১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা ১৫মার্চ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করে নি এনটিআরসিএ কর্তৃপক্ষ। স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ শীঘ্রই প্রকাশ করবে । আজকের আর্টিকেলে আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাস ও প্রস্তুতি সম্পর্কে জানবো।
আরও পড়ুনঃ ৪৫ তম বিসিএস প্রশ্ন সমাধান PDF
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা (Shikkhok Nibondhon Exam)
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রধানত স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে হয়ে থাকে। এই পরীক্ষা প্রধানত ৩ ধাপে হয়ে থাকে। যথাঃ
১) প্রিলিমিনারি পরীক্ষা : মোট ১০০ নম্বরের প্রিলি পরীক্ষা হয়ে থাকে।
২) লিখিত পরীক্ষা : প্রতিটি বিষয়ের উপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়।
৩) মৌখিক পরীক্ষা :.২০ নম্বরের ভাইভা পরীক্ষা হয়।
আরও পড়ুনঃ ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা (18th NTRCA Written Exam)
১৮ তম শিক্ষক নিবন্ধনের আবেদনের সময় প্রার্থী যে বিষয়টি নির্বাচিত করেছেন ১০০ নম্বরের লিখিত পরীক্ষা মূলত সেই বিষয়ের উপর দিতে হয়।
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা ১৫-ই মার্চ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়। সকল পর্যায়ে মোট প্রায় ১৮ লাখ ৬৫ হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার ঐচ্ছিক বিষয়ের তারিখ প্রকাশ করে নি এনটিআরসিএ কর্তৃপক্ষ।
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাস (18th NTRCA Written Syllabus)
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়ার আগে লিখিত সিলেবাস সম্পর্কে ভালো ভাবে জানতে হয়। রিটেন এক্সামে প্রতিটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। বাংলা ও ইংরেজি বিষয়ের প্রার্থীর সংখ্যা অনেক বেশি।
আরো পড়ুনঃ ১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন ২০১৯
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস স্কুল পর্যায়ের
বিষয়ঃ বাংলা
ক. সাহিত্য (Marks 60)
১. নির্বাচিত প্রবন্ধ
⇒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় — বাঙ্গলা ভাষা
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর — সভ্যতার সংকট
⇒ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন — অর্ধাঙ্গী
⇒ প্রমথ চৌধুরী — যৌবনে দাও রাজটীকা
⇒ কাজী আবদুল ওদুদ — বাংলার জাগরণ
⇒ কাজী নজরুল ইসলাম — রাজবন্দীর জবানবন্দী
⇒ মোতাহের হোসেন চৌধুরী — সংস্কৃতি কথা
⇒ সৈয়দ মুজতা আলী — বই কেনা
২. নির্বাচিত গল্প
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর — শাস্তি
⇒ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়— পুঁই মাচা
⇒ আব্দুল মনসুর আহমদ — হুযুর কেবলা
⇒ মানিক বন্দ্যোপাধ্যায় — প্রাগৈতিহাসিক
⇒ শওকত ওসমান — নতুন জন্ম
⇒ হাসান আজিজুল হক — আত্মজা ও একটি কবরী গাছ
⇒ মাহমুদুল হল — কালো মাফলার
⇒ আখতারুজ্জামান ইলিয়াস — রেইনকোট
৩. নির্বাচিত কবিতা
⇒মাইকেল মধুস‚দন দত্ত — আত্মবিলাপ
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর — ঐকতান
⇒কাজী নজরুল ইসলাম — চৈতী হাওয়া
⇒জীবনানন্দ দাশ — বনলতা সেন
⇒জসীম উদ্দিন — কবর
⇒শামসুর রাহমান — বর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা
⇒সৈয়দ শামসুল হক — আমার পরিচয়
⇒আল মাহমুদ — সোনালী কাবিন
৪. নির্বাচিত উপন্যাস
⇒সৈয়দ ওয়ালীউলাহ — চাঁদের অমাবস্যা
৫. নির্বাচিত নাটক
⇒মুনীর চৌধুরী — রক্তাক্ত প্রান্তর
Note:
[সাধারণ প্রশ্নঃ ১. নির্বাচিত প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস ও নাটক থেকে ৪টি প্রশ্ন থাকবে। (১০x৪)
সংক্ষিপ্ত প্রশ্নঃ ২. নির্বাচিত প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস ও নাটক থেকে ৩টি প্রশ্ন থাকবে। (৪x৩)
সপ্রসঙ্গ ব্যাখ্যাঃ ৩. নির্বাচিত প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস ও নাটক থেকে ২টি উদ্ধৃতির ব্যাখ্যা। (৪x২)]
খ. ভাষা শিক্ষা (Marks-40)
১. নিচের চারটি বিষয় থেকে ৩টি প্রশ্ন থাকবে। (৫x৩)
⇒ ভাষা রীতি — সাধু ও চলিত
⇒ছন্দ
⇒ বাংলা বানানের নিয়ম (বানান শুদ্ধিকরণ/বানানের নিয়ম)
⇒বাংলা উচ্চারণের নিয়ম (উচ্চারণ শুদ্ধিকরণ/উচ্চারণের নিয়ম)
⇒ পত্র রচনা — আবেদনপত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায় সংক্রান্ত পত্র।
⇒ অনুবাদ — ইংরেজি থেকে বাংলা
২. পত্র/প্রতিবেদন/ভাসণ অংশ থেকে ১টি প্রশ্ন থাকবে। (৫x১)
⇒পত্র রচনা (আবেদন পত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায় সংক্রান্ত পত্র)
⇒ প্রতিবেদন/ভাষণ রচনা
৩. অনুবাদ অথবা পারিভাষিক শব্দ (১০টি) থাকবে। (৫x১)
⇒অনুবাদ
⇒পারিভাষিক শব্দ
৪. প্রবন্ধ রচনা – ক্ষেত্রসমূহ [নির্বাচিত ক্ষেত্র থেকে ১টি শিরোনাম থাকবে – ১৫x১]
⇒ কল্পনাশ্রয়ী
⇒ নৈতিকতা ও মূল্যবোধ
⇒ বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু
⇒ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি
⇒ শিল্প, অর্থনীতি ও উন্নয়ন
⇒ সাম্প্রতিক বিষয় (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
বিষয়ঃ ইংরেজি
1. Part-1: Grammar (20 Marks= 5 x4)
⇒Preposition: Concept and Applications of preposition
⇒Subject –verb Agreement, Study of verbs, Use of Tenses
⇒Sentences (Changing) (Types of sentences: affirmative, negative, interrogative, imperative, exclamatory, simple, complex, compound, Comparison of Adjectives and Adverbs, Active/Passive Voice)
⇒Direct and Indirect Speeches
⇒Correction ( Article, preposition, verb, subject-verb agreement, punctuation and cohesive devices)
⇒Use of cohesive devices such as connectors, linkers etc.
⇒Phrases and idioms
⇒Completing sentences,
⇒Modal Auxiliaries
(Note: Four questions will be set from the above mentioned topics each question carrying 05 marks)
2. Part-2: Translation (10 Marks = 1×10)
3. Part 3: Reading (15 Marks = MCQ 1×5 + Short Question 2×5)
Note: An unseen text will be provided on contemporary issues, news article or any other authentic sources. MCQs will be set based on the words from the text. Candidates have to identify synonym/ antonym/ identifying word class. Short questions will be open ended.
4. Part-4: Stylistics devices/Ornamentation/ Different Genres of Text (Marks 15 = 3×5)
Writing short notes:
Imagery, Simile, Metaphor, Tragic Flaw, Tragic Hero, The use of supernatural elements, Personification, Metonymy, Symbol, Irony, Climax, Anticlimax, Alliteration, Onomatopoeia, Hyperbole, Oxymoron, Paradox, Allusion, Conceit, Rhyme Scheme, Stanza, Elegy, Sonnet, Lyric, Dramatic Monologue, Ode, Ballad, Satire, Central Theme, Tone of text, Narrative (fictional or non-fictional novels, short stories), Poetry, Drama/Play.
5. Part-5: Writing: 40
⇒ Formal letter (Marks 10)
⇒Paraphrasing (poem or short story)(Marks 10)
⇒ Paragraph writing (Descriptive, narrative, persuasive/argumentative, imaginative and creative, comparison and contrast, cause and effect) (Marks 10)
⇒Expressing Solution to a problem (Marks 10)
অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, উদ্ভিদ বিদ্যা, চারু ও কারুকলা, কম্পিউটার বিজ্ঞান এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় গুলোর ১৮ তম নিবন্ধন লিখিত সিলেবাস জানতে এখানে ক্লিক করুন।
বিঃদ্রঃ – নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে আবেদনকারী সকল প্রার্থীদের জন্য।
বিষয়ভিত্তিক ৩৫-৪৫তম বিসিএস প্রশ্ন সয়াধান নিতে এখনই এনরোল করুন।
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাস স্কুল-২ পর্যায়ের
বিষয়ঃ ভাষা
ক. বাংলা-৫০
১. উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের সিলেবাসে অন্তর্ভূক্ত গদ্য ও পদ্যাংশ হতে সংক্ষিপ্ত প্রশ্ন।
২. ব্যাকরণ: সমাস, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, সন্ধি, সমার্থক শব্দ, ধাতু, বিপরীত শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা।
৩. পত্র লিখনঃ আবেদনপত্র, দাপ্তরিক পত্র, সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্রে চিঠি।
৪. ভাব-সম্প্রসারণ ।
৫. সারাংশ লিখন ।
খ. English: 50
i). Grammar:
ii). Parts of speech
iii). Articles
iV). Tense
v). Kinds of verbs
vi). Voice change
2. Translation from Bangla to English.
3. Letter/Application writing/writing a report on a problem.
4. Paragraph writing.
5. Comprehension.
অন্যান্য বিষয় গুলোর লিখিত সিলেবাস জানতে এখানে ক্লিক করুন।
বিঃদ্রঃ – এবতেদায়ি মাদরাসার জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক, ক্বারি; মাধ্যমিক কারিগরি/ দাখিল কারিগরি/ ভোকেশনাল ইনস্টিটিউট-এর ট্রেড ইন্সট্রাক্টর পদে আবেদনকারী সকল প্রার্থীদের জন্য।
৪৬তম বিসিএস ফাইনাল রিভিশন দিতে এখনই নিন।
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস কলেজ পর্যায়ের
বিষয়ঃ বাংলা
১. নিম্নলিখিত রচয়িতাদের জীবনী ও উল্লেখযোগ্য রচনাবলিঃ চন্ডীদাস, মুকুন্দরাম, আলাওল, ভারতচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যয়, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, জীবনানন্দদাশ।
২. বাংলা সাহিত্যের বিভিন্ন ধারাঃ পদাবলি, মঙ্গল কাব্য, জীবনী কাব্য, রোমান্টিক উপাখ্যান, অনুবাদ কাব্য, দোভাষী কাব্য, মহাকাব্য, গীতি কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প।
৩. বাংলার ব্যাকরণ ও রচনাঃ ক. বাগধারা খ. সমার্থক শব্দ গ. বিপরীতার্থক শব্দ ঘ. ছন্দ, অলংকার ঙ.ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান, বাংলা বানানের নিয়ম ইত্যাদি।
৪. বাংলা ভাষার সাধারণ পরিচয় (ইতিহাস)।
৫. বাংলাদেশের সাহিত্য: কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প
বিষয়ঃ ইংরেজি
1. History of English Literature: Candidates are required to have a general knowledge of English Literature from Elizabethan period to Modern period i.e. Christopher Marlowe to T.S. Eliot with special reference to the major movements and genres during different period.
2. Literary terms: Epic, drama, novel, tragedy, comedy, tragi-comedy, short story, romance, allegory, ode, ballad, lyric, pastoral poetry, dramatic monologue, elegy, sonnet, mock-epic, satire, three unities, miracle and morality plays, fable, interlude, soliloquy, poetic justice, parable.
3. Figures of Speech: Simile, metaphor, image, irony, analogy, symbol, conceit, wit, personification, hyperbol, paradox, epigram, climax, anti-climax.
4. Individual Authors: Candidates are expected to be familiar with the major works of the following authors –
i. William Shakespeare,
ii. John Milton,
iii. Jonathan Swift,
iv. Alexander Pope,
v. Charles Dickens,
vi. William Wordsworth,
vii. S.T. Coleridge,
viii. John Keats,
ix. P.B. Shelley,
x. Byron,
xi. E.M.Forster.
xii. Bernard Shaw and
xiii. T.S. Eliot.
5. Formal letter, letter to editors, complaint, request, job application
6. Summary writing
7. Grammar-
Any two from the following terms:
i. Changing words from one parts of speech to another and making sentence with them.
ii. Synonyms and Antonyms and making sentences with them.
iii. Completing sentences.
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অন্যান্য বিষয়ের কলেজ পর্যায়ের লিখিত সিলেবাস জানতে এখানে ক্লিক করুন।
বিঃদ্রঃ – উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক / ইন্সট্রাক্টর (টেক) পদে আবেদনকারী সকল প্রার্থীদের জন্য।
আরও পড়ুনঃ ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান স্কুল ও কলেজ পর্যায় (17th NTRCA Question Solution)
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি যেভাবে নিবেন
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে প্রথমেই সংশ্লিষ্ট লিখিত সিলেবাস ভালোভাবে দেখে নিতে হবে। সিলেবাস ও বিগত ১০ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে লিখিত প্রশ্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা পাওয়া যায়। এর সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নোট করে বা দাগিয়ে আপনার প্রস্তুতিকে সহজ করে নিতে হবে।
সিলেবাসের টপিকগুলো বিশ্লেষণ করলে দেখতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বই এবং স্নাতকে পঠিত বিষয়ের অংশবিশেষ। তাই সিলেবাস দেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বই এবং স্নাতকের পঠিত বই থেকে টপিক মিলিয়ে প্রস্তুতি নিতে পারবেন।
লিখিত পরীক্ষায় অবশ্যই সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবেন। সকল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ও গোছানো উপায়ে দেয়ার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রাখবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত সিলেবাস ও প্রস্তুতি নিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।