Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি?

Posted on September 4, 2023April 28, 2024 By Hello BCS
Share
Now

Parts of Speech এর দ্বিতীয় ধাপ হচ্ছে Pronoun. এর আগের আর্টিকেলে noun সম্পর্কে আলোচনা করা হয়েছে। English  Grammar এর Pronoun অংশ হতে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ সকল প্রকার প্রতিযোগী পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকের আর্টিকেলে Pronoun কি?  Pronoun কত প্রকার ও কি কি সেই সম্পর্কে আলোচনা করবো।

Pronoun কি?

English Language এ noun এর উচ্চারণের পুনরাবৃত্তি এড়াতে তার পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই pronoun বলা হয়। অর্থাৎ noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে  pronoun বলে। অন্যভাবে বলা যায়, noun এর প্রতিস্থাপিত শব্দই (Substituting word) হলো pronoun.

Pronoun কত প্রকার ও কি কি?

Pronoun কে আট ভাগে ভাগ করা হয়েছে।

=> Personal pronoun

=> Reflexive Pronoun

=> Demonstrative Pronoun

=> Distributive pronoun

=> Relative Pronoun

=> Interrogative Pronoun

=> Reciprocal Pronoun

=> Indefinite Pronoun

 Personal pronoun কাকে বলে?

  • কোন ব্যক্তির পরিবর্তে যে pronoun বসে, তাকে personal pronoun বলে। 
  • উদাহরণ— I, We, You, He, She, They.

Reflexive Pronoun কাকে বলে?

  • Personal Pronoun -এর Objective ও Possessive form -এর সাথে self বা selves যুক্ত হয়ে যে সব Pronoun গঠিত হয়, তাদেরকে Reflexive pronoun হিসেবে অভিহিত করা হয়। 
  • উদাহরণ— Myself, Herself, Themselves, Ourselves.

Demonstrative Pronoun কাকে বলে?

  • যে সকল pronoun noun কে বিশেষভাবে নির্দেশ করে তাদের demonstrative pronoun বলে।
  • উদাহরণ— This, That, These, Those, It, so much, the same etc.

Relative Pronoun কাকে বলে?

  • এই pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে। 
  • উদাহরণ— Who, Whose, Whom, Which, That.

Interrogative Pronoun কাকে বলে?

  • এ রকম pronoun প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এগুলো বাক্যের প্রথমে বসে
  • উদাহরণ— Who, Whose, Whom, Which, What etc.

 Distributive pronoun কাকে বলে?

  • একজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি পৃথকভাবে বোঝায়। 
  • উদাহরণ— Either, Pronoun Each, Neither etc.

 Reciprocal Pronoun কাকে বলে?

  • এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পারিক সম্পর্ক বুঝিয়ে দেয়। 
  • উদাহরণ – Each other, One another etc.

 Indefinite Pronoun কাকে বলে?

  • এ রকম pronoun কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। 
  • উদাহরণ-One, any, some, many, all, none, no, one, everyone, someone, anyone, nobody, anybody, somebody etc.

৪৭ তম বিসিএস প্রস্তুতি

৪৭ তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে আজই এনরোল করুন।

Enroll Now

আরও পড়ুনঃ Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি?   

Usage of Pronouns

Subjective pronoun:

Subjective verb এর subject হিসেবে যদি কোন pronoun আসে তাহলে subjective pronoun হয়।

Objective Pronoun

নিয়ম -০১: Preposition এর পরে Pronoun এর Object form বসে। তবে, একাধিক Object form থাকলে দোষ/ অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে 231 নিয়ম অনুসারে প্রত্যেকটির Object form বসে।

নিয়ম -০২: To be verb ছাড়া অন্য সব verb এর object হিসেবে pronoun সাধারণত objective form (me/ us/ you/him/ her/ them) আকারে বসে। Let একটি verb হওয়ায় এর পরে pronoun টির objective form (231 নিয়মে) বসে।

নিয়ম -০৩: Let দিয়ে শুরু হওয়া Imperative sentence এ Let পর যদি কোন Pronoun আসে, তাহলে সে Pronoun এর Objective form (me/ him/ her/ them) ব্যবহৃত হয়।

Possessive Pronoun

Preposition ও gerund এর মাঝে possessive adjective (My, Our, Your, His, Her, Their, Its One’s, Whose) ব্যবহৃত হয়।

 Reflexive Pronoun

  • বাক্যের Subject এবং Object একই ব্যক্তি হলে Object এ Reflexive pronoun বসে।
  • Reflexive pronoun কখনো বাক্যে Subject হিসেবে ব্যবহৃত হয় না। Kill, Hurt, Absent, Avail, Enjoy Introduce ইত্যাদি verb গুলোর পরে subject অনুযায়ী Reflexive pronoun বসে।
  • উদাহরণ – Myself, Ourselves, Yourself, Yourselves, Herself, Himself, Themselves

আরও পড়ুনঃ  Adjective কাকে বলে? Adjective কত প্রকার ও কি কি?  

Distributive Pronoun

  • যে সকল pronoun একজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি পৃথকভাবে বোঝায়।
  • উদাহরণ—Either, Each, Neither etc. একটি Distributive pronoun সবসময় Singular হয় তাই এর পর Singular noun বা verb হয়।
  • Each of, neither of and: Each, neither, either এর পর of থাকলে এর পর noun plural এবং verb singular হয়। এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝানো হয়।
  • Neither, either এর সীমাবদ্ধতা: দুটি বস্তু বা দুইজন ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে বোঝানোর জন্য neiter, either ব্যবহার করা হয়। তবে দুইয়ের অধিক হলে Indefinite pronoun (any, no one or none) ব্যবহৃত হয়।
  • Neither/ Either: Neither noun/ pronoun + nor + noun/ pronoun এবং Either + noun/ pronoun …… + or + noun/ pronoun এভাবে ব্যবহৃত হলে neither ও either কে বলে Conjunction.
  • তবে Neither/ Either + noun শুধু এভাবে ব্যবহৃত হলেও এরা Adjective হয়। কিন্তু Neither/ Either + of + Plural noun বা pronoun এরূপে ব্যবহৃত হলে তখন Neither & Either  কে বলে distributive pronoun.
  • There are two pens here; either pen will do — Adjective.
  • There are many people here; either of them can do it- Pronoun

Relative Pronoun:

  • Relative pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে।
  • উদাহরণ— Who, Whose, Whom, Which, That, What. The man who stole my bag was tall.
  • Antecedent ব্যক্তিবাচক হলে তাকে নির্দেশ করতে Relative pronoun হিসেবে who/ that বসে। উদাহরণ- The man who said that was a fool. I have read the book that you lent me.

Indefinite Pronoun:

  •  যে pronoun কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাদেরকে Indefinite pronoun বলে।
  • উদাহরণ: One, any, some, many, all, none, no, one, everyone, someone, anyone, nobody, anybody, somebody etc.
  • One of the/ No one of the/ everyone of the/ someone of the + Plural Noun + Singular verb + Ext.
  • One of the + Superlative degree + Plural Noun + Singular verb + Ext.
  • One যদি Subject হয় তাহলে তার possessive case টি সর্বদাই one’s হবে। তবে একটা ব্যতিক্রম রয়েছে। গঠনটা লক্ষ করুন – One of the + .plural noun + his/ her …..। যথা— Karim was one of the most intelligent students of his class.

Reciprocal Pronoun

  • Reciprocal শব্দটির মানে হলো ‘ পরস্পর প্রতিক্রিয়াশীল ’ যেমন: They two love each other (তাঁরা দু’জনে একে অপরকে ভালবাসে)।
  • উদাহরণ:  Each other, one another etc.

Pronoun Exercise

1. “Who’s that?” in this sentence ‘that’ is a/an- (BCS:41th)

(a) Pronoun        (b) Conjunction        (c) adjective        (d) adverb

2. All spoke in his favor. Here the word ‘All’ is a/an- (MAT: 2017-18)

promotional photo

(a) Noun       (b) Adverb        (c) Pronoun        (d) Adjective

3.  _____ parent plays a different but important role in a child’s life. (DU: 2011-12)

(a) Each       (b) One        (c) Anyone        (d) The

4.  The author of several books. Here ‘several’ is an example of- (JU: 2019-20)

(a) Indefinite Pronoun       (b) Distributive Pronoun       

(c) Personal Pronoun         (d) Relative Pronoun

5.  _____ his friends speak in English. (KU: 2019-20)

(a) All of        (b) Both of        (c) Neither of        (d) Some of

Pronoun সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলে উপস্থাপন করা হয়েছে। চাকরি পরীক্ষায় ইংরেজি অংশে Pronoun থেকে প্রশ্ন আসলে এই আর্টিকেল আপনার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিবে এই প্রত্যাশা।

Hello BCS এর সাথে থাকুন ধন্যবাদ।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
ইংরেজি ভাষা ও সাহিত্য Tags:৪৬ তম বিসিএস প্রস্তুতি, bcs english preparation, english grammar preparation, Pronoun কত প্রকার ও কি কি, Pronoun কাকে বলে, Pronoun কি
📖

Related Blog

ব্যাংক লিখিত প্রস্তুতি ও টিপস
ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি ও…

বর্তমানে ব্যাংক জব বাংলাদেশের ক্যারিয়ার খাতের এক বিশাল সম্ভাবনার নাম।…...

Read More »
Hello BCS July 18, 2023
বিসিএস প্রস্তুতি
৪৬ তম বিসিএস সিট প্ল্যান…

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী…...

Read More »
Hello BCS May 24, 2022
বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার প্রশ্ন…

বাংলাদেশ ব্যাংক AD পরীক্ষা ২৮ অক্টোবর ২০২২ এ অনুষ্ঠিত হয়েছে।…...

Read More »
Hello BCS October 28, 2022

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab