যেকোনো চাকরির প্রস্তুতিতে সবচেয়ে প্রথম ধাপ জব সলিউশন। বিগত বছরের পরীক্ষায় আসা চাকরির প্রশ্ন সমাধান বিসিএস, প্রাইমারিসহ যেকোনো চাকরির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করবো জব সলিউশন নিয়ে।
সরকারি চাকারির গ্রেডসমূহঃ
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী চাকরিকে ২০ টি গ্রেডে ভাগ করা হয়েছে। তারমধ্যে বিসিএস ক্যাডার কে ১ গ্রেডের চাকরি বলা হয়।
শ্রেণী | গ্রেড |
১ম | ১ম-৯ম গ্রেড |
২য় | ১০ম গ্রেড |
৩য় | ১১-১৬ গ্রেড |
৪র্থ | ১৭-২০ গ্রেড |
জব সলিউশন দিয়ে কিভাবে প্রস্তুতি নিবেন?
১) যেকোনো চাকরির প্রশ্ন সমাধান প্রশ্ন সম্পর্কে একটা ধারনা দেয়। ফলে চাকারির পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করে।
২) জব সলিউশন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারনা পাবেন। তাই জব সলিউশন করার সময় টপিকগুলো লিস্ট করে রাখতে ভুলবেন না।
৩) জব সলিউশন করতে গিয়ে নিজের স্ট্রেন্থ ও উইকনেস বুঝতে পারবেন। কোন বিষয়ে আপনার দুর্বলতা রয়েছে এবং কোন বিষয়ে আপনার পারদর্শীতা রয়েছে। ফলে সেই অনুযায়ী রুটিন বানিয়ে প্রস্তুতি নিতে পারবেন।
৪) জব সলিউশন করতে গিয়ে দেখবেন অনেক প্রশ্ন রিপিট হয়। ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো প্রথম থেকেই মুখস্থ হয়ে যাবে।
জব সলিউশন কোথায় পাবেন?
বাজারে বিসিএস, প্রাইমারি, ব্যাংক সহ অন্যান্য বিভিন্ন চাকারির জব সলিউশন পাওয়া যায়। আপনি যেকোনো প্রকাশনীর বই নিতে পারেন। তাছাড়া আপনি চাইলে অনলাইনেও জব সলিউশন কোর্স নিতে পারেন। যার ফলে আপনি বিগত বছরের প্রশ্নে চাইলে পরীক্ষা দিতে পারবেন। আর প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানও দেখতে পারবেন। এভাবে হাজারো পরীক্ষার্থীর সাথে যাচাই করে নিজের স্ট্রেন্থ ও উইকনেস গুলো খুব সহজেই বের করতে পারবেন। এখানে আমাদের অনলাইনের জব সলিউশন এর বিভিন্ন কোর্সগুলো উল্লেখ করা হল-
বিসিএস জব সলিউশন
১০ম থেকে ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান রয়েছে এই প্রোগ্রামে। হাজারো পরীক্ষার্থীর সাথে পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান
২০১০ – ২০২২ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে। প্রতিটি পরীক্ষার সমাধান তো থাকবেই।
ব্যাংক জব সলিউশন (বাংলাদেশ ও সমন্বিত)
বাংলাদেশ ও সমন্বিত ব্যাংক জব সলিউশনে প্রোগ্রামে বিগত বছরের ব্যাংক পরীক্ষার সহকারী পরিচালক, অফিসার ইত্যাদি বিভিন্ন পদের প্রশ্ন সমাধান সহ রয়েছে।
জব সলিউশন (বিভিন্ন চাকরির)
বিসিএস, প্রাইমারি, ব্যাংক ছাড়াও আরো অনেক চাকারির পরীক্ষা প্রতিনিয়ত হয়। পিএসসি কর্তৃক নিয়ন্ত্রিত এই সব বিভিন্ন গ্রেডের চাকারির পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে এই প্রোগ্রামটি।
জব সলিউশন নিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।