সহকারি উপজেলা শিক্ষা অফিসার অর্থাৎ ATEO নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। ২৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। তাই আজকে আমরা ATEO নিয়োগ প্রস্তুতি, পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করবো।
প্রথমেই অনেকেরই প্রশ্ন জাগে ATEO (এটিও) কি?
ATEO হচ্ছে সহকারি উপজেলা / থানা শিক্ষা অফিসার (Assistant Upazila/Thana Education Officer)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর তত্ত্বাবধানে ATEO নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ম গ্রেডের এই চাকরির বেতন স্কেল হচ্ছে ১৬০০০ – ৩৮৬৪০ টাকা।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষার যোগ্যতা
ATEO পদে আবেদনের জন্য-
- প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
- বিভাগীয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক শিক্ষকদের বোঝানো হয়েছে।
- ৪৫ বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সাধারণ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না। তাছাড়া নতুন শিক্ষকরা আবেদন করতে পারবেন কি না তা নিয়ে চাকরি প্রার্থীরা দ্বিধায় পড়ে থাকেন। সরকারি বিধি অনুযায়ী, প্রাথমিক শিক্ষকদের কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
এক সূত্র থেকে দেখা যায় যে, দুই বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা টেলিটকের সিস্টমের মাধ্যমে আবেদন করতে পারছেন। কিন্তু আবেদন করতে পারলেও সরকারি বিধি মতে কম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা বাছাইয়ের সময় বাদ পড়তে পারেন। এবারের নিয়োগ পদের আবেদনের জন্য স্নাতকোত্তর/স্নাতক/ ডিপ্লোমাবিষয়ক বিষয় কোড ১০১-৯৯৯।
ATEO / সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা
সহকারি উপজেলা / থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা বিসিএসের মত সাধারণত ৩ ধাপে হয়। যথাঃ
১) প্রিলিমিনারি বা এমসিকিউ
২) লিখিত
৩) ভাইভা
আরও পড়ুনঃ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
ATEO নিয়োগ প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষার সাধারণত ১০০ মার্কের হয়ে থাকে। ১০০ মার্কের এই এমসিকিউ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকে ১ ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান ১; আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ মার্ক কাটা হয়।
সিলেবাস ও মানবণ্টন
বিষয় | নম্বর |
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
গণিত | ২৫ |
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) | ২৫ |
মোট= | ১০০ |
সহকারি উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষার প্রস্তুতি
বাংলা
বাংলা ব্যাকরণ অংশের কিছু গুরুত্বপূর্ণ টপিক-
- ভুল সংশোধন বা শুদ্ধকরণ,
- সমার্থক
- বিপরীত শব্দ,
- সন্ধি,
- প্রত্যয়,
- সমাস,
- ধ্বনি,
- বাক্য,
- বাগধারা,
- বর্ণ,
- শব্দ ও শব্দার্থ
- বাক্য সংকোচন
সাহিত্য পার্টের-
- প্রাচীন যুগ,
- মধ্যযুগ ও
- আধুনিক যুগের কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী
ব্যাকরণ অংশের জন্য ড. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ পড়তে পারেন। আর সাহিত্যের জন্য হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বইটি পড়তে পারেন।
ইংরেজি
কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
- Parts of speech,
- Right form of verb
- Appropriate word,
- Preposition,
- Transformation of sentences,
- Narration,
- Voice Change,
- Chose the correct Sentence,
- Synonyms,
- Antonyms,
- Phrases and Idioms,
- Translation
ইংরেজি সাহিত্য অংশে বিভিন্ন পিরিয়ড, বিখ্যাত লেখকদের উক্তি, সাহিত্য কর্ম ও কবিতার লাইন পড়তে পারেন।
গণিত
কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
- ঐকিক নিয়ম,
- ল.সা.গু, গ.সা.গু,
- শতকরা,
- লাভ-ক্ষতি,
- সুদকষা,
- অনুপাত-সমানুপাত,
- উৎপাদক,
- মান নির্ণয় ও সমীকরণ,
- অসমতা,
- সূচক ও লগারিদমের সূত্রের প্রয়োগ,
- জ্যামিতিতে রেখা, কোণ, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজসংক্রান্ত উপপাদ্য, পরিমিতি থেকে প্রশ্ন আসে।
৮ম থেকে ১০ম শ্রেণির গণিত বোর্ড বই ভালো ভাবে অনুশীলন করতে পারেন।
আরও পড়ুনঃ প্রাইমারি শিক্ষক নিয়োগ বিগত বছরের প্রশ্ন সমাধান
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলিতে কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
শিল্প ও বাণিজ্য, কৃষি, সরকার ও রাজনৈতিক ব্যবস্থা, অর্থনীতি, অর্থনৈতিক সমীক্ষা, প্রাকৃতিক সম্পদ, খেলাধুলা, গুরুত্বপূর্ণ স্থাপনা, বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান, সাম্প্রতিক ঘটনাবলি, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় সংসদ, ভৌগোলিক অবস্থা, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সভ্যতা।
আন্তর্জাতিক বিষয়াবলিতে কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
আন্তর্জাতিক দেশ, মুদ্রা, রাজধানী, পার্লামেন্ট, দিবস, সম্মেলন, পুরস্কার, সংস্থা ও জোট, বিশ্ব রাজনীতি, বিশ্বযুদ্ধ, গোয়েন্দা সংস্থা, লাইন-সীমারেখা, প্রণালী, খেলাধুলা ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ।
দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি থেকেও অনেক সময় প্রশ্ন থাকতে পারে।
বাংলাদেশ বিষয়াবলির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়তে পারেন । আন্তর্জাতিক বিষয়াবলির জন্য বাজারে প্রচলিত সাধারণ জ্ঞান ও গাইড বই এর সাহায্য নিতে পারেন। নিয়মিত দৈনিক পত্রিক পড়বেন যা আপনাকে সাম্প্রতিক বিষয়াবলীর প্রস্তুতি নিতে সহায়তা করবে।
ATEO লিখিত ও ভাইভা পরীক্ষা
এটিও লিখিত পরীক্ষা সাধারণত ২০০ নম্বরের হয়ে থাকে। যেখানে বাংলায় থাকে ৫০, ইংরেজিতে ৫০, গণিত ও মানসিক দক্ষতায় ৬০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকে। এই লিখিত পরীক্ষায় পাস করলে ৫০ নম্বরের ভাইভা পরীক্ষা দিতে হয়।
১৪তম-২০তম গ্রেডের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে আজই জয়েন করুন এই প্রোগ্রামে
যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে প্রয়োজন আত্মবিশ্বাস ও পরিকল্পনা মাফিক প্রস্তুতি। তাই সিলেবাস ভালোভাবে বিশ্লেষণ করে বিগত বছরের প্রশ্ন সমাধান করে প্রস্তুতি শুরু করুন এখনই।