Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
বিসিএস প্রস্তুতি

৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF (38 BCS Written Question PDF)

Posted on July 11, 2023April 30, 2024 By Hello BCS
Share
Now

৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১৩ই আগস্ট । লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৪ হাজার ৫৪৬ জন। এবং লিখিত পরীক্ষায় পাশ করেছিল ৯ হাজার ৮৬২ জন।   বিসিএস এর আবেদনের ক্ষেত্রে ৩৮ তম বিসিএস এ রেকর্ড গড়ে তোলে। প্রিলিতে প্রায় ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী আবেদন করে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৬ হাজার ২৮৬ জন।   

আরও পড়ুনঃ ৩৫ তম – ৪৪ তম বিগত বছরের বিসিএস লিখিত প্রশ্ন  

৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষা প্রশ্ন (38 BCS Written Question)

বিসিএস ৩৮ তম লিখিত পরীক্ষার প্রশ্ন এক নজরে দেখে নিন

বাংলা  ভাষা ও সাহিত্য প্রশ্ন

ঘণ্টা-১

বিষয় কোড ০০১

                                                                                                   ৬x৫=৩০

১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ

(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন

(খ) অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? উদাহরণসহ লিখুন 

(গ)নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন:

পিতাগুলি, উপকারীতা, আমার, দারিদ্রতা, শান্তনা

(ঘ) নিচের বাগধারালোর অর্থসহ বাকা লিখুন।

অজ্ঞা পাওয়া,  তালপাতার সেপাই, চালের হাই, তাসের ঘর; সাক্ষী গোপাল 

(ঙ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুনঃ

             (১) পূর্বদিকে সূর্য উদয় হয়।

             (২) আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে।

             (৩) রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন।

             (৪) সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী।

             (৫)ইহার আবশ্যক নাই।

২। ভাব-সম্প্রসারণ                                                                        ২০

(ক) শৈবাল দিঘিরে বলে উচ্চাকরে শির,

লিখে রেখো, এক ফোটা দিলেম শিশির।

অথবা,

(খ) উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে

তিনিই মধ্যম যিনি চলেন তফাতে

৩। সারমর্ম লিখুনঃ                                                                         ২০

promotional photo

(ক) বহুদিন ধরে বহু ক্রোশ দূরে

বহু ব্যয় করি বহুদেশ ঘুরে

দেখিতে গিয়াছি পর্বতমালা,

দেখিতে গিয়াছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া,

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া

একটি ধানের শিষের উপর

একটি শিশির বিন্দু।

অথবা

(খ) আজকের দুনিয়াটা আশ্চর্যজনক ভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের

দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন। প্রচন্ড বেগে শুধু আত্মবিকারের পথে

এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে ‘ মনুষ্যত্ব ’ কথাটাই

হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান

থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা

না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশের সম্ভাবনা যে অনিবার্য, তাতে আর কোনো সন্দেহ

থাকে না।

৪। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:                                      ৩ × ১০ = ৩০

(ক) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন ‘ সন্ধ্যা ভাষা ’ বলা হয়।

(খ) বাংলা কাব্যের ‘ ভোরের পাখি ’ কাকে বলা হয়? এ কবির দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন।

(গ) ‘ সনেট ’ কি? বাংলা সাহিত্যে সার্থক সনেট রচয়িতার পরিচয় সংক্ষেপে উল্লেখ করুন।

(ঘ) চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেনের নাম কেন লোকসাহিত্য প্রেমীর হৃদয়ে চিরদিন জেগে

থাকবে?

(ঙ) কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসের নাম লিখুন।

(চ) কবি জসীম উদ্দীনের ‘ নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লিখুন।

(ছ) কুবের, কপিলা, শশী, কুসুম চরিত্রসমূহ কোন উপন্যাসের অন্তর্গত? উপন্যাস দুটির

রচয়িতা কে?

(জ) বাংলা ভাষায় যাঁরা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচজন প্রধান। এই

পাঁচজন কবির নাম লিখুন।

(ঝ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘ পথের পাঁচালী ‘ উপন্যাসের উপজীব্য বিষয় সংক্ষেপে উল্লেখ

করুন।

promotional photo

(ঞ) কবি শামসুর রাহমানের চারটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করুন।

বিষয় কোডঃ ০০২ 

১। বাংলায় অনুবাদ করুন ১৫

Poet Kazi Nazrul Islam Called himself a ‘ rebel’, and declared that he would

not coase in hight till all oppressions in the world had been pur to an end ..

He made friends with terrorists. young men and women who believed in

semed struggle. He sang opening songs at political gatherings, addressed

large conferences and travelled the length and breadth of Bengal inspiring

people wherever he went. He brought out a biweekly that breathed and

preached violence. As a result the British Government put him behal

the prison hats. We have more than one reason to be grateful to Kazi Nazrul

                                                                                                                                                  

২। বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক এবং অধ্যয়নরত একজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে একটি কাল্পনিক সংলাপ তৈরি করুন। 

৩।বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্র প্রকাশের  নিমিত্তে একটি পত্র লিখুন।  ১৫

অথবা 

ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে আপনার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখুন। 

৪।  অসমাপ্ত আত্মজীবনী অথবা কারাগারের রোজনামচা গ্রন্থের গ্রন্থ সমালোচনা লিখুন।                 ১৫

৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন                                                                     ৪০

১। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামবাংলাদেশের

২। বাংলাদেশের পোশাক শিল্প

৩। পরিবেশ দূষণ ও তার প্রতিকার

৪।রোহিঙ্গা সমস্যা ও সমাধান

৫। স্বদেশপ্রেম 

ইংরেজি ভাষা ও সাহিত্য প্রশ্ন

Subject Code: 003

Time-4 hours

Full Marks-200

Part-A

Read the following passage and answer questions 1 to 7:

Fifty years ago, before the poor had become class conscious, there were

promotional photo

several subjects, such as economics and imperial affairs, of which they

were comparatively ignorant, In regard to these subjects they were prepared

to accept the opinion of those who had studied them all their lives. Today,

owing to the distrust created by class propaganda, we can count on no such

acquiescence. An uneducated or untravelled person is unlikely today fo

give credence to the advice or information provided by somebody whom he

assumes to belong to the capitalist class. He has been taught that the aim of

the Conservative Party and its sponsors is to delude the noble worker and fo

tell him lies. Thus the assertions of those who are really informed on a

difficult subject are met by derisive laughter; whereas the catchwords and

headline stuff doled out by the party propagandists are taken to be

incontestable truth and wisdom. This, since the days of Thersites, has been

the familiar device of demagogues It is easier to laugh than to understand,

easier to fester with suspicion of others than to glow with confidence. The

proletariat always prefer the easier path, especially when they are assured

that it is a praiseworthy path leading directly to their own interests.

Ages of acquiescence are always, so we are assured, followed by ages of

denial; for several centuries mankind will accept the established order and

continue to live, genération by generation, according to the old

unquestioned pattern; then suddenly some ferment is introduced which sets

the whole community bubbling and the crust is destroyed. During these

periods of negation it is customary for those who direct the revolution to

teach the people to deny and to distrust even the best and truest things that

they are taught in the past; it is not only that they must deride the ancient

formulas, it is also that they must suspect of the very worst motives of any

of those who seek even to explain them. Today we have on each side of the

great divide examples of both systems. To the East, we have an area apparent those beings cannot interesting examination women truth who statements are, all most acquiescence, believe be palpably and. This of stupid to whom and everything my contrast false, accept, ideas mind in are. To which intelligent, between that encouraging as the that truth really West many they the statements and, are we can millions gullible thing sentient have told withstand to are many and of and, observe who condemned men the ideas millions the refuse and incredulous. most that It women suggests to of to to searching accept men a a rational mental, is who and that an as

extremely silly, but are also trying very to much educate alive. But. Those by what are the means sort, are of people wea

whom anything stagnation it, is even that worthwhile can when only told end by in decay reputable; whereas authorities those, who are refuse doubtless to believe being

1. Answer the following questions in your own words. Do not copy                               3×10 = 30

promotional photo

any sentences from the passage above.

a) Suggest reason for the incredulity of the uneducated about scholarly

opinions and assertions which they were content to believe in the past.

b)Why does an uneducated or untravelled person tend to disbelieve a

well-informed man these days?

c) What has been the familiar device of demagogues?

d) Why do the proletariat prefer the easier path?

e) What are ages of acquiescence and ages of denial?

f)What are the characteristics of the ages of denial?

g)Why does the author think that the people of the East belong to an

area of acquiescence?

h)Why does the author think that the people of the West belong to the

area of denial?

i)What end does the author visualize for the gullible?

j)Suggest a suitable title for the passage.

2.Write the meanings of the following words in English using contextual 1 × 5 = 5

clues (The words are underlined in the passage):

(a) praiseworthy

(b)crust

(c) palpably

(d) stagnation

(e) wily 

3.Fill in the empty cells with appropriate words according to their 1×5 = 5

parts of speech: Noun Verb Adjective

Noun Verb Adjective
acquiescence(a) X
(b)assume X 
assertion (c)X 
confidence X (d)
(e)believeX

4. Give the synonymis for the following words and make sentences 1×6 = 6

with the synonyms:

(a) delude 

(b) incontestable

(c) denial

(d) deride

promotional photo

(e) sentient

(f) gullible.

5.                                                                                                       1×4 = 4  

Break down the following sentence into four simple sentences

without changing the meaning it conveys:

To the West, we have many millions of men and women, most of whom

are intelligent and sentient, who refuse to accept as truth statements and

ideas that really can withstand the most searching examination. ‘

6.Make sentences of your own with each of the following words       1×10 = 10

and phrases (Copying of any sentence from the passage above

must be avoided):

(a) propaganda (b) give credence to

(c) derisive (d) demagogue

(e) fester with (f) glow with

(g) ferment (h) customary

(i) apparent (i) withstand

7. Summarize the passage in your own words (100 words).                       20

Write a letter to the editor of an English Daily on the growing importance  20

of rational thinking in our social and national life.

Part-B

Write an essay in about 1000 words on any one of the following the topics:  50

(a) The Rohingyas: Victims of Genocide

(b) Blue Economy in Bangladesh: Prospects and Challenges

(c) Impact of Social Media on Young Generation

10. Translate the following text into Bangla:                                                  25

The burgeoning bustle of life is identified as one of the main reasons for

waning reading habit. Life has been so busy that people can hardly

manage time for reading. The pressure of livelihood has mounted

tremendously, thrusting people in earning bread, in all desperation A

money-centric corporate culture is sweeping life away, making people

promotional photo

crazy for pomp and prosperity in the form of land, flat, car and other

amenities Reading is a secondary concern or no concern at all. There is

no time for reading in fact, Even they cannot find time for reading

newspaper. They just skim through the headlines. They can hardly read

anything with profound concentration due to time constraint. They are

always in a hurry to finish their assignments in vocation. It is really a hard

time, witnessing a famine of reading. Proliferation of information

technology has also contributed to the change in reading habit.

But we must bear in mind that reading habit is the mark of civility of a

nation. Reading books and other materials of learning makes individuals

enlightened, elevating their version.

আরও পড়ুনঃ ৩৭ তম বিসিএস লিখিত প্রশ্ন  PDF (37th BCS Written Question PDF)

বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন

পাপিয়া

বিষয় কোড ৪০০৫

নির্ধারিত সময় -৪ ঘন্টা

পূর্ণমান -২০০

[দ্রষ্টব্য — প্রশ্নের মান প্রত্যেক প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে]

১।

(ক) রোহিঙ্গা কারা?                                                                                                       ৫

(খ) সম্প্রতিককালে ব্যাপক রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য যে সংকট সৃষ্টি করেছে  ১০

তা আলোচনা করুন।

(গ) এ সমস্যা থেকে অব্যাহতি পাবার কোনো উপায় আছে কি?                                         ৫ 

২।

(ক) ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কাদের বুঝায়?                                                                            ৫

(খ) বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান মূল্যায়ন করুন।  ১০

(গ) ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার উন্নয়নে সরকারের গৃহীত কোনো ভূমিকা আছে কি?           ৫

৩।

(ক) কোথায় এবং কেন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?                                           ৫

(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন ও          ১০

promotional photo

ভারতের ভূমিকা কি ছিল তা আলোচনা করুন।

(গ) আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি?                                                                            ৫

৪।

(ক) সংবিধানের সংজ্ঞা দিন। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?                  ২

(খ) বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করুন।                       ১০

(গ) সংসদে নারী আসন সংরক্ষিত রাখা কতটা যৌক্তিক?                                                  ৫

৫। (ক) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি?                                                 ৫

(খ) ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো আলোচনা করুন। ১০

(গ) বীরশ্রেষ্ঠগণের নাম লিখুন।                                                                                          ৫

৬।

(ক) মানবসম্পদ বলতে কি বুঝায়?                                                                                    ৫

(খ) দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব সর্বাধিক ’-আলোচনা করুন।                           ১০

(গ) যথাযথ শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগ কতটুকু?                                        ৫

৭। 

(ক) বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দিন। ৫

(খ) আমাদের খনিজ সম্পদ আহরণ ও শিল্পে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা কি? ১০

(গ) শক্তিসম্পদ হিসেবে কয়লার গুরুত্ব আলোচনা করুন।

৮।

(ক) ICT বলতে কি বুঝায়?                                                                                              ৫

(খ) ICT ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করুন।                                                    ১০

(গ) নিকট ভবিষ্যতে এদেশে ICT ক্ষেত্রে অধিকতর সম্ভাবনা কতটুকু বলে মনে করেন?      ৫   

আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন

নাফ

বিষয় কোড: ০০৭

পূর্ণমান -১০০

নির্ধারিত সময় -৩ ঘন্টা

দ্রষ্টব্য-প্রশ্নের মান প্রত্যেক প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।

১। নিম্নলিখিত যে কোন দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন।   ৪X১০ = ৪০

(ক) বহুজাতিক রাষ্ট্র বলতে কি বুঝায়? (খ) মানব নিরাপত্তার প্রধান উপাদানসমূহ কি কি? 

(গ) গণতান্ত্রিক শান্তি তত্ত্বের(Democratic Peace Theory) মূল বক্তব্য কি? 

promotional photo

(ঘ)মানবতার বিরুদ্ধে অপরাধ বলতে কি বুঝায়? উদাহরণ দিন। 

(ঙ)ভূ-খণ্ড ভূ-খণ্ডগত অখণ্ডতার মধ্যে পার্থক্য কি?      

(চ)উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করুন। 

(ছ)বৈশ্বিক সম্পর্কের ধারণাটি কি?  

(জ)আন্তর্জাতিক বাণিজ্য সবচেয়ে পছন্দসই দেশ বলতে কি বুঝায়?

(ঝ) অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির মধ্যে পার্থক্য কি?

(ঞ) আন্তর্জাতিক রাজনীতিতে অরাষ্ট্রীয় কর্মক (Non-State Actors) বলতে কি বুঝায়?

উদাহরণসহ লিখুন।

(ট) জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা বলতে কি বুঝায়?

(ঠ) আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বলতে কি বুঝায়?

২। যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিন। ১৫ × ৩ = ৪৫

(ক)(i)  বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়াদি চিহ্নিত করুন।  ৫

(ii) রোহিঙ্গা ইস্যুকে আপনি কি ‘ জাতীয় নিরাপত্তার সংকট’ ’ না ‘ মানবতার সংকট ‘   ১০

হিসেবে বিবেচনা করেন? আপনার বিবেচনায় এ সংকট মোকাবেলা করার কৌশল

ও পদক্ষেপসমূহ আলোচনা করুন।

(খ) (i) সিরিয়া যুদ্ধে রাশিয়ার সম্পৃক্ততার ফলে যুদ্ধের সম্ভাব্য পরিণতিতে কি ধরণের  ১০

পরিবর্তন ঘটেছে বলে আপনি মনে করেন?

(ii) সিরিয়া সংকটের ভবিষ্যৎ কি?  ৫

(গ) অভিবাসন ও উন্নয়নের মধ্যকার সম্পর্ক চিহ্নিত করুন। সমসাময়িক বিশ্বব্যবস্থায় এ ১৫

সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিস্তারিত লিখুন।

(ঘ)(i) বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সমস্যা ও সম্ভাবনাসমূহ কি কি?        ৬

(ii) দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব    ৯

ব্যাখ্যা করুন।

৩। মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির ফলে বঙ্গোপসাগরে ব্যাপক ১৫

অঞ্চল বাংলাদেশের সার্বভৌমত্বের অধীন। এই এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার

লক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র (Policy Brief) তৈরী করুন।

সাধারণ বিজ্ঞান Computer and Information Technology Electrical and Electronic Technology

তানপুরা

বিষয় কোডঃ ০১০

নির্ধারিত সময় -৩ ঘন্টা

পূর্ণমান -১০০০

promotional photo

[দ্রষ্টব্য-প্রশ্নের মান প্রত্যেক প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

মান -৬০

(যে কোন আটটি প্রশ্নের উত্তর দিন)

নম্বর

১।

 (ক)জিন কি? জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে সম্পর্ক কি? ৩

(খ) ডি.এন.এ. ও. আর.এন.এ. এর মধ্যে পার্থক্য লিখুন। জিন থেরাপি কি? ২.৫

(গ) বাংলাদেশে GMO শস্য উৎপাদনের সুবিধা অসুবিধা আলোচনা করুন। ২

২।

(ক) চর্বি ও লিপিডের পার্থক্য লিখুন। মানব স্বাস্থ্যের সুষম খাদ্যের পিরামিড ১ + ১.৫ = ২.৫

বিষয়ে ব্যাখ্যা করুন।

(খ) একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন লিখুন। ২.৫

(গ) খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ ব্যবহারের শারীরিক প্রতিক্রিয়া লিখুন। ২৫

৩।

(ক) গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব আলোচনা করুন। ২

(খ) বাংলাদেশের ধানচাষী পরোক্ষ ভাবে গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী আলোচনা করুন। ৩

(গ) দুটি করে জিংক ও ভিটামিন ‘ এ’ সমৃদ্ধ ধানের জাতের নাম লিখুন। ২

৪। 

(ক) পানিদূষণ কি? পানি দূষণের কারণ ও প্রতিকার আলোচনা করুন। ১ + ১.৫ = ২.৫

(খ) সমস্যাযুক্ত মাটি বলতে কি বোঝায়? বাংলাদেশের সমস্যাযুক্ত মাটি সম্বন্ধে ১ + ১.৫ = ২.৫

আলোচনা করুন

(গ) কিভাবে পরণাও মাটিকে শস্য চাষাবাদের আওতায় আনা যায়? ২

৫।

(ক) আলোর বিচ্ছুরণ কি? বর্ণালী সম্বন্ধে আলোকপাত করুন। ২

(খ) প্রতিধ্বনির সাহায্যে কিভাবে একটি কূপের গভীরতা নির্ণয় করা যায়? ১

(গ) উচ্চ রক্তচাপ কি? এর লক্ষণ ও কারণসমূহ আলোচনা করুন। ২

(ঘ) প্রোটিনের রাসায়নিক উপাদান কি? প্রোটিন প্রধান মাছ ও মাংসের পুষ্টিগুণ ২.৫.

আলোচনা করুন।

৬।

(ক) ডায়াবেটিক ও ইনসুলিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন

promotional photo

(খ) রোগ নির্ণয়ে আল্ট্রাসনোগ্রাফির ৪ টি গুরুত্ব আলোচনা করুন। ২

(গ) ডপলারের ক্রিয়া কি? এর দুটি প্রয়োগ লিখুন। ১.৫

(ঘ) চৌম্বক ক্ষেত্র কি? বিদ্যুৎ প্রবাহের উপর চুম্বকের জিয়া কিরূপ? ২

৭। 

(ক) তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের সংজ্ঞা দিন। এদের সম্পর্ক লিখুন। ১ + ১ = ২

((খ) শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করুন। মানব স্বাস্থ্যে এর ক্ষতিকর প্রভাব লিখুন। ২ + ১.৫ = ৩.৫

(গ) শব্দ দূষণ প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নেয়া যেতে পারে? ২

৮। 

(ক) জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা বিবৃত করুন। ২.৫

(খ) দুগ্ধজাত উৎপাদকের উপর জৈব প্রযুক্তির প্রভাব আলোকপাত করুন। ২ 

(গ) দুধ পাস্তুরিত করতে সাধারণভাবে কত সময়ের জন্য কত তাপ প্রয়োগ করতে হয়? ১.৫

(ঘ) জ্বালানী হিসেবে প্রাকৃতিক গ্যাসের সুবিধা কি কি?

৯। (ক) ভিনেগার কি? ভিনেগার ও কষ্টিক সোডার ব্যবহার লিখুন। ১ + ১.৫ = ২.৫

(খ) পলিথিন কৃষিজমিকে কিভাবে দূষিত করে? ১.৫

(গ) পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন? ১.৫

(ঘ) সৌরশক্তির বর্তমান ব্যবহার এবং এর সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করুন। ২

Part B-Computer and Information Technology

মান -২৫

(যে কোন দশটি প্রশ্নের উত্তর দিন)

১০।

(ক) একটি আধুনিক কম্পিউটারের প্রধান কার্যকরী অংশগুলোর নাম লিখুন।

(খ) ইউনিকোড কি? ২.৫

(গ) র‍্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি? মেমোরি’র আকারের একক কি? ২ + .৫

(ঘ)অপারেটিং সিস্টেম এর প্রধান কাজ কি? একটি অপারেটিং সিস্টেম এর নাম লিখুন। ২ + .৫

(ঙ) কম্পিউটার ভাইরাস কি? এর থেকে পরিত্রাণের উপায় কি? .৫ + ২

(চ) স্বাস্থ্য খাতে কম্পিউটারের তিনটি ভাল প্রভাব উল্লেখ করুন। ২.৫

(ছ) উপাত্ত (data) ও তথ্য (information) এর সংজ্ঞায়ন করুন। ২.৫

(জ) মাল্টিমিডিয়া সিস্টেম এর বর্ণনা দিন।২.৫

(ঝ) কম্পিউটার নেটওয়ার্কে রাউটারের কাজ কি?২.৫

(ঞ)) ISP এর পূর্ণরূপ কি? এদের কাজ কি? ২.৫

promotional photo

(ট) এস এম এস ও ই-মেইল এর মধ্যে পার্থক্য কি? ২.৫ 

(ঠ) জি পি এস এর উপর সংক্ষিপ্ত আলোচনা করুন। ২.৫

Part C-Electrical and Electronic Technology

মান -১৫

(যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দিন)

১১।

(ক) উদাহরণসহ কারশফের ভোল্টেজ নিয়ম বিবৃত করুন।  ২.৫

(খ) বৈদ্যুতিক ক্ষমতা বলতে কি বুঝায়? পাওয়ার প্ল্যান্ট এর ক্ষমতা প্রকাশের জন্য 

সাধারণত কোন একক ব্যবহৃত হয়?   ২+.৫

(গ) একটি ফিউসের কার্যনীতি বর্ণনা করুন। ২.৫

(ঘ) বৈদ্যুতিক চুম্বক কি? চুম্বকীয় আবেশ কি? ১.৫ + ১

(ঙ) খোলা বর্তনী ও ও শর্ট সার্কিট এর ছবিসহ সংজ্ঞা দিন।  ২.৫

(চ) একটি গ্যাস টারবাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরী হয় বর্ণনা করুন। ২.৫

(ছ), এসি ও ডিসি ভোল্টেজ এর মধ্যে পার্থক্য চিত্রসহ লিখুন। ২.৫

গণিত প্রশ্ন

আরো পড়ুনঃ  ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

৩৮ তম বিসিএস লিখিত প্রশ্ন PDF

৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন 

৩৮ তম বিসিএস লিখিত প্রশ্ন PDF

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন PDF

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন আগামী বিসিএস পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে সহায়তা করে। এই বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান জানতে এখানে ক্লিক করুন।

৪৭ তম বিসিএস প্রস্তুতি

৪৭ তম বিসিএস পরিপূর্ণ প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন।

জয়েন করুন

৩৮ তম বিসিএস পরীক্ষার লিখিত প্রশ্ন নিয়ে আজকে এই পর্যন্তই। 

বিসিএস এর প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে আজই ডাউনলোড করুন Hello BCS অ্যাপ। Hello BCS এর সাথে থাকুন। ধন্যবাদ।   

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
প্রশ্নব্যাংক ও সমাধান Tags:38 bcs written question, ৩৮ তম বিসিএস লিখিত প্রশ্ন, bcs written preparation, bcs written question, বিসিএস লিখিত প্রশ্ন, বিসিএস লিখিত প্রস্তুতি
📖

Related Blog

বিসিএস প্রস্তুতি
সমন্বিত ৪ ব্যাংক অফিসার (জেনারেল…

২০১৮ সালভিত্তিক সমন্বিত সমন্বিত ৪ ব্যাংক অফিসার(জেনারেল) নিয়োগ পরীক্ষা ২৪…...

Read More »
Hello BCS October 8, 2023
বিসিএস প্রস্তুতি
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন…

২০১৩ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কয়েকটি  ধাপে অনুষ্ঠিত হয়। আজকের…...

Read More »
Hello BCS June 25, 2023
বিসিএস (bcs)
বিসিএস কি, কেন এবং কিভাবে…

বিসিএস এর পূর্ণরূপ হল বাংলাদেশ সিভিল সার্ভিস। মানুষের সহজাত কিছু…...

Read More »
Hello BCS March 31, 2021

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab