই ’ অর্থে Countable ও uncountable উভয় প্রকার noun এর পূর্বে বসে। যেমন— Rahim has no children.

Many of, Much of:

  • Many of এর পর plural countable noun হয়। যথা-
  • Many of them may commit, Much of crime. (তাদের অনেকে অপরাধ করতে পারে)। Many of the people may commit crime.(অনেক মানুষ অপরাধ করতে পারে)।
  • Much of এর পর uncountable noun হয়। যথা—
  •  Much of the time we had left together was spent looking for the right papers and documents. (সঠিক কাগজপত্র এবং নথি খোঁজার জন্য আমরা বেশির ভাগ সময় একসাথে গিয়েছিলাম)।

বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ইংরেজি গ্রামারের বিষয়ভিত্তিক সব আর্টিকেল সহ সব ধরনের চাকরি পরীক্ষা প্রশ্নের সমাধান পড়ুন Hello BCS ওয়েবসাইটে।

Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
ইংরেজি ভাষা ও সাহিত্য Tags:bcs english preparation, determiner, Determiner কত প্রকার ও কি কি, Determiner কি, english grammar determiner, ইংরেজি প্রস্তুতি
📖

Related Blog

বিসিএস প্রস্তুতি
৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার…

বিসিএস পরীক্ষায় তিনটি ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে লিখিত…...

Read More »
Hello BCS January 24, 2024
বিসিএস প্রস্তুতি
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার…

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি ২০২৩ সালে নেওয়ার কথা ছিল…...

Read More »
Hello BCS March 15, 2024
বিসিএস প্রস্তুতি
৩৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন…

বিসিএস ক্যাডার হওয়া অনেকরই স্বপ্ন থাকে। কারণ বিসিএস ক্যাডারদের সমাজে…...

Read More »
Hello BCS July 22, 2023

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab