Skip to content
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • Toggle search form
ব্যাংক জব প্রস্তুতি

ব্যাংক জব প্রস্তুতি: যেভাবে প্রস্তুতি শুরু করবেন

Posted on September 7, 2021June 10, 2022 By Zaki Rezwana No Comments on ব্যাংক জব প্রস্তুতি: যেভাবে প্রস্তুতি শুরু করবেন 14,358 views
পোস্টটি শেয়ার করুন !

ব্যাংক জব প্রস্তুতি বর্তমান তরুণ সমাজের সাধনার জায়গা। এখনকার মুক্তবাজার অর্থনীতির প্রভাবে দেশে বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে গড়ে উঠেছে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংক ব্যাবস্থা। আজকাল পেশা হিসেবে ব্যাংকিং অনেকটাই বিশেষায়িত হয়ে উঠেছে এর বহুমুখী সুযোগ-সুবিধাগুলোর জন্য।

দেশের তরুণ প্রজন্মের কাছে ব্যাংক জব এখন অনেক বেশি আকর্ষণীয়। সামাজিক সম্মান, আকর্ষণীয় বেতন, ক্যারিয়ারে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ- এই সবকিছু যে গুটিকয় পেশায় মেলে, ব্যাংকিং তার মধ্যে একটি।

ব্যাংকিং, পেশা হিসেবে কেমন

সার্বিক মূল্যায়নে ব্যাংকিং পেশা একটি চমৎকার পেশা। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি এ পেশায় নিজেদের জীবনযাত্রার মান, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হয়। আর এসব কারণেই ব্যাংকিং ক্যারিয়ার এখন অনেক মেধাবীর স্বপ্ন। 

তবে সেই স্বপ্ন পূরণে দরকার পড়ে কাঠ-খড় পুড়ানো সাধনা। পেশা যতবেশি সম্ভাবনাময়, তা পেতে প্রতিযোগিতাও হয় ততবেশি। তাই দরকার কৌশলপূর্ণ প্রস্তুতি ও চেষ্টা। ব্যাংকিং খাতের বিভিন্ন পদে বিভিন্ন পেশার প্রচুর চাকুরীর চাহিদা রয়েছে, যা ভবিষ্যৎ জীবন গড়ার জন্য উপযুক্ত স্থান। 

ব্যাংক জব যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই চাকরির জন্য আবেদন করা যায়। সদ্য অনুমোদন পাওয়া ৯টি ব্যাংকসহ বাংলাদেশে এখন মোট ব্যাংক সংখ্যা ৫৬টি। এর মধ্যে ৪ টি ব্যাংক সরকারি। ৩৯টি ব্যাংক বেসরকারি, বিশেষায়িত ৪টি ও বিদেশি ৯টি। 

বেসরকারি ব্যাংকগুলো শাখা ও সংখায় বৃদ্ধিলাভ করায় এর কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে উন্নত গ্রাহকসেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। যার ফলে সৃষ্টি হচ্ছে ক্যারিয়ার গড়ার ব্যাপক সুযোগ সুবিধা। তাই স্নাতক পাশ করেই ব্যাংক জব প্রস্তুতি শুরু করে দিন।

First Slide

ব্যাংক জব সিলেবাস ও মানবন্টন


বেসরকারি ব্যাংকগুলোতে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুস্মরণ করে নিয়োগ দেয়া হয়। পদভেদে এসব ব্যাংক জব প্রস্তুতির জন্য দরকার হয় আলাদা প্রস্তুতির। তবে কিছু কমন বিষয়ে মিল থাকে।

ব্যাংক জব পরিক্ষার মানবণ্টন

পরীক্ষার নামমার্কস
প্রিলিমিনারি১০০
লিখিত২০০
মৌখিক২৫

প্রিলিমিনারি

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়। এই ধাপ থেকে অনেকেই বাদ পড়েন। তাই এই ধাপ অনেক গুরত্বপূর্ণ সামনে এগিয়ে যাবার জন্য।


সরকারি ব্যাংক এর ক্ষেত্রে ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা হয়। এতে উত্তর করতে হয় ৮০ নাম্বার। প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১.২৫ নাম্বার, আর ভুল উত্তরে ০.২৫ নাম্বার কাটা যায়।


প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিগত পাঁচ-ছয় বছরের পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান করা। প্রশ্নের বিষয়গুলোর উপর স্বচ্ছ ধারণা রাখা। এছাড়া খবরের কাগজের ইংরেজি আর্টিকেলগুলো পড়তে হবে।

প্রিলিমিনারি প্রশ্নের বিষয়বস্তু ও মানবণ্টন

বিষয়বস্তুনাম্বার বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য২০
ইংলিশ২০
গনিত ও মানসিক দক্ষতা৩০
সাধারণ জ্ঞান২০
কম্পিউটার১০

আরও পড়ুনঃ ব্যাংক জব প্রস্তুতি  : ১০০ দিনে যেভাবে ব্যাংক প্রস্তুতি নিবেন (bank job preparation)

লিখিত পরীক্ষা 

ব্যাংক জব প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষার ভালো প্রস্ততি থাকা আবশ্যক। এর জন্য বিগত সালগুলোর প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। শব্দভাণ্ডার বাড়াতে হবে। শব্দগুলো দিয়ে বানান ভুল ছাড়া বাক্য তৈরি করা পারতে হবে। ব্যাকরণ-এ ভালো হতে হবে।

বাংলাদেশের সংবিধান, চলতি বাজেট, অর্থনৈতিক রিভিউস, ব্যাংক টপিক, দেশের সাধারণ সমস্যা, শিক্ষা, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি, বিশ্বের চলতি/ সংকটপূর্ণ/আলোচ্য বিষয় সম্পর্কে জানুন। লিখার জন্য পড়ুুন।
সব ক্যাটাগরিতে লিখার অভ্যাস গড়ে তুলুন। লিখার স্পীড বাড়ান। লিখার সময় একই শব্দ বা আইডিয়ার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন।

লিখিত প্রশ্নের বিষয়বস্তু ও মানবণ্টন

বিষয়বস্তুনাম্বার বণ্টন
বাংলা২৫-৩০
ইংরেজি১০০ এর বেশি
গনিত৫০-৭০
ব্যাংক জব প্রস্তুতি ১০০ দিনে

১০০ দিনে ব্যাংক জব প্রস্তুতি নিতে আমাদের এই প্রোগ্রামে এখনই এনরোল করুন।

Enroll Now

ব্যাংক জব প্রস্তুতি

ব্যাংক জব প্রস্তুতি হিসেবে নিজেকে প্রাথমিক(প্রিলিমিনারি) এবং লিখিত দুটো পরীক্ষার জন্যই প্রস্তুত করুন। কারণ আপনার লক্ষ হওয়া উচিত ব্যাংক জব পাওয়া। শুধুমাত্র MCQ/প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা নয়।
বাংলা বুকলিস্ট ও সিলেবাস
ইংরেজি বুকলিস্ট ও সিলেবাস
গণিত বুকলিস্ট ও সিলেবাস
সাধারণ জ্ঞান বুকলিস্ট ও সিলেবাস

বাংলা বুকলিস্ট ও সিলেবাস

ব্যাংক এর যেকোনো পরীক্ষায়ই বাংলা ভাষা ও বাংলা সাহিত্য থেকে গতানুগতিক ধারার প্রশ্ন এসে থাকে। প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায়ই বাংলা ২০-৩০ নাম্বার করে উত্তর করতে হয়। 

বাংলা সিলেবাস

বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে বাংলা বিষয়ক প্রশ্নগুলো করা হয়ে থাকে। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, বাক্য, লিঙ্গান্তর, সন্ধি-বিচ্ছেদ, বচন, বানান শুদ্ধি, সমাস, কারক ও বিভক্তি, পদ, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, এককথায় প্রকাশ, অর্থনীতিবিষয়ক প্রবন্ধ, অনুবাদ প্রভৃতি থেকে প্রশ্ন হয়ে থাকে।

এ ছাড়া বাংলা ভাষা ও সাহিত্যের উৎপত্তি এবং বিকাশ, বিখ্যাত কবি-সাহিত্যিকদের জীবনী, তাদের কর্ম, সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্র, ঘটনা ও উক্তি, বিখ্যাত পত্রপত্রিকার সম্পাদক ইত্যাদি সম্বন্ধেও প্রশ্ন হয়ে থাকে।

বাংলা প্রয়োজনীয় বই

  • বাংলা ভাষা ব্যাকরণ(৯ম-১০ম শ্রেণী) 
  • MP3 George’s বাংলা ভাষা ও সাহিত্য by Dr. Md Shahnewaz Hossain George
  • বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর


ইংরেজি বুকলিস্ট ও সিলেবাস

ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা বেশি ভুল করে থাকেন ইংরেজিতে। সেজন্য এ বিষয়ে খুব ভালো রকম প্রস্তুতি থাকতে হয়।

ইংরেজি সিলেবাস এবং যা যা পড়তে হবে

letter, word, sentence, parts of speech,  person, tense, number, narration, voice, gender, correction, phrase and idioms, completing sentence, correct spelling, synonym, antonym ইত্যাদি থেকে প্রশ্ন হয়ে থাকে। 

এ ছাড়া ইংরেজি সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্ম ও এর রচয়িতা, কবি-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম ও জীবনী, বিভিন্ন কবিতা, গল্প, নাটক-উপন্যাসের চরিত্র ও বিশেষ উক্তিগুলো সম্পর্কে ভালো ধারনা থাকতে হয় প্রশ্নের উত্তর করার জন্য।

ইংরেজি প্রয়োজনীয় বই

ব্যাকরণ অংশের জন্য( For Grammar Part):
  • Cliff’s TOEFL
  • English for Competitive Exams – Md. Fazlul Hoque.
  • The English Bible
  • A Passage to English Sentence 
  • Practical English Usage – Michael Swan (If possible)
  • Pearson’s Objective English (If possible)
শব্দ ভাণ্ডারের জন্য( For Vocabulary):
  • Word Smart
  • Saifur’s Vocabulary
  • Saifur’s Analogy
  • Bank Vocabulary by Arifur Rahman
  • Barron’s SAT1 (If possible)
  • Word Power Made Easy – Norman Lewis(If possible)
রিডিং এর জন্য( For reading Test):
  • Peterson’s TOEFL
  • Barron’s iBT TOEFL (If possible)
For CV, Resume, Business Letter & Cover Letter Writing:
  • Oxford Handbook of Commercial Correspondence by Ashley
প্র্যাকটিস করার জন্য( for practicing):
  • English For Competitive Exams by Md Fazlul Huq
  • Pearson’s Objective English For Competitive Examinations By Edgar Thorpe & Showick Thorpe.

গনিত বুকলিস্ট ও সিলেবাস

ব্যাংক জব প্রস্তুতি মানেই গণিত। যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষাতে গনিত ও মানসিক দক্ষতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তাই পরীক্ষায় ভালো করতে হলে গণিতে গুরুত্ব দিতে হয়।

লিখিত পরীক্ষাকে মাথায় রেখে গণিত করলে ব্যাংক জব প্রস্তুতি ভালভাবে নেয়া সম্ভব হয়। গণিতের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণিত বুঝতে পারা। কারণ গণিত প্রশ্ন করা হয় ইংরেজি ভার্সন-এ।

গণিত সিলেবাস এবং যা যা পড়তে হবে

গণিত থেকে শতকরা, সুদ-আসল, লাভক্ষতি, বিন্যাস-সমাবেশ, অংশীদারি কারবার, বয়স, অনুপাত, লসাগু-গসাগু, সরল, ঐকিক নিয়ম, বর্গ, মান নির্ণয়, সামান্তধারা নির্ণয়, সাধারণ চার নিয়ম, সমাধান  জ্যামিতিক সূত্র ও সংজ্ঞা, এবং সমীকরণ এর মতো বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। 

গণিতকে বীজগণিত, পাটিগণিত, ও জ্যামিতি এই তিন ভাগে ভাগ করা যায়। জ্যামিতি থেকে প্রশ্ন খুব কম আসে। তাই বাকি দুই অংশকে বেশি গুরুত্ব দিলে ফল ভালো আসে।

গণিত প্রয়োজনীয় বই(Mathematics Booklist)

  • গণিত পাঠ্য বই ক্লাস ৭ম, ৮ম, ৯ম-১০ম(সাধারণ এবং উচ্চতর), একাদশ-দ্বাদশ(উচ্চতর গণিত) – অধ্যায় সেট, বিন্যাস এবং সমাবেশ।
  • Khairul’s basic math – মোঃ খইরুল আলম
  • Agarwal Math
  • Nova GRE Math Bible
  • Professor’s Key to Bank Job
  • Khairul Advance Maths (If possible)
  • Barron’s GMAT (If possible)
  • Barron’s new GRE (If possible)
  • Khairul Advance Maths (If possible)
  • Bank Job or MBA Shortcut Math by Arifur Rahman (If possible)

সাধারণ জ্ঞান বুকলিস্ট ও সিলেবাস

ব্যাংক জব প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান তিন ভাগে ভাগ করে পড়া যেতে পারে, যথা – স্থায়ী সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, এবং বাংলাদেশ বিষয়াবলী।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে ৪/৫ নাম্বারের প্রশ্ন আসে। প্রতিদিন খবরের কাগজ পড়লে এবং সংবাদ দেখলে তার ২/৩ নাম্বার পাওয়া যায়।

বাংলাদেশ বিষয়াবলিতে আর্থিক খাতের বিভিন্ন তথ্য, অর্থনৈতিক সমীক্ষা, আমদানি-রপ্তানি খাত ইত্যাদি থেকে প্রশ্ন এসে থাকে। সাধারণ জ্ঞান নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। কমন প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আর গণিত এবং ইংরেজিতে ভালো করলে ফল ভালো আসবে।

সাধারণ জ্ঞান সিলেবাস এবং যা যা পড়তে হবে

সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশবিষয়ক প্রশ্নগুলোর উত্তর দিতে ভৌগোলিক বিষয়াবলি, সীমানা, আয়তন, কৃষিজ, বনজ, প্রাণিজ ও খনিজ সম্পদ, নদ-নদী, শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও মুক্তিযুদ্ধ, অর্থনৈতিকব্যবস্থা, সংস্থা ও প্রতিষ্ঠান, পুরস্কার ও সম্মাননা, নৃতাত্ত্বিক পরিচয় এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানতে হয়। এ ছাড়া বিশ্ব রাজনীতি, সাম্প্রতিক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, মহাদেশ, সীমারেখা ও স্থান, দেশ ও জাতি, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন, চুক্তি ও সনদ, পুরস্কার ও সম্মাননা, বিশ্ব অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত স্থান ও স্থাপনা বিষয়ে জ্ঞান রাখতে হবে।

সাধারণ জ্ঞান প্রয়োজনীয় বই(General Knowledge books)

  • Current Affairs for General Knowledge কারেন্ট অ্যাফেয়ার্স
  • প্রথমআলো নিউজ পোর্টাল (ব্যবসা, খেলাধুলা, আইসিটি, এবং বিজ্ঞান)।
  • Examveda
  • MP3 বাংলাদেশ বিষয়াবলি
  • Professors Job Solution

কম্পিউটার বুকলিস্ট ও সিলেবাস

কম্পিউটার বিষয় থেকে প্রশ্ন আসে ১০ নাম্বারের। 

কম্পিউটার সিলেবাস

কম্পিউটার যন্ত্র পরিচিতি, বাইনারি নাম্বার, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল শর্টকাট, সোশ্যাল মিডিয়া, গেইট মেকানিজম ইত্যাদি বেসিক জিনিস থেকে প্রশ্ন এসে থাকে। 

এছাড়াও বিজ্ঞান থেকেও বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, দৈনন্দিন বিজ্ঞান, আলো, তাপ, শব্দ, বিদ্যুৎ, চুম্বক, উদ্ভিদ ও প্রাণিবিদ্যা, মানবদেহ, খাদ্য ও পুষ্টি, চিকিৎসাবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, বায়ুমণ্ডল, ভূগোল, প্রাকৃতিক ভূগোল, খনিজ ও মৃত্তিকা, যন্ত্রবিদ্যা, ইলেক্ট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন এসে থাকে। 

কম্পিউটার প্রয়োজনীয় বই(Computer Booklist)

  • Current Affairs for ICT
  • ICT book for classes 9-10 and 11-12
  • George’s easy ICT book
  • Saifurs Banking Awareness (If possible)

মানসিক দক্ষতা/আইকিউ ও অ্যানালিটিকাল স্কিল

ব্যাংক নিয়োগ পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন করা হয় পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা/ মানসিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে। নিজের বুদ্ধিমত্তা ও বিশ্লেষণী বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। বিষয়টি বেশ কঠিন।

  • অফিসিয়াল জিম্যাট
  • ব্যারনস জিম্যাট 
  • আইকিউ টেস্টের যেকোনো বই 

নিয়মিত চর্চা করলে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ হয় যেকোনো পরীক্ষার্থীর জন্য।

বিসিএস নাকি ব্যাংক জব? কোনটি ভাল হবে? কেন ভাল হবে? (BCS vs Bank job)


অনেকের বুঝে উঠতে পারেন না কিসের প্রস্তুতি নিবেন, বিসিএস নাকি ব্যাংক জব? দুটি সেক্টরের নিয়োগ পরীক্ষা কাছাকাছি সময়ে হওয়ায়, আরো এই বিভ্রান্তির সৃষ্টি হয়। 

সবচেয়ে ভালো উপায় সমন্বিত প্রস্তুতি নেয়া। কারণ এসব চাকুরীর ক্ষেত্রে চাকুরী হবেই এমন নিশ্চয়তা থাকে না। এছাড়া বিসিএসে নানা জটিলতার কারণে নিয়োগ বিলম্বিত হয়। অন্যদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অনেক দ্রুত সম্পন্ন হয়।

ব্যাংক বা বিসিএস দুটো পরীক্ষার প্রস্তুতির জন্যই অনেক তথ্যবহুল থাকতে হয়। গণিত এর উপর জোর দেয়া হয়। তাই এক সঙ্গে দুটোর প্রস্তুতি নেয়া উচিত। তাহলে একটিতে চাকুরি না হলেও অন্যটিতে হবার সুযোগ থাকে।

ব্যাংক জব প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো উপায় প্র্যাকটিস করা। বিভিন্ন মডেল টেস্ট দেয়া এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা। পাস না করলেও আত্মবিশ্বাস বাড়বে এমন পরীক্ষায়।


পোস্টটি শেয়ার করুন !
First Slide
General Tags:bank job, bank job preparation, ব্যাংক, ব্যাংক জব প্রস্তুতি (প্রিলিমিনারি বই তালিকা ও বিষয়ভিত্তিক টিপস), ব্যাংক জব: লিখিত পরীক্ষার প্রস্তুতি ও বইতালিকা

Post navigation

Previous Post: বিসিএস লিখিত প্রস্তুতি (গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা)
Next Post: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও বুকলিস্ট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক পোস্ট

  • ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল (41th bcs written exam result) June 28, 2022
  • ৪৪ তম বিসিএস পরীক্ষার রেজাল্ট ২০২২ (44 bcs preliminary result 2022) June 21, 2022
  • Live MCQ Program – বিসিএস , ব্যাংক ও সরকারি চাকরীর প্রস্তুতি যেভাবে নিবেন (BCS prostuti live mcq exam) June 15, 2022
  • ৪৫ তম বিসিএস প্রস্তুতি : ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ১৮০ দিনে যেভাবে নিবেন (45 BCS preparation) June 12, 2022
  • ব্যাংক প্রস্তুতি : ব্যাংক জব প্রস্তুতি ১০০ দিনে যেভাবে নিবেন (bank job preparation) June 9, 2022

সর্বাধিক পঠিত পোস্ট

  • বিসিএস ক্যাডার চয়েস কিভাবে করবেন? (BCS Cadre List & BCS Cadre Choice) - 54,778 views
  • বিসিএস সিলেবাস ও মানবন্টন (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সিলেবাস) - 38,583 views
  • বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus Bangla) - 36,666 views
  • বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি কি? - 32,357 views
  • বিসিএস পরীক্ষার বই তালিকা (প্রিলি পাশ করতে যে বইগুলো পড়তে হবে) - 24,532 views
  • ব্যাংক জব প্রস্তুতি: যেভাবে প্রস্তুতি শুরু করবেন - 14,358 views
  • বিসিএস প্রস্তুতি : শূন্য থেকে যেভাবে শুরু করবেন (BCS Preparation) - 12,463 views
  • বিসিএস লিখিত পরীক্ষার বুকলিস্ট (যেভাবে শুরু করবেন প্রস্তুতি) - 12,127 views
  • ৪৪ তম বিসিএস সিট প্ল্যান : ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস  ২০২২ - 11,539 views
  • বিসিএস পরীক্ষা পদ্ধতি (শুরু থেকে শেষ পর্যন্ত বিসিএস পরীক্ষা) - 11,002 views

হ্যালো বিসিএস ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন

‘Hello BCS’ অ্যাপে বিসিএস , প্রাইমারি এবং ব্যাংক সহ সকল চাকরির প্রস্তুতি

আপনার বিসিএস প্রস্তুতি যাচাই করতে নিচের অ্যাপটি ইনস্টল করুন

যোগাযোগ :

সম্পাদক: হ্যালো বিসিএস

অফিস : ১/৩, তরঙ্গ, মজুমদারী,
এয়ারপোর্ট রোড,
সিলেট, বাংলাদেশ

মুঠোফোন : +৮৮০১৭৭৯৮৯৯৪০৮

ইমেইল: mail.liilab@gmail.com

হ্যালো বিসিএস:

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

BCS, bank, primary and all other job preparation and live exam app.
App Link: https://join.hellobcs.com/EFnh

অন্যান্য:

  • Privacy Policy
  • আমাদের সম্পর্কে

আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

Copyright © 2022 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab