বর্তমানে চাকরির বাজারে অন্যতম আকর্ষণীয় জব হল ব্যাংক জব। আর সেই ব্যাংক চাকরির পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ম্যাথ। শুধু প্রিলিতে নয় রিটেন পরীক্ষায়ও ম্যাথ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই ব্যাংক ম্যাথ প্রস্তুতির জন্য দরকার সমন্বিত পরিকল্পনা। চাকরিপ্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে গণিত বিষয়ের প্রস্তুতিতে নিতে আজকের এই আর্টিকেল।
ব্যাংক ম্যাথ দক্ষ হতে করণীয়ঃ
আপনি যদি ম্যাথে খুবই দুর্বল হয়ে থাকেন তা মাথা থেকে দূর করতে হবে। মনে রাখেন যারা পরীক্ষা দিয়ে সফল হয়েছেন তারা কষ্ট করে এই পর্যায়ে পৌঁছেছেন। প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে।
১) প্রথমে বেসিক ম্যাথ গুলো ফোকাস করে অনুশীলন করতে হবে। অষ্টম, নবম ও দশম শ্রেণির সাধারণ গণিত বই এর ম্যাথ গুলো ভালো ভাবে প্র্যাকটিস করতে পারেন।
২) বাস্তব সংখ্যা, লাভ-ক্ষতি, সুদকষা, শতকরা, সময় ও কাজ, দূরত্ব ও ট্রেন ইত্যাদি টপিকের প্রতি একটা ভালো ধারনা পাবেন। ফলে পরবর্তীতে ইংরেজিতে অংক করতে সুবিধা হবে। তাছাড়া জর্জ এমপিথ্রি বই থেকেও প্র্যাকটিস করতে পারেন।
৩) বেসিক শক্ত হওয়ার পর ব্যাংকের বিগত বছরের প্রিলি ও রিটেন পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান করুন। আপনার দুর্বলতা ও স্ট্র্যান্থের জায়গা নির্ধারণ করার চেষ্টা করুন। বিগত বছরের প্রশ্ন সমাধানের জন্য অনলাইনে ব্যাংক জব সলিউশন প্রোগ্রাম বা বাজারে বিভিন্ন ধরনের বই পাবেন দেখে নিতে পারেন।
৪) মিডিয়াম লেভেলের প্রস্তুতির জন্য সাইফুরস এর ব্যাংক ম্যাথ ও তার সাথে অনলাইনে ব্যাংক ম্যাথ কোর্স নিতে পারেন। ইউসুফ আলীর ব্যাংক ম্যাথ রিটেন এনালাইসিস, খায়রুলস ব্যাংক ম্যাথ, -জাফর ইকবাল আনসারী্র A textbook on Bank Written math – এগুলো থেকে যেকোনো একটি বই থেকে ম্যাথ অনুশীলন করতে পারেন।
৫) অ্যাডভান্স প্রস্তুতির জন্য মেন্টরস্ ম্যাথ কিউ ব্যাংক বইটি দেখতে পারেন। এই বই থেকে আইবিএ মানের ম্যাথ সম্পর্কে ধারণা পাবেন। প্রাইভেট ব্যাংক পরীক্ষার জন্যও হেল্প হবে।
৬) কিছু ওয়েবসাইট আছে যা প্রস্তুতিকে শাণিত করবে। এসব ওয়েবসাইট থেকে বেশি বেশি ম্যাথ অনুশীলন করতে পারেন। যেমন—gmatclub.com, competoid.com, Examveda.com, doubtnut.com, majortest.com।
আরও পড়ুনঃ ৩৫ তম – ৪৪ তম বিগত বছরের বিসিএস লিখিত প্রশ্ন (35 – 44 BCS Written Question Bank PDF)
ব্যাংক ম্যাথ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিক
ব্যাংক ম্যাথ পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে টপিক সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরীক্ষায় সফল হতে এই বিষয় গুলোর উপর পারদর্শী হতে হয়।
1. Number and Number system,
2. Age, Average, Equation
2. Percentage, Profit & loss, Simple & compound interest
3. Ratio & proportion, Mixture, Partnership
4. Time & work, Chain rules / Unitary Method, Pipes & cisterns
5. Time & distance, Train, Boats & streams
6. Permutation , Combination, Probability
7. Geometry, Solid geometry (ঘনজ্যামিতি), Trigonometry, Solid geometry—নবম-দশম সাধারণ গণিত ও উচ্চতর গণিত বই।
8. Algebra (Function, inequality, Factorization, exponent & logarithm, Set & series)
9. HCF, LCM, Analytical Ability, Stocks and shares
ব্যাংক ম্যাথ প্রস্তুতি কোর্স
ব্যাংক জব পরীক্ষায় টিকতে হলে ম্যাথ পরীক্ষায় ভালো করতে হয়। প্রস্তুতিকে শাণিত করতে ম্যাথ এর সকল গুরুত্বপূর্ণ টপিক গুলোকে কাভার করা হয়েছে ব্যাংক ম্যাথ ক্র্যাশ কোর্সে। এই প্রোগ্রামে ২৫ টি টপিক ভিত্তিক পরীক্ষা রয়েছে। আর প্রতিটি পরীক্ষার ব্যাখা সহ সমাধান তো আছেই। যেকোনো পরীক্ষা মিস হলে আর্কাইভ থেকে দিতে পারবেন সেই এক্সামটি যেকোনো সময়।
ম্যাথ করার ক্ষেত্রে করণীয়ঃ
-> শুধু চোখ না বুলিয়ে প্রতিটা ম্যাথ খাতায় করবেন। -> গণিত শর্টকাট উপায়ে না করে অবশ্যই বুঝে বিস্তারিত ভাবে করুন। -> সকল সূত্রগুলো নোট করে নিয়মিত রিভিশন দিন। -> ম্যাথ করার সময় অবশ্যই ক্যালকুলেশন করবেন। আর ক্যালকুলেশন বাসায় দ্রুত করে প্র্যাকটিস করবেন। -> ১ থেকে ২৫ পর্যন্ত নামতা, বর্গ, ঘন এবং কমন কিছু বড় বড় সংখ্যার বর্গমূল এবং ঘনমূল সব সময় মনে রাখার চেষ্টা করবেন। -> কঠিন অংকগুলো মার্ক করে রাখবেন এবং পরে বারবার প্র্যাকটিস করবেন। -> প্রতিটা ম্যাথ ভালোভাবে বুঝে সমাধার করার চেষ্টা করবেন তাহলে অনেক সময় কঠিন আনকমন ম্যাথ আসলে তা সমাধান করতে পারবেন।
ব্যাংক ম্যাথ প্রস্তুতি নিয়ে আজ এই পর্যন্তই । ধন্যবাদ।