Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে কার্যকরী টিপস

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে কার্যকরী টিপস (47 BCS Preliminary Preparation)

Posted on February 13, 2023April 28, 2024 By Hello BCS
Share
Now

সামনে আসছে ৪৭ তম বিসিএস পরীক্ষা। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করতে অন্যতম কঠিন ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আর যে যত ভালো বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিবেন তার পাস করার সম্ভাবনা তত বেশি। তাই প্রতিদ্বন্দ্বিতামূলক এই পরীক্ষায় টিকে থাকতে প্রয়োজন পরিকল্পনামাফিক প্রস্তুতি। 

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি 

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা খুবই প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বিসিএস ক্যাডার রবিউল আলম লুইপা (৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা)পরামর্শ থেকে আজকের লেখাটি সংগৃহীত করা হয়েছে।

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য করণীয় 

বিসিএস এর সকল ধাপগুলোর মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক ধাপ হচ্ছে প্রিলিমিনারি ধাপ। এই পরীক্ষায় কি নম্বর পেলেন তা চূড়ান্ত ফলাফলে কোনো কাজে আসে না তাই এই প্রিলিতে শুধু পাস করলেই হয়। প্রিলিতে টিকে থাকতে পড়া মনে রাখতে খুব বেশি রিভিশন দিতে হয়। তাই পরীক্ষার ১৫-২০ দিন আগে নতুন কিছু না পড়ে আগের পড়াগুলো ভালো ভাবে রিভিশন দেয়া উচিৎ। সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে টেকনিক অনুযায়ী প্রস্তুতি নিলে সহজেই প্রিলিতে টিকা সম্ভব।

আরও পড়ুনঃ ৪৫ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় ১০ টি বিষয় থেকে প্রশ্ন আসে। চলুন এক নজরের দেখে নিন বিষয়ভিত্তিক মানবন্টণ।

নংবিষয়ের নামমার্ক
১.ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫
২.বাংলা ভাষা ও সাহিত্য৩৫
৩সাধারণ বিজ্ঞান১৫
৪.বাংলাদেশ বিষয়াবলি৩০
৫.আন্তর্জাতিক বিষয়াবলি২০
৬.গাণিতিক যুক্তি১৫
৭.মানসিক দক্ষতা১৫
৮.কম্পিউটার ও তথ্য প্রযুক্তি১৫
৯.ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা১০
১০.নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০

ইংরেজি ভাষা ও সাহিত্য প্রস্তুতি

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী ইংরেজি ভাষা ও সাহিত্যে মোট ৩৫ নম্বর বরাদ্দ আছে। এই ৩৫ নম্বরের মধ্যে ইংরেজি গ্রামার থেকে ২০ এবং সাহিত্য থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসে। 

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ Noun, Adjective, Verb, preposition, Number, Voice, Spelling, Phrase, Synonym-antonym প্রভৃতি অধ্যায় থেকে ইংরেজি গ্রামার অংশে প্রায় প্রতি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১ থেকে ৩ নম্বরের প্রশ্ন আসে।

⇒ প্রায় সকল বিসিএস প্রিলিতে William Shakespeare, GB Shaw, TS Eliot, WB Yeats বিভিন্ন সাহিত্যিকের সৃষ্টকর্ম থেকে প্রশ্ন আসে।

⇒ তাছাড়া ইংরেজি সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ লিটারেসি টার্ম, উক্তি ও চরিত্র থেকেও প্রায় নিয়মিত প্রশ্ন আসে।

⇒ ইংরেজি সাহিত্যের প্রায় সকল বিখ্যাত সাহিত্যিকদের সম্পর্কে ধারনা রাখতে হবে কেননা এক এক বিসিএস প্রিলিতে একেক সাহিত্যিক থেকে প্রশ্ন আসে। তাই আপনি যদি ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী না হোন তবে এই অংশ থেকে ৭-৮ নম্বরের টার্গেটে সন্তুষ্ট থাকাই হবে বুদ্ধিমানের কাজ। 

⇒ তাই এই অংশে বেশি জোর না দিয়ে ইংরেজি গ্রামার অংশে জোর দিলে অনেক সহজেই ভালো নম্বর পাবেন।

⇒ English for Competitive Exam, Master etc book for english grammer. ইংরেজি সাহিত্যের জন্য  A Practical Handbook On English Literature, Gateway সহ যেকোনো ভালো প্রকাশনীর বই নিতে পারেন। 

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ইংরেজি ভাষা 
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
Noun১২–২–
Adjective১১১–১
Verb১১২১–
Preposition২২১৩২
Number১–৩১১
Voice২১–১১
Spelling২১২১১
Phrase২৫১২৩
Synonym-antonym৩৩–১৩
Others৫৩৮৮৮
মোট=২০১৯১৮২০২০

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ইংরেজি সাহিত্য
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
William Shakespeare৩২–২৩
G.B. Shaw১––১–
T.S. Eliot১––২–
W.B. Yeats১১––১
P.B. Shelley১২–––
Others৮১১৩১০১১
মোট=১৫১৬৩১৫১৫

ইংরেজি ভাষা ও সাহিত্যের বিস্তারিত বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে এখানে ক্লিক করুন।

বাংলা ভাষা ও সাহিত্য প্রস্তুতি

৪৭ তম বিসিএস সিলেবাস অনুযায়ী বাংলা ভাষা ও সাহিত্যে মোট ৩৫ মার্ক বরাদ্দ আছে। এই ৩৫ নম্বরের মধ্যে বাংলা ভাষা থেকে ১৫ এবং সাহিত্য থেকে ২০ মার্কের প্রশ্ন থাকে। 

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

promotional photo

⇒ ধ্বনি, শব্দ, বানান ও বাক্য শুদ্ধি, প্রত্যয়, পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমাস, বাক্য, বাগধারা, এক কথায় প্রকাশ প্রভৃতি টপিক থেকে বাংলা ভাষা অংশে প্রায় প্রতি বিসিএস পরীক্ষায় ২/১ নম্বরের প্রশ্ন আসে।

⇒ বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ থেকে আধুনিক যুগ গুরুত্বপূর্ণ। আধুনিক যুগ থেকে একটু বেশি প্রশ্ন আসে।

⇒ আধুনিক যুগের সাহিত্যের মধ্যে পিএসসির লিখিত সিলেবাসে ১১ জন গুরুত্বপূর্ণ সাহিত্যিক

⇒ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,মীর মশাররফ হোসেন,কায়কোবাদ,দীনবন্ধু মিত্র,ফররুখ আহমদ, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং জসীমউদ্দীন থেকে প্রায়ই প্রিলিতে নিয়মিত প্রশ্ন আসে।

⇒ বিভিন্ন সাহিত্যকদের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, উপন্যাস ও নাটকের লেখক ও চরিত্র থেকেও পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে।

⇒ ড. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, অগ্রদূত, বাংলা জয়যাত্রাসহ যেকোনো ভালো প্রকাশনীর বই থেকে প্রস্তুতি নিতে পারেন।

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ বাংলা সাহিত্য
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
প্রাচীন যুগ–৩৩১২
মধ্য যুগ৫২১৩৩
আধুনিক যুগ১০১৪৩১১৮
পত্র-পত্রিকা১১–১১
গ্রন্থের লেখক, চরিত্র ও বিষয় ৪––৪৫
মোট=২০২০৭২০১৯

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ বাংলা ভাষা
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
ধ্বনি১৩১২–
শব্দ২১২২৩
বাক্য ১২১২–
বানান ও বাক্য শুদ্ধি২২৩২১
প্রত্যয়––১১১
পরিভাষা১১২–১
সমার্থক শব্দ২–১১১
বিপরীত শব্দ––২–১
সমাস১১১১–
বাগধারা১২––২
এক কথায় প্রকাশ২১১–৩
অন্যান্য১২১৪৩
মোট=১৪১৫১৬১৫১৬

বাংলা ভাষা ও সাহিত্যের বিস্তারিত বিসিএস প্রস্তুতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

সাধারণ বিজ্ঞান প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান অংশ থেকে মোট ১৫ নম্বরের প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে ঠিক নিয়মিত ভাবে প্রশ্ন আসে না। 

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ আলোর প্রকৃতি, স্থির ও চল তড়িৎ, ভাইরাস ও ব্যাকটেরিয়া, ভিটামিন, খাদ্য ও পুষ্টি, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার প্রভৃতি অধ্যায় থেকে প্রায়ই বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন আসে।

⇒ আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন বিজ্ঞানে ভালো ভাবে প্রস্তুতি নিলে এখানে গণিতের মতো পূর্ণ মার্ক তোলা সম্ভব।

⇒ বিজ্ঞানের জন্য বিসিএস প্রিলি ও রিটেন এক্সামের টপিকগুলো প্রায় একই রকমের। তাই ভালো ভাবে প্রস্তুতি নিলে একসাথে ২টি পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়ে যাবে।

⇒ অষ্টম, নবম, দশম ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বোর্ড বই থেকে সিলেবাসের টপিকগুলো ধরে ধরে পড়তে পারেন। তাছাড়া ওরাকল অথবা যেকোনো প্রচলিত প্রকাশনীর বিজ্ঞান বই থেকেও প্রস্তুতি নিতে পারেন।

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ সাধারণ বিজ্ঞান
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
আলোর প্রকৃতি১১–১–
স্থির ও চলতড়িৎ২১–৩১
শক্তির উৎস ও রূপান্তর–––১১
ভাইরাস ও ব্যাকটেরিয়া২২–––
ভিটামিন, খাদ্য ও পুষ্টি২১–১২
মানবদেহ১১–২–
রোগের কারণ ও প্রতিকার১–––১
অন্যান্য৬৬–৭১০
মোট১৫১২–১৫১৫

৪৭ তম বিসিএস সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ বিষয়াবলি প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে সাধারণত ৩০ নম্বরের প্রশ্ন আসে। তাই সাধারণ জ্ঞান অংশে ভালো নম্ব্র পাওয়া কষ্টকর। তাই কোন টপিক থেকে সাধারণত প্রশ্ন আসে এবং কোন টপিক থেকে খুব কম প্রশ্ন আসে সেগুলোকে আলদা করে প্রস্তুতি নিতে হয়।

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ বিসিএস প্রিলিমিনারিতে প্রতিবার নিয়মিত প্রাচীনকাল থেকে সমসাময়িককালের ইতিহাস, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের ৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর, বাংলাদেশের কৃষিজ সম্পদ (ফসলের জাতগুলো ভালোভাবে পড়বেন), বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতিসংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশের সংবিধান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ও বাজেট প্রভৃতি অধ্যায় থেকে প্রশ্ন আসে।

⇒ সাধারণ জ্ঞানের জন্য যেকোনো প্রকাশনীর ভালো একটা বই থেকে প্রস্তুতি নিতে পারেন।

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ বাংলাদেশ বিষয়াবলি
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস৬৪১৭৫
১৯৫২-এর ভাষা আন্দোলন৪–২১–
১৯৭১ সালের ৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর৪২৩৪২
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতিসংক্রান্ত বিষয়াদি২১১১২
বাংলাদেশের কৃষিজ সম্পদ২৩৩–২
বাংলাদেশের অর্থনীতি৩৩১১৭
বাংলাদেশের সংবিধান৪৪৩৪৪
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা১২৩১২
অন্যান্য৪১১৪১১৬
মোট৩০৩০২১৩০৩০

আন্তর্জাতিক বিষয়াবলি প্রস্তুতি

বিসিএস প্রিলি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণত ২০ মার্কের প্রশ্ন আসে। প্রস্তুতির শুরুতেই কোন বিষয় থেকে সাধারণত প্রশ্ন আসে এবং যেসব বিষয় থেকে প্রশ্ন কম আসে বা আসে না সেগুলো আলাদা করে প্রস্তুতি নেয় উচিৎ।

বিগত বছরের বিসিএস প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ আন্তর্জাতিক বিষয়াবলি প্রস্তুতির জন্য বৈশ্বিক ইতিহাস থেকে বিভিন্ন যুদ্ধ ও বিপ্লবসমূহ, আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি অধ্যায়ের সমুদ্রসীমা, সীমান্ত, ভৌগোলিক সীমারেখা, আন্তর্জাতিক নিরাপত্তা অধ্যায়ের বিভিন্ন চুক্তি, সনদ, সম্মেলন, পরিবেশ কূটনীতি, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনসমূহ থেকে উন্নয়নমূলক সংস্থা ও সদর দপ্তর, আন্তর্জাতিক সংগঠনসমূহ (যেমন—EU, WB, IMF, BRICS, NDB, BIMSTEC, ADB ইত্যাদি) ইত্যাদি টপিকগুলো ভালো ভাবে প্রস্তুতি নিয়ে পড়তে হয়।

promotional photo

⇒ বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলির জন্য যেকোনো ভালো মানের বই পড়ে নিতে পারেন। যেমনঃ যেমন—ড. তারেক শামসুর রেহমানের বিশ্বরাজনীতির ১০০ বছর।

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ আন্তর্জাতিক বিষয়াবলি
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
বৈশ্বিক ইতিহাস৩৫১২–
আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি২৩৩৩২
আন্তর্জাতিক নিরাপত্তা৩২২৪৪
জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনসমূহ৩২২২২
বিভিন্ন চুক্তি, সনদ ও সম্মেলন৪২৪২৫
অন্যান্য ২৪৫৫৫
মোট=১৭১৮১৭১৮১৮

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

গাণিতিক যুক্তি প্রস্তুতি

বিসিএস প্রিলি পরীক্ষায় সাধারণত গাণিতিক যুক্তি থেকে ১৫ নম্বর বরাদ্দ আসে। গাণিতিক যুক্তি অংশ থেকে প্রধানত পাটিগণিত, বীজগণিত, বিচ্ছিন্ন গণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন আসে।

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ গাণিতিক যুক্তি অংশ থেকে লসাগু ও গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা, সেট, কোণ ও ত্রিভুজ প্রভৃতি অংশ থেকে সাধারণত প্রতি বিসিএস পরীক্ষায় ১-৩ নম্বরের প্রশ্ন আসে।

⇒ গণিতের সকল টপিকগুলো পড়া উচিৎ তবে যে সব টপিক প্রায়ই পরীক্ষায় সেই সব টকিগুলো বার বার প্র্যাকটিস করবেন। গনিতে ভালো নম্বর পেতে প্রতিদিন নির্দিষ্ট সময় প্র্যাকটিস করতে হবে।

⇒ গাণিতিক যুক্তির বিষয়গুলো প্রিলি ও লিখিত পরীক্ষার জন্য প্রায় একই রকমের। তাই প্রিলি পরীক্ষার জন্য ভালো ভাবে গণিত প্রস্তুতি নিলে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া হয়ে যাবে।

⇒ বিগত প্রশ্ন সমাধানের পাশাপাশি খাইরুলস ম্যাথ, ওরাকল প্রকাশনীর বই বা যেকোনো ভালো মানের বই থেকে গাণিতিক যুক্তি প্রস্তুতি নিতে পারেন।

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ গাণিতিক যুক্তি
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
লসাগু ও গসাগু১১––১
শতকরা ও লাভ-ক্ষতি১–২২১
সরল ও যৌগিক মুনাফা–১––১
সরল ও দ্বিপদী অসমতা১১১১–
সূচক ও লগারিদম৩২১১১
সমান্তর ও গুণোত্তর ধারা২১১১১
সেট১১––১
কোণ ও ত্রিভুজ২১–১১
অন্যান্য২৭৭৯৮
মোট=১৫১৫১২১৫১৫

মানসিক দক্ষতা প্রস্তুতি

মানসিক দক্ষতা থেকে বিসিএস প্রিলিতে সাধারণত ১৫ নম্বরের প্রশ্ন থাকে।  বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ প্রতি বিসিএস পরীক্ষায় কোডিং ও ডিকোডিং, সাদৃশ্য/অ্যানালজি, সমস্যা সমাধান, সঠিক দিক ও চিত্র নির্ণয়, দিন ও সম্পর্ক নির্ণয়, সিরিজের সংখ্যা নির্ণয়, আয়নার প্রতিবিম্ব প্রভৃতি অংশ থেকে প্রায়  ১-২টা প্রশ্ন আসে।

⇒ মানসিক দক্ষতায় ভালো নম্বর পেতে কমনসেন্স এর উপর অনেকটা নির্ভর করে।

⇒ গাণিতিক যুক্তির মতো মানসিক দক্ষতার সিলেবাস প্রিলি ও লিখিত পরীক্ষার জন্য প্রায় একই রকমের। তাই ভালো ভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নিলে একই সাথে উভয় পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়ে যাবে।

⇒ বিগত বছরের মানসিক দক্ষতার প্রিলি ও লিখিত প্রশ্নের সমাধানের পাশাপাশি খাইরুল মেন্টাল এবিলিটি বা যেকোনো প্রকাশনীর ভালো বই থেকে প্রস্তুতি নিতে পারেন।

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ মানসিক দক্ষতা
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
কোডিং ও ডিকোডিং২২––৩
সাদৃশ্য/অ্যানালজি১১–১–
সমস্যা সমাধান১২১৪৩
দিক ও চিত্র নির্ণয়৩৩১১২
দিন ও সম্পর্ক নির্ণয়২১–২–
সিরিজের সংখ্যা নির্ণয়৩২২১–
আয়নায় প্রতিবিম্ব১––১১
অন্যান্য২৪–৫৬
মোট=১৫১৫৪১৫১৫

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়ে বিস্তারিতভাবে বিসিএস প্রিলি প্রস্তুতি নিতে এখানে ক্লিক করুন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রস্তুতি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বিসিএস পরীক্ষায় সাধারণত  ১৫ মার্ক বরাদ্দ রয়েছে । এর মধ্যে সাধারণত কম্পিউটার থেকে ১০ এবং তথ্য প্রযুক্তি থেকে ৫ নম্বরের প্রশ্ন আসে।

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি অংশ থেকে বিসিএস প্রিলিতে কম্পিউটার ডিভাইস, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নম্বর ব্যবস্থা, কম্পিউটার নেটওয়ার্ক, বিভিন্ন সংক্ষিপ্তরূপের পূর্ণ রূপ, ইন্টারনেট, ইত্যাদি বিষয় থেকে নিয়মতি প্রশ্ন আসে।

⇒ ইজি কম্পিউটার বই থেকে কম্পিউটারের প্রস্তুতি নিতে পারেন।

বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
টপিক৪৪ তম৪৩ তম৪২ তম৪১ তম ৪০ তম
কম্পিউটার ডিভাইস১২––২
অপারেটিং সিস্টেম১১–১১
কম্পিউটার নম্বর ব্যবস্থা১১–১২
কম্পিউটার নেটওয়ার্ক৫২–১৫
বিভিন্ন সংক্ষিপ্তরূপের পূর্ণ রূপ ১১–২–
ইন্টারনেট২২––২
অন্যান্য৪৯–১০৩
মোট=১৫১৮–১৫১৫

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি

promotional photo

বিসিএস পরীক্ষায় ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে সাধারণত ১০ নম্বরের প্রশ্ন আসে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতির সাথে মূলত এই বিষয়ের মোটামোটি প্রস্তুতি নেয়া হয়ে যায়। তাছাড়া বিগত বছরের প্রশ্ন থেকে বিস্তারিত প্রস্তুতি নিতে পারেন।

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়,

⇒ বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা প্রভৃতি অধ্যায় থেকে প্রিলিতে প্রায় নিয়মিত প্রশ্ন করা হয়। 

⇒ বিগত বছরের প্রশ্ন সমাধান ও ভালো মানের যেকোনো ডাইজেস্ট বই থেকে প্রস্তুতি নিতে পারেন।

৪৭ তম বিসিএস প্রস্তুতি

৪৭ তম বিসিএস পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে এনরোল করুন।

Enroll Now

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন প্রস্তুতি

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত ১০ মার্কের প্রশ্ন আসে। এই বিষয়ের প্রশ্ন গুলো খুব বেশি কনফিউজড টাইপের হয়। তাই অনেক সতর্ক ও সচেতনার সাথে এই বিষয়ের প্রস্তুতি নিতে হয়।

⇒ এই বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে সুশাসনের ধারণা ও সংজ্ঞা, বিশ্বব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সুশাসনের উপাদানসমূহ, মূল্যবোধের ধারণা, সংজ্ঞা ও উপাদান প্রভৃতি। 

বিসিএস পরিক্ষার ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের বিস্তারিত প্রস্তুতি নিতে এখানে ক্লিক করুন।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রয়েছে নেগেটিভ মার্কিং অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য ১.৫ মার্ক কাটা যায়। তাই খুব বেশি সতর্ক হয়ে প্রিলি পরীক্ষা দিতে হয়। কাট মার্ক যদি ১২০-১৩০ নিশ্চিত করতে পারেন তাহলে প্রিলিতে টিকে যাবেন বলা যায়। তাই বেশি বেশি পরীক্ষা দিবেন। যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি নিজেকে যাচাই করতে পারবেন। অনলাইনে Hello BCS অ্যাপ এর মাধ্যমে হাজারো পরীক্ষার্থীর সাথে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন।

1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
BCS Tags:47 bcs preliminary, ৪৭তম বিসিএস, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি, bcs preliminary, bcs preparation, বিসিএস পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
📖

Related Blog

৪৭ তম বিসিএস প্রস্তুতি
৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরিপূর্ণ…

বিসিএস ক্যাডার বর্তমানে বাংলাদেশের অন্যতম সম্মানীত পেশার নাম। স্নাতক পাশ…...

Read More »
Hello BCS March 13, 2023
বিসিএস প্রস্তুতি
প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক পদের…

প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়  ৩ ফেব্রুয়ারি…...

Read More »
Hello BCS October 21, 2023
বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংক  সহকারী পরিচালক প্রশ্ন…

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ৩০ মে ২০২৩…...

Read More »
Hello BCS October 22, 2023

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab