লেখাপড়া শেষ করে স্মার্ট একটি ক্যারিয়ার গড়া বর্তমান তরুণ সমাজের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যে পৌঁছাতে তরুণ প্রজন্ম এখন ব্যাংক জব কে খুব বেশি প্রাধান্য দিচ্ছে। আকর্ষণীয় বেতন,সামাজি সম্মান,আর্থিক সচ্ছলত এবং ক্যারিয়ারে দ্রুত পদোন্নতি সব কিছু মিলিয়ে ব্যাংকিং ক্যারিয়ার এখন অনেকের স্বপ্ন। আজকের আর্টিকলে তাই ১০০ দিনে যেভাবে ব্যাংক জব প্রস্তুতি নিবেন তা নিয়ে আলোচনা করা হল।
ব্যাংক জব প্রস্তুতি – প্রথম বারেই সফল হবেন যেভাবে
ব্যাংকের পরীক্ষা বিসিএসের মতই অনেক বেশি প্রতিযোগিতামূলক। সুযোগ-সুবিধা বাড়ার সাথে সাথে ব্যাংক জবে প্রার্থীর সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। ব্যাংক জব বললেই সকলের মাথায় যে নামটা প্রথমেই আসে তা হল কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (Assistant Director) পদটির লোভ সামলানো অসম্ভব। তাই গতানুগতিক প্রস্তুতি নিলে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না।
বাংলাদেশ ব্যাংক ও সম্বনিত ব্যাংক সহ যেকোন ব্যাংকের পরীক্ষায় প্রথম বারেই সফল হতে চাইলে পরিকল্পিত ও গোছানো প্রস্তুতির মাধ্যমে নিজেকে অন্য সবার থেকে এগিয়ে রাখতে হবে।
ব্যাংক জব প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
যেকোন পরীক্ষায় মাত্র ২০/২৫ দিন বা এক মাসের প্রস্তুতিতে সফল হওয়ার সৌভাগ্য সবার হয় না। তাই চাকরীর পরীক্ষায় প্রথম বারেই সফল হতে চাই পরিপূর্ণ প্রস্তুতি। ব্যাংক জব সহ যেকোন পরীক্ষায় ৩-৪ মাসের পরিকল্পিত প্রস্তুতি নিলে প্রথম বারেই পেতে পারেন কাঙ্ক্ষিত জব। কীভাবে ব্যাংক জবের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবেন সে সম্পর্কে আপনাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করছি।
- প্রথমেই বিগত বছরের ব্যাংক জবের প্রশ্ন সহ সমাধান করুন। এতে করে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন এবং নিজের স্ট্রং ও উইক জোন চিহ্নিত করতে পারবেন।
- বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি ও গণিত হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিলি, রিটেন সবকিছুই এই ২টি বিষয়ের দখলে রয়েছে। তাই ইংরেজি ও গণিতে আপনার দক্ষতা যত বেশি হবে সফলতার সম্ভাবনাও তত বেশি।
- সব বিষয়ে সম্বনয় করে পড়ুন। কোন একটি বিষয়ে অধিক পারদর্শী হয়ে অন্য বিষয়ে দুর্বলতা থাকলে চলবে না। পরীক্ষায় প্রশ্নের ধরণ অনেক হিসাব-নিকাশ পাল্টে দেওয়।তাই রিস্ক নিতে যাবেন না।
- ব্যাংকে গণিতে ভাল করতে হলে প্রতিদিন কমপক্ষে দেড়-দুই ঘণ্টা সময় এই বিষয়ে অনুশীলন করুন। চর্চা ছাড়া গ্ণিতে কখনোই ভাল করা যায় না। তাছাড়া গণিত প্রশ্নটিও ইংলিশে হবে। তাই প্রশ্ন বুঝে উত্তর করাও এক বড় চ্যালেঞ্জ।
- ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি জ্ঞান খুব বাড়াতে হবে, গ্রামারের ব্যাসিক ভাল রাখতে হবে এবং অনুবাদে অনেক পারদর্শী হতে হবে। তাই ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় ও উপসম্পাদকীয় অংশটি নিয়মিত পড়ুন।
- টানা কোন বিষয় পড়তে যাবেন না। এতে করে মনোযোগ ধরে রাখা যায় না।এক্ষেত্রে ১০০দিনে ব্যাংক জব প্রস্তুতির পূর্ণাজ্ঞ রুটিনটি ফলো করতে পারেন।
- এছাড়া বাংলা, সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিষয়ে ভাল করতে যেকোন প্রকাশনীর বই ফলো করতে পারেন।
- যাই পড়েন না কেন রিভিশনের কোন বিকল্প নেই। কি কি পড়লেন তার থেকেও বড় কথা কি কি আপনার মেমরিতে সেট হয়েছে।
- ব্যাংক জব প্রস্তুতির ক্ষেত্রে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যত পারেন চূড়ান্ত মডেল টেস্ট দিন। এতে করে পরীক্ষার হলে সময় বন্টন সহ ব্যাংক জব সম্পর্কে আপনার খুব ভাল ধারণা হবে।
আরও পড়ুনঃ ব্যাংক জব প্রস্তুতি: যেভাবে প্রস্তুতি শুরু করবেন
১০০ দিনে ব্যাংক জব প্রস্তুতি প্রোগ্রাম (Bank job exam preparation)
আপনার ব্যাংকিং ক্যারিয়ার স্বপ্ন পূরণের সঠিক নির্দেশনা হিসাবে ১০০ দিনে ব্যাংক জব প্রস্তুতি (Bank job preparation) প্রোগ্রামটি কার্যকর ভূমিকা রাখবে। এই প্রোগ্রামটির মাধ্যমে স্পেশাল মডেল টেস্ট সহ মাত্র ১০০ দিনে আপনি পূর্ণাঙ্গ ব্যাংক জব প্রস্তুতি নিতে পারবেন।
যারা বাংলাদেশ ব্যাংক সহ সমন্বিত ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন অথবা যেকোন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণের মাধ্যমে নিজের চূড়ান্ত প্রস্তুতি যাচাই করে নিতে পারবেন।
এছাড়াও যেসব শিক্ষার্থীরা অনার্সে থাকাকালীন ব্যাংক জব প্রস্তুতি নিতে চায় তাদের জন্য রয়েছে বিগত বছরের ব্যাংক জব পরীক্ষার প্রশ্ন ও সমাধান। ফলে তারা ব্যাংক জব সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে।
ব্যাংক জব পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে প্রোগ্রামটিতে আজই এনরোল করুন।
আপনার ব্যাংক জব প্রস্তুতিকে গোছানো করতে ব্যাংক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও সাধারণ জ্ঞান এর প্রত্যেকটি টপিকের উপর পরীক্ষা নিয়ে মাত্র ১০০ দিনে সম্পূর্ণ ব্যাংক জব প্রস্তুতিকে কাভার করা হয়েছে।
আমাদের ১০০ দিনে ব্যাংক প্রস্তুতি প্রোগ্রামটিতে থাকছে- 👉 বিষয়ভিত্তিক পরীক্ষা ৩৫ টি 👉 রিভিশন টেস্ট ১৪ টি 👉 ফুল মডেল টেস্ট ১০ টি 👉 প্রতিটি পরীক্ষার ব্যাখ্যাসহ সমাধান তো আছেই এছাড়াও কোন পরীক্ষা মিস হলে আপনি আর্কাইভ থেকে সেই পরীক্ষাটি যে কোন সময় দিতে পারবেন।
আরও পড়ুনঃ বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ (Bangladesh Bank AD question solution 2022)
১০০ দিনে ব্যাংক জব প্রস্তুতি প্রোগ্রামটির রুটিন ও সিলেবাস
সকল ব্যাংক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ছোট ছোট টপিকে ভাগ করে আমাদের ব্যাংক প্রস্তুতি প্রোগ্রামটির সিলেবাসটি সাজানো হয়েছে। এছাড়াও রয়েছে পূর্ববর্তী টপিকের উপর রিভিশন ও সাপ্তাহিক ফাইনাল রিভিশন টেস্ট। আর শেষের দিকে পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাই এর জন্য রয়েছে বিষয়ভিত্তিক মডেল টেস্ট ও ফাইনাল মডেল টেস্ট।
এক নজরে ১০০ দিনে সম্পূর্ণ ব্যাংক জব পরীক্ষার সিলেবাসটি কীভাবে শেষ করবেন তা দেখে নিই-
বাংলাদেশ ব্যাংক জব সলিউশন প্রোগ্রামটি এনরোল করুন।
বিসিএস, ব্যাংক জব সহ সকল সরকারি চাকরীর পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের হেলো বিসিএস অ্যাপ ডাউনলোড করুন অথবা ভিজিট করুন হেলো বিসিএস ওয়েবসাইট।
মোট কথা , কোচিং সেন্টারে যাওয়া ছাড়া ঘরে বসেই bank job preparation যাচাই করে নিতে ১০০ দিনে ব্যাংক জব প্রস্তুতি প্রোগ্রামটির কোন বিকল্প নেই।
সবশেষে, মনোবল আর আত্মবিশ্বাসী না হতে পারলে বড় কোনো লক্ষ্য অর্জন করা যায় না। নিজের মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনার দ্বারাই সম্ভব। মানসিকভাবে শক্ত হয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করুন। পড়াশোনার মোক্ষম সময়কে কাজে লাগান। সফলতা আপনার হাতে ধরা দিবেই। শুভ কামনা রইল।