Skip to content
  • লাইভ এক্সাম
  • ফেসবুক সাইট
  • অ্যাপ্লিকেশন
হ্যালো বিসিএস  ব্লগ
  • হোম
  • আমাদের সম্পর্কে
  • বিসিএস প্রস্তুতি
  • ‘হ্যালো বিসিএস’ অ্যাপ ডাউনলোড করুন
  • ওয়েবসাইটে লাইভ এক্সাম দিন
  • স্টাডি
    • বাংলাদেশ বিষয়াবলি
    • বাংলা ভাষা ও সাহিত্য
  • Toggle search form
mobile-header-image
১৭ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা – বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস ( 18th NTRCA Exam Preparation)

Posted on June 1, 2022March 15, 2024 By Hello BCS
Share
Now

“তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন বাবা,মা ও শিক্ষক”-এ পি জে আবদুল কালাম। শিক্ষকতার মত মহৎ পেশা পৃথিবীতে আর একটিও নেই। সেই মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেন এক নতুন সম্ভবনার দ্বার খুলে দিয়েছে।

বেসরকারি পর্যায়ে স্কুল ও কলেজে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

চলুন তবে জেনে নিই,  শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা, পদ্ধতি, এবং প্রস্তুতি  কীভাবে নিবেন সেই সম্পর্কে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon exam)

সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ  প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা চালু করেছে।

দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

আরো পড়ুনঃ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF

শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা

এক নজরে দেখে নিন ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা

  • শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। 
  • তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।
  • নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে। 
  • এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।
  • আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন সার্কুলারে।

বেসরকারি (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি

NTRCA বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩টি পর্যায়ে হয়ে থাকে। একটি স্কুল পর্যায়ে, স্কুল-২ পর্যায় অন্যটি কলেজ পর্যায়ে।

স্কুল পর্যায় বলতে সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম ও গ্রন্থাগার, তথ্য বিজ্ঞান), সহকারী শিক্ষক শরীরচর্চা ও সহকারী মৌলভী পদকে বুঝায়।

স্কুল-২ পর্যায় বলতে ট্রেড ইন্সট্রাক্টর, এবতোদেয়ী মৌলভী, এবতোদেয়ী শিক্ষক (সাধারণ), এবতোদেয়ী ক্কারী পদকে বুঝাবে।

কলেজ পর্যায় বলতে প্রভাষক, ইন্সট্রাক্টর (টেক) ও ইন্সট্রাক্টর (নন টেক) ও প্রদর্শক পদকে বুঝায়।

এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন  ও মৌখিক পরীক্ষা হয়।

প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।

আরও পড়ুনঃ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও বুকলিস্ট

১৮তম শিক্ষক নিবন্ধন ফাউন্ডেশন কোর্স

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরিপূর্ণ প্রস্তুতি নিতে ১৮তম শিক্ষক নিবন্ধন ফাউন্ডেশন কোর্স প্রোগ্রামে এখনই এনরোল করুন।

Enroll Now

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি

গত ২ নভেম্বর ২০২৩ সালে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে NTRCA কর্তৃপক্ষ। NTRCA অফিসিয়াল সাইটে সার্কুলারটি প্রকাশিত হয়।’

১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

promotional photo

শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবন্টন

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু  নম্বর বন্টন
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান২৫
মোট ১০০

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.০৫ করে কাটা হবে।

প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

এবার তাহলে শিক্ষক নিবন্ধ পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-

বাংলা – ২৫

  • ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার 
  • বাগধারা ও বাগবিধি
  • ভুল সংশোধন বা শুদ্ধকরণ
  • যথার্থ অনুবাদ
  • সন্ধি বিচ্ছেদ
  • কারক বিভক্তি
  • সমাস ও প্রত্যয়
  • সমার্থক ও বিপরীতার্থক শব্দ
  • বাক্য সংকোচন
  • লিঙ্গ পরিবর্তন

ইংরেজি – ২৫

  • Completing Sentences
  • Translation from Bengali to English
  • Change of Parts of Speech
  • Right forms of verb
  • Fill in the blanks with appropriate word
  • Transformation of sentences
  • Synonyms & Antonyms
  • Idioms & Phrases

এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য  Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition  -এর প্রস্তুতি নিতে হবে।

সাধারণ গণিত – ২৫

পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু,  ঐকিক নিয়ম,  লাভ-ক্ষতি,  শতকরা,  সুদকষা, অনুপাত-সমানুপাত।

বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ 

সাধারণ জ্ঞান-২৫

  •  বাংলাদেশ সম্পর্কিত বিষয়
  • আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
  • বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস  ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে। 

এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

10th-17th NTRCA job solution

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান জানতে এখনই এনরোল করুন।

Enroll Now

শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত সিলেবাস

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিতে টিকে থাকা সকল প্রার্থীদের লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হয়। আবেদনকারী আবেদনের সময় যে বিষয় নির্বাচন করেছেন সেই বিষয়ে ১০০ মার্কের পরীক্ষা দিতে হয়। স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাস সম্পর্কে বিস্তারিত দেখতে ক্লিক করুন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বুকলিস্ট

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে বুকলিস্ট খুব বেশি সহায়ক ভূমিকা রাখে।

 বাংলা  বিষয়ের রেফারেন্স বুকঃ

বাংলা ভাষা –

  • ৯ম-১০ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই
  • অগ্রদূত/অভিযাত্রী প্রকাশনীর বই

বাংলা সাহিত্য-

  • ৯ম-১০ম ও একাদশ- দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র বই
  • শীকর গ্রন্থ সমালোচনা, মোহসিনা নাজিলার বই

ইংরেজি  বিষয়ের রেফারেন্স বুকঃ

  • Cliff’s Toefl  বইটির গ্রামার অংশ । 
  • জাহাঙ্গীর আলম স্যারের Master English বই। 

ইংরেজিতে সাহিত্য থেকে কোন প্রশ্ন আসে না বললেই চলে।তাই সাহিত্য নিয়ে আলাদা করে সময় দেয়ার কোন প্রয়োজন নেই।

promotional photo

গণিত বিষয়ের রেফারেন্স বুকঃ

  • সপ্তম থেকে নবম শ্রেণির পাঠ্য বই
  • Khairuls Basic Math -এই বইটি থেকে  গ্ণিতের শর্টকার্ট টেকনিক শিখতে পারবেন।

সাধারণ জ্ঞান বিষয়ের রেফারেন্স বুকঃ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ+আন্তর্জাতিক+কম্পিউটার+বিজ্ঞান মিলিয়ে প্রশ্ন আসে। 

  • বাংলাদেশ ও আন্তর্জাতিক এর জন্য এমপিথ্রি/ প্রফেসর’স বইগুলো পড়তে পারেন। 
  • কম্পিউটার এর জন্য ইজি পাবলিকেশন্স এর বইটি বেশ ভালো। 
  • বিজ্ঞান এর জন্য “ওরাকল বিজ্ঞান” পড়লেই চলবে। 
  • সাম্প্রতিক তথ্যের জন্য ২-৩ মাসের “কারেন্ট এফেয়ার্স” পড়বেন।

এবার চলুন জেনে নিই, শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূরণাজ্ঞ প্রস্তুতি কীভাবে নিবেন।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিবেন

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার ২ নভেম্বর ২০২৩ সালে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষন নিবন্ধন কর্তৃপক্ষ। তাই ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিকল্পিত ভাবে প্রস্তুতি নিলে নিবন্ধন পরীক্ষার প্রিলিতে ভাল করা সম্ভব। চলুন জেনে নিই কীভাবে কম সময়ের মধ্যে শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার প্রস্তুতি নিবেন-

  • প্রথমেই ৯ম থেকে ১৭ তম  শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমূহ ব্যাখ্যা সহ ভাল করে পড়ে ফেলবেন। এতে করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন।
  • বিষয়ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি ৩৫-৪৪ বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো ভালভাবে পড়ে নিন।
  • তাছাড় প্রাথমিক বিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন গুলো সমাধান করলে অনেক কিছুই রিপিট পেতে পারেন।
  • অনলাইনে প্রতিদিন “Hello BCS‘ এপে বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির মডেল টেস্ট দিতে পারেন।

এবার আসা যাক বিষয়ভিত্তিক প্রস্তুতিতে-

বাংলা- 

বাংলায় মূলত ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে।তাই ব্যাকরণে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে।এক্ষেত্রে  ৯ম-১০ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইটি ভাল ভাবে উদাহরণ সহ পড়তে হবে।

ব্যাকরণের পাশাপাশি বাংলা সাহিত্য থেকেও ৪/৫ টি প্রশ্ন হয়ে থাকে। সাহিত্যে ভাল করতে হলে ৯ম-১০ম শ্রেণির বাংলা প্রথম প্ত্র বোর্ড বইটির সকল গদ্য ও পদ্যের লেখক পরিচিতি ভাল ভাবে পড়তে হবে।কলেজ পর্যায়ে প্রস্তুতি নিতে একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ড বইটি থেকেও সকল গদ্য ও পদ্যের লেখক পরিচিতি পড়তে হবে।

ইংরেজি- 

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিতে ইংরেজিতে ভাল করতে হলে গ্রামারের বেসিক ভাল করতে হবে। সিলেবাস থেকে গ্রামারের টপিক গুলো ধরে ধরে নিয়মিত চর্চা করতে থাকুন। গ্রামারের বেসিক দুর্বল হলে Chowdhury & Hossain এর গ্রামার বইটি ফলো করতে পারেন।বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ প্র্যাকটিস করতে হবে।

ইংরেজিতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে জাহাঙ্গীর আলম স্যারের Master English বই এর বর্তমানে কোন বিকল্প নেই।

গণিত–  

গণিতের প্রস্তুতির ক্ষেত্রে একটি কথাই বলব। তা হল- প্র্যাকটিস,প্র্যাকটিস এবং প্র্যাকটিস।

গ্ণিতে বিগত বছরের প্রশ্ন থেকে দেখা গেছে, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতির সাধারণ ধারণা, বিভিন্ন সূত্র, নিয়মাবলি ও এর প্রয়োগ থেকে প্রশ্ন করা হয়। তাই ৭ম-৯ম শ্রেণির গণিত বোর্ড বইয়ের সব নিয়মের অংক সমাধান করলে প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে।

তবে কলেজপর্যায়ের জন্য একাদশ – দ্বাদশ শ্রেণির বই থেকেও কিছু প্রশ্ন হয়ে থাকে।

গ্ণিতে ভাল করতে শর্টকাট টেকনিক শিখতে Khairuls Basic Math বইটি ভালোভাবে অনুসরণ করে খুব দ্রুত অংক সমাধান করতে পারবেন। তাই বেশি বেশি নিয়মিত গণিত চর্চা করুন।

সাধারণ জ্ঞান-

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে মূলত বাংলাদেশ, আন্তর্জাতিক,বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি থেকে প্রশ্ন হয়ে থাকে।

এ অংশে ভালো করতে হলে মাধ্যমিক পর্যায়ের সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বইগুলো পড়তে পারেন। তাছাড়া নিয়মিত পত্রিকা পড়াসহ দেশি-বিদেশি সমসাময়িক খবরগুলো নিজের আয়ত্ত করে নিতে হবে।

তাছাড়া যেকোন একটি ডাইজেস্ট ফলো করে সাধারণ জ্ঞান অংশে প্রস্তুতি নিতে পারেন।

সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা। ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা, পদ্ধতি ও প্রস্তুতি সম্পর্কে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।

promotional photo
1
পোস্টটি শেয়ার করুন !
Hello BCS Promotional Image
General Tags:17 NTRCA, 17 shikhhok nibondhon exam, ১৭ তম শিক্ষক নিবন্ধন, NTRCA, shikkhok nibondhon, বেসরকারি শিক্ষক নিবন্ধন, বেসরকারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, শিক্ষক নিয়োগ পরীক্ষা
📖

Related Blog

বিসিএস প্রস্তুতি
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত…

বিসিএস এর পরে NTRCA হলো  চাকরির আরেক ধৈর্যের খেলা। প্রথমবার…...

Read More »
Hello BCS April 23, 2024
বিসিএস প্রস্তুতি
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার…

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২২…...

Read More »
Hello BCS January 4, 2023
বিসিএস লিখিত প্রস্তুতি (গাণিতিক যুক্তি)
বিসিএস লিখিত প্রস্তুতি গাণিতিক যুক্তি…

১+১= ২। কোনদিন কি ৩ হবে? না হবেনা। কিছু জিনিস…...

Read More »
Hello BCS September 2, 2021

হ্যালো বিসিএস

বিসিএস, প্রাইমারি এবং ব্যাংক প্রস্তুতি ও লাইভ এক্সাম এপ।

অন্যান্য

  • HTML Sitemap
  • Privacy Policy
  • Terms and Conditions
  • আমাদের সম্পর্কে

আমাদের সাইট টি শেয়ার করুন

Copyright © 2025 হ্যালো বিসিএস ব্লগ.

Powered by LIILab