বিসিএস এর পরে NTRCA হলো চাকরির আরেক ধৈর্যের খেলা। প্রথমবার যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের মনে হবে এ আর কি বেসরকারি চাকরি যাই লিখবেন পাশ দিয়ে দেবে এমন ধারণা করলে আপনি বরাবর ফেল করতে পারেন। মনে রাখবেন এখানে সবাই যার যার সেরা এবং সর্বোচ্চটাই দিবে। খাতা দেখবে যারা তারা এতো সহজে মার্কস দিবে না। তাই পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আজকের আর্টিকেলে ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবো।
শিক্ষক নিবন্ধন পরীক্ষা (NTRCA)
সারাদেশে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় ৩৬ হাজার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক NTRCA শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি তিন ধাপে হয়ে থাকে। প্রিলি, লিখিত এবং ভাইভা। প্রিলি ১০০ মার্কসের, লিখিত ১০০ মার্কসের এবং ভাইভাতে ২০ নম্বর থাকে । স্কুল, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায় এই তিন বিভাগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান স্কুল ও কলেজ পর্যায়
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রতিটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ মার্কসের পরীক্ষা হয়ে থাকে। যেহেতু জেনারেল সাবজেক্টের সাথে ঐচ্ছিক বিষয়গুলোতে পরীক্ষা হয়ে থাকে । তাই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে প্রস্তুতি নিতে সহজ হতে পারে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত পড়ুন এই আর্টিকেলেঃ
18th NTRCA Exam Written Syllabus
১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিবেন
শিক্ষক হতে চাইলে লিখিত পরীক্ষার মার্কসই হবে আপনার চাকরির সবচেয়ে বড় হাতিয়ার। নিবন্ধনের লিখিত পরীক্ষা আবেদনকারীর পঠিত বিষয় থেকেই হবে।
পঠিত বিষয়ের প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে আইডিয়া নেওয়া এবং তার মধ্যে থেকে কোন কোন ধরনের প্রশ্ন হয় সেই বিষয়ে পরিপূর্ণ ধারণা গ্রহণ করা।
লাইব্রেরিতে দেখুন শিক্ষক নিবন্ধনের কোন বইটিতে গুছানোভাবে সাজিয়ে প্রশ্ন লিখা হয়েছে। নিজের পছন্দ অনুযায়ী বইটি কিনে ফেলুন। নিজের কাছে থাকা একাডেমিক বইগুলো পড়ে প্রতিটি বিষয়ের স্বচ্ছ ধারণা নিন।
অনার্সে টপ করেছে এমন অনেকেই লিখিত বিষয়ে ফেল করে। লিখিত পরীক্ষায় স্বচ্ছ ধারণা উপস্থাপন করতে না পারলে সঠিক মার্কস পাওয়া যায় না। ৪০ এ পাশ বলা হলেও ৪০ এ চাকরি পাওয়া যাবে না কারণ এখানে পাশ করা অনেক কঠিন।
যাদের একাডেমিক জ্ঞান ভালো বইয়ের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা আছে পরীক্ষার তারিখ দেওয়ার সাথে সাথে পড়াশোনা শুরু করুন।
লিখিত পরীক্ষায় হাজার এর মতো টিকবে। কিন্তু অংশগ্রহণ করবে লাখ লাখ প্রার্থী। তাই লিখিত পাশ করাই এখানে মূল খেলা। আবার ভাল মার্কস না পেলে চাকরি হওয়াটাও দুষ্কর।
শিক্ষক নিবন্ধন বিগত সালের প্রশ্ন সমাধান ( NTRCA Question Solution)
যেকোনো পরীক্ষার ক্ষেত্রে এর বিগত সালের প্রশ্নগুলো প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত সালের প্রশ্ন থেকে যেমন আইডিয়া নেওয়া যায় তেমনি কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা নেওয়া যায়। এনটিআরসি লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো দেখুন এই লিংকে।
আরও পড়ুনঃ ১০তম – ১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
৪৭ তম বিসিএস প্রিলি প্রস্তুতি শুরু করতে এখনই এনরোল করুন।
১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার টিপস
১. পরীক্ষার তারিখ দিয়ে দেওয়ার পর পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগ পর্যন্ত কোনো ধরনের টেস্ট না দেওয়াই ভালো। এতে আপনার দুশ্চিন্তা বাড়বে আত্মবিশ্বাসও কমতে পারে। এ ছাড়া সময়ও নষ্ট হবে।
২. পড়তে গেলে যে জিনিসগুলো মনে থাকছে না সেগুলো বাদ দিন। কারণ বেশি চাপ পড়লে পারা জিনিসগুলোই ভুলে যেতে পারেন।
৩. ওএমআর সিট এর প্রতিটি তথ্য খেয়াল রাখবেন। কোন তথ্য যাতে ভুল না হয়।
৪. যেহেতু লিখিত পরীক্ষায় সবচাইতে বেশি নম্বর পাওয়া যায় তাই লিখিত পরীক্ষায় প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট সিলেবাস ভালোভাবে দেখে নিতে হবে।
৫. বিগত ১০ বছরের পরীক্ষার প্রশ্ন মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করে বা দাগিয়ে পড়লে প্রস্তুতির ক্ষেত্রে সহজ হবে।
৬. দীর্ঘদিন লেখার চর্চা না থাকলে লেখার চর্চা বাড়ানো উচিত।
৭. প্রশ্নের উত্তর যতটা সম্ভব সংক্ষিপ্ত ও গুছিয়ে লেখা ভালো।
৮. লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে দুটি অংশ থাকে। প্রথমটি রচনামূলক অংশ, যেখান থেকে ৫টি প্রশ্নের উত্তর করতে হবে, যার প্রতিটির নম্বর ১৫। দ্বিতীয় অংশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে ৫টির উত্তর করতে হবে, যার প্রতিটির নম্বর ৫। রচনামূলক ও সংক্ষিপ্ত উভয় প্রশ্নে বিকল্প প্রশ্ন নির্বাচন করার সুযোগ রয়েছে।
৯.নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।
১০. পরীক্ষার আগে প্রবেশপত্র সহ দরকারি সব জিনিসগুলো আলাদা গুছিয়ে রাখবেন।
হেলো বিসিএস এর সাথে থাকুন। চাকরি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে নিজেকে একধাপ এগিয়ে রাখুন । ধন্যবাদ।